abhi mani 02

abhi mani 02 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from abhi mani 02, Digital creator, Khagrachari.

01/09/2025

হোক প্রতিবাদ

31/08/2025

(১)
রাঙামাটিতে বেড়াতে গিয়ে আপনারা লেকে ঘুরতে যান না বোটে করে? লেকটার নাম কাপ্তাই লেক। লেকের নিচে ডুবে আছে হাজার মানুষের ঘরবাড়ী, চাষের জমি। সেই লেকের মধ্যে ছোট একটা নামহীন দ্বীপ, সেখানে একটা সমাধি আছে- সেই সমাধিতে শায়িত আছেন আমাদের একজন বীর, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রঊফ। মুন্সি আব্দুর রউফ কিভাবে শহীদ হয়েছিলেন জানেন?

তাঁর সমাধিটা যেখানে সেখান থেকে কাছেই পাকিস্তানী বাহিনীর সাথে লড়ছিল মুক্তিযোদ্ধাদের ছোট একটা দল। এর মধ্যেই সেখানে এসে হাজির হয় পাকিস্তানী বাহিনীর কয়েকটি লঞ্চ, স্পীড বোট আর ভারি অস্ত্রশস্ত্র নিয়ে বড় একটি দল। সিদ্ধান্ত হয় রিট্রিট করতে হবে। কিন্তু কিভাবে? মুন্সি আব্দুর রউফ এগিয়ে আসেন, আমি পাকিস্তানীদের সামলাবো, বাকিরা চলে যান। মুন্সি আব্দুর রউফ একটা মেশিনগান নিয়ে একা পাকিস্তানীদের পুরো দলটিকে আটকে রাখেন। মুক্তিযোদ্ধাদের বাকি দলটি এর মধ্যে নিরাপদে সরে যায়।

সাথীদের প্রাণ বাঁচাতে শেষ নিঃশ্বাসটি থাকা পর্যন্ত লড়েছেন ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ। তিনি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাঁকে দাফন করার কেউ ছিল না সেখানে। দয়াল চাকমা নামে একজন আমাদের ঐ বীরের নিথর দেহটি সংগ্রহ করে এই ছোট্ট দ্বীপটিতে দাফন করেন। আপনি কি জানতেন ইতিহাসের এই ছোট অধ্যায়টির কথা? ঐ যে গানটিতে একটা লাইন আছে না? 'বড় বড় লোকেদের ভিড়ে, জ্ঞানী আর গুনিদের আসরে, তোমাদের নাম কেউ কবে না', শুনেছেন না? দয়াল চাকমা হচ্ছেন সেইরকম একজন যার নাম আপনারা কোনদিন লিখবেন না।

(২)
তবু তো দয়াল চাকমার কথা আমরা জানি। আমাদের মুক্তিযুদ্ধের পুরো ইতিহাসে কতজন চাকমা বীরের গৌরবজনক ভূমিকা ছিল সেইসব কথা কি আপনি জানেন? জানেন না। পাহাড়ের রাজনৈতিক নেতাদের মধ্যেও আছেন কয়েকজন যাদের গৌরবজনক ভূমিকার কথা শুনলে আপনি চমকে উঠবেন। আপনারা তো জানেন কেবল একজন ত্রিদিব রায়ের কথা, ত্রিদিব রায়ের পরিবারেরই অন্যদের ভুমিকার কথা জানেন? জানেন না। শোনেন, ত্রিদিব রায় একটা রাজনৈতিক অবস্থান গ্রহণ করেছিলেন, সেজন্যে তাঁকে নিন্দা করতে চান করেন। কিন্তু চাকমা জাতিকে ছোট করবেন না।

