07/07/2025
আমাদের গর্ব ঋতুপর্ণা চাকমার পাশে দাঁড়ানোর এই তো সময়!
বলা হচ্ছে সে ‘বাংলাদেশের মেসি’—যার জাদুকরী পায়ে বলে বিশ্ব বাংলাদেশ নতুন করে চিনতে পারছে, আমাদের চাকমা জাতির সেই উজ্জ্বল নক্ষত্র, সে নিজের নাম লিখিয়েছেন দক্ষিণ এশিয়ার সেরা খেলোয়াড়দের কাতারে। সে আমাদের সকলের গর্বের ঋতুপর্ণা চাকমা।
যে সময় ঋতুপর্ণা পুরো বিশ্বে নিজের জাত চেনাচ্ছেন, পৃথিবীর ছোট্ট একটি দেশের এক কোণায় ক্ষুদ্র এক জাতিসত্বার পরিচয় যখন সম্মানের সাথে জানতে পারছে
ঠিক তখনই তার নিজের জীবনে নেমে এসেছে এক গভীর বিষাদের ছায়া।
যে মেয়েটি মাঠে নামলে প্রতিপক্ষের ঘুম কেড়ে নেয়, সে আজ রাতে মায়ের চিন্তায় ঘুমাতে পারে না? ঋতুপর্ণা অল্প বয়সে বাবাকে হারিয়েছেন, এরপর হারিয়েছেন তাঁর একমাত্র ভাইকেও। এখন তাঁর শেষ আশ্রয়, তাঁর মা ভূজোপতি চাকমা মরণব্যাধি ক্যান্সারের সাথে লড়ছেন। অর্থের অভাবে তাঁর মায়ের মূল্যবান চিকিৎসা আজ থমকে যাওয়ার পথে।
যে মা এমন এক রত্নগর্ভাকে জন্ম দিয়েছেন, দেশের জন্য নিবেদিতপ্রাণ এক বীরকন্যাকে গড়ে তুলেছেন, তাঁর প্রতি কি আমাদের কোনো দায়িত্ব নেই? আমাদের আদিবাসী সমাজে এবং সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা বিত্তবান, সহৃদয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে আমাদের আকুল আবেদন, ঋতুপর্ণার এই দুঃসময়ে তাঁর পাশে দাঁড়ান।
এই মেধাবী খেলোয়াড়টি দেশের পতাকাকে সমুন্নত রাখতে লড়ছেন, আসুন আমরা সবাই মিলে তাঁর পরিবারের পাশে দাঁড়িয়ে তাঁর লড়াইকে সহজ করি। ঋতুপর্ণার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের এটাই শ্রেষ্ঠ সুযোগ। আসুন, তাঁর মায়ের মুখে হাসি ফুটিয়ে আমরা আমাদের জাতীয় দায়িত্ব পালন করি।