14/08/2025
চাঁদাবাজ চক্রের মূল মাস্টারমাইন্ড আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া!
গ্রেপ্তারের আগে জানে আলম অপুর স্বীকারোক্তি।
গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় ৫০ লাখ টাকা চাঁদাবাজির সাম্প্রতিক ঘটনায় জানে আলম অপু গ্রেপ্তার হয়েছেন, রিয়াদ ও তার সহযোগীদের সঙ্গেও ধরা পড়েন তিনি।
গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার আগে জানে আলম অপু নিজের স্বীকারোক্তির একটি ভিডিও রেকর্ড করে এক বন্ধুর হাতে তুলে দেন, যাতে যদি তাকে গ্রেপ্তার করা হয়, ভিডিওটি সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্টদের কাছে পৌঁছে দেওয়া যায়।
কিন্তু আশ্চর্যজনকভাবে, কেউই ভিডিওটি জনসম্মুখে আনেনি। ওই ভিডিওতে তিনি শুধু নিজের অপরাধ স্বীকার করেননি, বরং চাঁদাবাজ চক্রে জড়িত অন্যদের নামও প্রকাশ করেছেন।
তার বক্তব্য অনুযায়ী, এই চক্রের মূল মাস্টারমাইন্ড আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, হান্নান মাসুদ এবং একই দলের আরও কয়েকজন নেতা।