শোনেন, শুনতে কটু শোনাবে অনেকের কাছে, তবুও বলি। চাকমাদের মধ্যে কোন গোলাম আজম নাই, চাকমাদের মধ্যে কোন নিজামি নাই, সাইদি নাই, কাদের মোল্লা নাই। চাকমাদের মধ্যে কোন আলবদর নাই, কোন আল শামস নাই। একাত্তরে এই সময়টাতে যারা আমাদের প্রিয়দের চেয়ে প্রিয় শহীদ আলতাফ মাহমুদ, শহীদ মাগফার আহমেদ চৌধুরী (আজাদ), শহীদ আবু বকর (বকর), শহীদ শাফী ইমাম (রুমী), শহীদ আবদুল হালিম চৌধুরী (জুয়েল), শহীদ সৈয়দ হাফিজুর রহমান (হাফিজ) ও শহীদ বদিউল আলম (বদি) ওদেরকে যারা ধরে নিয়ে গিয়েছিল ওদের মধ্যে কোন চাকমা ছিল না- ওরা সবাই ছিল মুসলমান।

এক বেয়াদব মেয়ে, শিবিরের প্যানেল থেকে ইলেকশন করছে নাকি মেয়েটা, সে নাকি বলে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নাকি চাকমাদের কোন স্টেক নাই। ওরে ফাজিল স্টেক আবার কিরে। চাকমা আর বাঙালি কাঁধে কাঁধ রেখে একসাথে লড়েছে ১৯৭১ সনে। চাকমা জাতি বীরের জাতি, ভারতবর্ষের সব জনগোষ্ঠী যখন মুগলদের ভয়ে থরথর করে কাঁপতো ওদের সাথে লড়তে সাহস করতো না, তখনো চাকমারা যুদ্ধ করেছে মুগলদের বিরুদ্ধে। ইতিহাস খুলে দেখ বেয়াদব মূর্খ কোথাকার। স্টেক আবার কিরে? ১৯৭১ যতটুকু বাঙালীর ঠিক ততটুকুই চাকমাদেরও। স্টেক আবার কিরে?

(৩)
নির্বাচন করতে গেছে রাজাকারের প্যানেল থেকে, আরে তুই তো নিজেই চেতনাগতভাবে একজন রাজাকার। রাজাকারদের প্যানেলে থেকে সে আবার চাকমাদের দিকে আঙ্গুল তোলে- সেটেলারের বাচ্চা। পড়া নাই লেখা নাই, দেশপ্রেমের লেশ মাত্র নাই, বিচিত্র সব শব্দ মুখস্ত করে একেকটা, আর ঐসব মুখস্ত জারগণ ঝেড়ে দিয়ে বিজ্ঞের মতো ভাব ধরে, ভণ্ড কোথাকার।

শোনেন, আমাদের সমতলের সব বড় বড় নবাব, জমিদার, খান বাহাদুর রায় বাহাদুররা যখন ইংরেজদের পা চাটার জন্যে জিহ্বা বের করে থাকতো, সেই সময়েই একজন চাকমা রানী ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্যে প্রস্তুতি নিচ্ছিল। লড়াই করার বাস্তবতা ছিল না, সংঘর্ষ হলে ছোট এই জনগোষ্ঠীর অস্তিত্ব বিপন্ন হতো। ইংরেজরা প্রস্তাব পাঠিয়েছে যে একটা সমঝোতা করি, একজন ইংরেজ অফিসার জেবে রানীর সাথে সাক্ষাৎ করতে। রানী বলে দিয়েছে, ঐ লাল বাঁদরের চেহারাই আমি দেখবো না (ডায়লগটা হুবহু ভুলে গেছি)। ভাবতে পারেন! এই দুঃসাহসী রানীর নাম জানেন? তিনি ছিলেন রানী কালিন্দী।

রানী কালিন্দী রানী ছিলেন বটে, কিন্তু তিনি নিজে কোন রাজ পরিবারের সন্তান ছিলেন না। সামান্য একজন জুমচাষির কন্যা ছিলেন তিনি, খুব একটা পড়ালেখা করতে পারেননি। শিকারে গিয়ে রাজামশাই এই হালাবিকে দেখে প্রেমে পড়ে যান, রাজাকে বিয়ে করে রানী হয়েছিলেন। এই জুমচাষির কন্যাই চাকমা জাতির দুর্দিনে কুকি ও লুসাইদের সাথে যুদ্ধ করে চাকমা রাজ সার্কেল রক্ষা করেন। চাকমা জাতিকে নিয়ে কথা বলার আগে এই জাতি সম্পর্কে জেনেও নিতে পারেনা এরা।

(৩)
আপনারা যখন কোটা আন্দোলন করছিলেন, ওরা জানতো যে এই আন্দোলন সফল হলে ওদের নিজেদেরই ক্ষতি হবে, তথাপি চাকমা ছেলেমেয়রা আপনাদের আন্দোলনের সাথে ছিল না? ছিল তো। আর প্রতিদানে এখন কিনা ওদের কটু কথা শুনতে হয়। ওদের প্রত্যাশা ছিল আন্দোলনে বিজয় হলে দেশের সংবিধানে 'আদিবাসী' কথাটা যুক্ত হবে। এই যে আপনারা দিনের পর দিন সংবিধান ইত্যাদি নিয়ে কত লম্বা লম্বা আলোচনা করলেন- একবারও কি কেউ তুলেছেন কথাটা? তোলেননি।

এসেছে চাকমাদের নিয়ে কথা বলতে, বলে কিনা কোন স্টেক নাই। কি বলবো এদেরকে বলেন! মানুষের প্রতি সম্মান থাকতে হয়। নাইলে যতই ডিগ্রী ফিগ্রি নেন না কেন, আপনি একটা মূর্খ নিচু মানুষ। থাক, কটু কথা বললাম না।লিখেছেন ইমতিয়াজ আহমেদ।

30/08/2025
29/08/2025

পার্বত্য চট্টগ্রামে প্রকৃত সন্ত্রাসী হচ্ছে ISPR Bangladesh বাংলদেশ সেনাবাহিনী।
গণ অধিকার পরিষদ /Gono Odhikar Parishad থোয়াই চিং মং চাক'কে সেটেলার ও সেনাবাহিনী আশ্রয় প্রশ্রয় দিয়ে পার্বত্য চট্টগ্রাম'কে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। Asif Mahmud Shojib Bhuyain Dr. Asif Nazrul Chief Adviser GOB গন অধিকার পরিষদ ভিপি নুরুল হক নুর BNP Media Cell Bangladesh Nationalist Party-BNP

#ঢাকসু





28/08/2025

I got over 750 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

Good morning
28/08/2025

Good morning

পাহাড়ে স্বাস্থ্যসেবায় পাহাড় সন্তানদের অবদানআমি ছাত্র অবস্থায় সেচ্ছাসেবী কাজ করেছি প্রচুর। তখন ফেসবুক ব্যবহার করতাম না। স...
27/08/2025

পাহাড়ে স্বাস্থ্যসেবায় পাহাড় সন্তানদের অবদান

আমি ছাত্র অবস্থায় সেচ্ছাসেবী কাজ করেছি প্রচুর। তখন ফেসবুক ব্যবহার করতাম না।
স্বেচ্ছাসেবী কাজ করার সুবাদে চট্টগ্রাম ঢাকা বঙ্গবন্ধুসহ দেশের অনেক মেডিকেল হাসপাতাল থেকে শুরু করে কলকাতা চেন্নাই এপোলোতে পর্যন্ত গেছি।

দেশের হাসপাতালে রাঙামাটি খাগড়াছড়ি হাসপাতালে চিকিৎসা সেবা নিতে স্বাচ্ছন্দ্য বোধ করি।

কারণ এসব হাসপাতাল আমাদের হাসপাতাল। আমাদের উচিত এসব হাসপাতালকে যত্ন করা। কিন্তু করি না। যারা করার কথা তারা একটি ফোড়া কাটতে এভারকেয়ারে যায়, স্কয়ারে যায় এমনকি বিদেশে।

গায়ে এপ্রোন পরিধান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেয় সফলভাবে পোড়া কাটা হয়েছে। আবার দেশের ডাক্তারকে বদনাম করে। দেশের হাসপাতাল বদনাম করে। আমি সব সময় এর বিরোধীতা করি। আমি সুযোগ দিতে চাই। কিন্তু আমি কে?

কালের বিবর্তনে পাহাড় থেকে অনেক আদিবাসী ও বাঙালীদের মধ্যে অনেক ভাল ডাক্তার তৈরি হয়েছে। যাঁরা কিনা দেশে বা আন্তর্জাতিক অঙ্গনেও সমাদৃত।

কিন্তু আমরা কোনদিন এদের সন্মানিত করিনি। সুযোগ ফেলে লজ্জিত করি। এ ডাক্তার শ্রেণীকে কোনদিন সংবর্ধনা দিই নি। অথচ ব্যারিস্টার পাস করলে সংবর্ধনা দিই। কেউ জেলা পরিষদের সদস্য হলে ফুলের দোকানের ফুল শূন্য করে সংবর্ধনা দিতে থাকি।
পাহাড়ের ডাক্তার শ্রেণীর মুখে একমাত্র মানায় সম্প্রীতির কথা। অথচ তাঁরা অবহেলিত। কোনদিন কি শুনেছেন কোন বাঙালী ডাক্তার পাহাড়িকে চিকিৎসা দেয়নি বা পাহাড়ি ডাক্তার বাঙালীকে চিকিৎসা দেয়নি? এদের মন প্রাণ পবিত্র।

আর সুযোগে এক এলিট শ্রেণী কর্তৃক স্বনামধন্য ডাক্তার লাঞ্চিত ঘটনা দেখেছি। এটা আমাদের জন্য লজ্জাজনক। একবার তো আমাকে তো রীতিমতো চোখ রাঙানী দেয়া হয়। কেন ডাক্তার লাঞ্চিত ঘটনার খবর লিখি। ওরে বাবা।
ভদ্রতার বিচার বিলম্বিত কারণ হিসেবে আমার রিপোর্টকে রেফারেন্স হিসেবে দেয়া হয়।
ডাক্তার লাঞ্চিত করবেন আবার সে খবর পড়তে লজ্জাবোধ করেন।
রাঙামাটিতে বসে রোগী দেখেন ডাক্তার গৌরব দেওয়ান। গৌরব দেওয়ান তো একজন বিজ্ঞানী। তার গবেষণা দেশে চিকিৎসা বিজ্ঞানে সমাদৃত। এটা কজনে জানি? তার মেডিসিন নলেজ তিনি তো ৫ টাকার ভিজিট নিয়ে রাঙামাটিতে পড়ে থাকার কথা না। কিন্তু আছেন তো। সেটা কি আমরা মুল্যায়ন করি?
মেডিকেলে পড়া স্টুডেন্টের গৌরব দেওয়ানের একটি ক্লাশ পাওয়াকে সৌভাগ্য মনে করে। কিন্তু সেটা আমরা কজনে জানি?
সুযোগ পেলে তার বিরুদ্ধে ফেসবুকে লিখে ভরে ফেলি।

একজন গৌরব দেওয়ান পেতে কত সাধনা করতে হয় সেটা অনুধাবন করি?

ডাক্তার শহীদ তালুকদারের কথা তো নতুন করে বলতে হয় না।
তিনি এখন ফটাফট রেফার করেন গৌরব দেওয়ানদের মত চিকিৎসা গবেষকদের কাছে।
ডাক্তার উদয় শংকর দেওয়ান, ডাক্তার স্নেহ কান্তি চাকমা, নুয়েন খীসা, ডাক্তার বিপাশ খীসা,ডাক্তার সুচরিতা, ডাক্তার বিনোধ শেখর চাকমা, ডাক্তার মংক্যচিং সাগর, ডাক্তার পরেশ খীসা, ডাক্তার জয়া চাকমা, ডাক্তার তাহমিনা দেওয়ান, ডাক্তার শওকত আকবর, ডাক্তার সুবল জ্যোতি চাকমা, ডাক্তার মোস্তফা, ডাক্তার নয়ন ময় ত্রিপুরা, ডাক্তার দিগন্ত চাকমা, ডাক্তার সুবীর চাকমা, ডাক্তার মাসুদুর রহমান, ডাক্তার আশীষ কুমার তঞ্চঙ্গা, ডাক্তার জিতেন চাকমা, ডাক্তার দীপংকর তঞ্চঙ্গা, ডাক্তার অনন্যা,ডাক্তার আবীর চাকমা, ডাক্তার অভিক চাকমা, ডাক্তার রুপশ্রী রায়, ডাক্তার উসাই মং মারমা, ডাক্তার টুটুল চাকমা, ডাক্তার ত্রিলোক চাকমা, ডাক্তার রোমেল চাকমা, ডাক্তার রমেল খীসাসহ আরো অনেক ডাক্তার ছাড়াও নার্স এবং টেকনেসিয়ান আছেন যাঁরা শুধু আদিবাসী জনগোষ্ঠীকে নয় পার্বত্য চট্টগ্রামের চিকিৎসা ব্যবস্থাকে সামাল দিচ্ছেন। রাষ্ট্র এবং আমাদের উচিত তাদের যথাযথ মূল্যায়ন করা।সাংবাদিক বাবু হিমেল চাকমা টাইম লাইন থেকে নেওয়া..

এসএসসিতে জিপিএ-৫ পেয়েও শিউলির কলেজে পড়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চিয়তা!বান্দরবান, ২৬ আগস্ট ২০২৫অদম্য মেধাবী শিউলি মারমার জীব...
26/08/2025

এসএসসিতে জিপিএ-৫ পেয়েও শিউলির কলেজে পড়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চিয়তা!

বান্দরবান, ২৬ আগস্ট ২০২৫

অদম্য মেধাবী শিউলি মারমার জীবনে নেমে এসেছে অনিশ্চয়তার কালো ছায়া। এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েও তার উচ্চশিক্ষা এখন হুমকির মুখে। দারিদ্র্যের কশাঘাতে তার ডাক্তার হওয়ার স্বপ্ন ফিকে হতে বসেছে।

আজকের “কালের কন্ঠ” পত্রিকায় প্রকাশিত “শিউলি কি ঝরে পড়বে অকালে?” এক প্রতিবেদনে শিউলির সংগ্রামী জীবনের কথা উঠে আসে। বান্দরবানের পাকলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তার শিক্ষাজীবনের শুরু। প্রতিদিন ছয় কিলোমিটার পথ হেঁটে, ছয়টি খাল পেরিয়ে এবং পাহাড় ডিঙিয়ে তাকে স্কুলে যেতে হতো। শীত, গ্রীষ্ম বা বর্ষা—কোনো বাধাই তাকে দমাতে পারেনি। ২০১৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় তিনি জিপিএ-৪.৩৩ অর্জন করেন।

পরে গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন তিনি। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় তার বাবার হাঁপানি রোগ ধরা পড়লে সংসারে অভাব তীব্র হয়। অষ্টম শ্রেণিতে মেধা তালিকায় তৃতীয় হয়েও বাবাকে বলতে হয়েছে, "আমি আর পড়াতে পারব না।" তবে সহপাঠীদের সাহায্যে তিনি নবম শ্রেণিতে ভর্তি হতে সক্ষম হন।

ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে শিউলি বিজ্ঞান বিভাগে ভর্তি হন। প্রাইভেট পড়ার সামর্থ্য না থাকায় তিনি নিজের চেষ্টায় পড়াশোনা চালিয়ে যান। পাশাপাশি সংসারের খরচ জোগাতে ক্ষেতে কাজ করেছেন। এক শিক্ষকের সহায়তায় তার পড়াশোনা কিছুটা সহজ হয়, যখন তিনি শিক্ষককের খালি বাসায় থেকে পড়ার সুযোগ পান। অবশেষে, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় তিনি জিপিএ-৫ অর্জন করেন।

বর্তমানে তার ছোট বোন নবম শ্রেণিতে এবং মেজো ভাই পঞ্চম শ্রেণিতে পড়ছে। তার মা-বাবা পাহাড়ের ঢালে সবজি চাষ করে অতি কষ্টে সংসার চালান।

কিন্তু জিপিএ-৫ পাওয়ার আনন্দ শিউলির দুশ্চিন্তা দূর করতে পারেনি। কলেজে ভর্তি, থাকা-খাওয়ার খরচ এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যয় তার পরিবারের পক্ষে বহন করা অসম্ভব। শিউলি বলেন, “আমি সহজে হাল ছাড়ব না। চেষ্টা চালিয়ে যাব। তবে কারো সহযোগিতা পেলে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণের সংগ্রামটা অনেক সহজ হতো।”

RAJA DEBASHISH ROY... ______________________________________________________________________505 DAYS IN JAIL____________...
26/08/2025

RAJA DEBASHISH ROY... ______________________________________________________________________

505 DAYS IN JAIL
_______________________________________________________________________

In solidarity with non-combatant Bawm people now in jail for no fault of their own, except being a Bawm by birth.
_______________________________________________________________________

৫০৩ দিন বিনা বিচারে কারাবন্দী থাকার পর আলসার রোগী ল্যারি বমসহ আরও ৪ জন বম নারী আজ, ২৪ আগস্ট ২০২৫ তারিখে অবশেষে উচ্চ আদাল...
25/08/2025

৫০৩ দিন বিনা বিচারে কারাবন্দী থাকার পর আলসার রোগী ল্যারি বমসহ আরও ৪ জন বম নারী আজ, ২৪ আগস্ট ২০২৫ তারিখে অবশেষে উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। এই দীর্ঘ সময়ে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের সপক্ষে আইন শৃঙ্খলা বাহিনী কোনো সুনির্দিষ্ট প্রমান দেখাতে পারেনি, তদন্তে হয়নি কোনো অগ্রগতি , কিন্তু জামিনের আবেদন নাকচ করা হয়েছে বার বার। এখন রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন না করলে তাদের মুক্তি নিশ্চিত হবে। আমরা উচ্চ আদালতের আদেশ দ্রুত কার্যকর করে লেরি বমসহ সকলের অবিলম্বে মুক্তির দাবি জানাই।

লেখা: BawmLivesMatter

গতকাল ৫০০ দিন পূর্ণ হলো বম নারীদের উপর অব্যাহত নির্যাতনের। বান্দরবানের রুমা ও থানছি অঞ্চলে কুকি-চীন ন্যাশনাল ফ্রন্টের (ক...
24/08/2025

গতকাল ৫০০ দিন পূর্ণ হলো বম নারীদের উপর অব্যাহত নির্যাতনের। বান্দরবানের রুমা ও থানছি অঞ্চলে কুকি-চীন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের মতো ভিত্তিহীন মামলার নামে দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় ধরে অসংখ্য বম নারী ও শিশু কারাবন্দি রয়েছেন। রাষ্ট্রের এই অমানবিক কর্মকাণ্ড শুধু মানবাধিকারের চরম লঙ্ঘনই নয়, বরং নিরপরাধ মানুষকে অন্যায়ের শৃঙ্খলে বেঁধে রাখার এক বিভৎস দৃষ্টান্ত। ইতিমধ্যে কারাগারে বম সম্প্রদায়ের তিনজন নিরীহ মানুষের মৃত্যু ঘটেছে, যা আমাদের সকলকে গভীরভাবে ব্যথিত ও ক্ষুব্ধ করেছে।

নারী, শিশু এবং এমনকি গর্ভবতী মহিলাদের বিনা বিচারে আটক রেখে যে অমানবিকতা চালানো হচ্ছে, তা শুধু আইনের শাসনের পরিপন্থী নয়, মানবসভ্যতারও ঘৃণ্যতম উদাহরণ। এই ধরনের রাজনৈতিক নিপীড়ন একদিকে যেমন জাতিগত বৈষম্যকে তীব্র করে তুলছে, অন্যদিকে রাষ্ট্রের প্রতি সাধারণ মানুষের আস্থা ধ্বংস করছে। আমরা দৃঢ়ভাবে দাবি জানাই—অবিলম্বে সব বম নারী ও শিশুকে মুক্তি দিতে হবে, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং যারা এই অবিচার ঘটিয়েছে তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।

আদিবাসী বম জনগোষ্ঠীর উপর রাষ্ট্রীয় নিপীড়ন বন্ধ করে তাদের ন্যায়বিচার ও মর্যাদার অধিকার নিশ্চিত করা আজ সময়ের সবচেয়ে জরুরি দাবি। ✊💔

প্রতিবাদে ছবিতে আমার প্রিয় দিদি Marma girl Mithila 🥰❤️

Valentina Tripura
Voices of Valentina

#আদিবাসী

Address

Khagrachari

Website

Alerts

Be the first to know and let us send you an email when abhi mani 02 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share