Dhamma Media

Dhamma Media জগতে সকল প্রানী সুখী হোক!!।

𝗛𝗮𝗽𝗽𝘆 𝗕𝗶𝗿𝘁𝗵𝗱𝗮𝘆 𝐭𝐨 𝐇𝐢𝐬 𝐇𝐨𝐥𝐢𝐧𝐞𝐬𝐬 Most Venerable Nandapal MaMost Venerable Nandapal Mahathera eMost Venerable Nandapal Maha...
10/05/2024

𝗛𝗮𝗽𝗽𝘆 𝗕𝗶𝗿𝘁𝗵𝗱𝗮𝘆 𝐭𝐨 𝐇𝐢𝐬 𝐇𝐨𝐥𝐢𝐧𝐞𝐬𝐬
Most Venerable Nandapal MaMost Venerable Nandapal Mahathera eMost Venerable Nandapal Mahathera eMost Venerable Nandapal Mahathera lMost Venerable Nandapal Mahathera lished, renowned Buddhist spiritual teacher, the shining star of Buddhism in Chittagong Hill Tract's (Rangamati, Khagrachari, Bandarban), Bangladesh, Buddha Ratna awarded, inspiring truth, founder of many Bana Vihars (temples) within and outside the country, the great ascetic, the highest adorable of His Holiness Ven. Sadhanananda Mahathero's (popularly known as Bana Bhante) chief disciple and worthy successor Ven. Nandapal Mahathero. Ven. Nandapal Mahathero son of Late Mr. Khagendra Lal Chakma and Late Mrs. Kusum Lata Chakma, was born on 10th May 1952, in a remote village at Balukhali, Rangamati, Chittagong Hill TractsTracts.

বুদ্ধের মানবপ্রেম ও মানবতাবুদ্ধ পাপীকে নয়, পাপকেই ঘৃনা করতে বলেছেন। একটা গল্প দিয়ে তার ব্যাখ্যা দিতে চাই। গৌতম বুদ্ধ তার...
09/04/2024

বুদ্ধের মানবপ্রেম ও মানবতা

বুদ্ধ পাপীকে নয়, পাপকেই ঘৃনা করতে বলেছেন। একটা গল্প দিয়ে তার ব্যাখ্যা দিতে চাই। গৌতম বুদ্ধ তার শিষ্যসহ পরমাসুন্দরী নগররক্ষিতা আম্রপালীর বাগানে বিশ্রাম নিচ্ছিলেন। এ খবর পেয়ে আম্রপালী আনন্দিত হয়, সাথে সাথে আম্রকাননে এসে বুদ্ধকে ভক্তিভরে বন্দনা (প্রণাম) করে। বুদ্ধ তাকে আশীর্বাদ করেন, এতে আম্রপলী আনন্দিত হয়, পরদিন তার বাড়িতে খাওয়ার জন্য বুদ্ধসহ শিষ্যদের আমন্ত্রণ করেন। বুদ্ধ তা গ্রহণ করেন।

এই খবর শুনে স্থানীয় ধনাঢ্য ও প্রভাবশালী ব্যক্তিরা তার ( বুদ্ধ ) কাছে ছুটে আসেন এবং নিমন্ত্রণ প্রত্যাখান করতে সবিনয়ে প্রার্থনা করেন , তারা বলেন , সে বারবনিতা , ঘৃণার কাজ করে , সমাজে অস্পৃশ্যা। বুদ্ধ বললেন , মানুষ মানুষ হয়ে জন্মায় , তাকে অবস্থা ও পরিবেশ খারাপ করে। তাদের যদি সত্য পথের নির্দেশ দেয়া যায় , তারাও সৎ জীবন যাপন করতে পারে। তিনি বলেন , হে সমাজপতিগণ , হে ধনীগন , শুনুন , পাপীকে নয় , পাপকেই ঘৃণা করবেন। পাপী যদি সুযোগ পায় , সেও আদর্শ জীবনের অধিকারী হতে পারেন। রাজা প্রসেনজিত কন্যা সন্তান হওয়ায় সুখী হননি। একথা শুনে বুদ্ধ রাজাকে বললেন , হে রাজন , কন্যা সন্তানও সন্তান। সে যদি ছেলেদের মত সুযোগ পায় , তবে সেও পুরুষের মতো কীর্তিমান হতে পারে। পুত্র ও কন্যার মধ্যে প্রভেদ করবেন না। বৌদ্ধধর্মে নারীরও সমঅধিকার রয়েছে।

বুদ্ধ আত্মশক্তির উদ্বোধন ঘটিয়েছেন। তিনি বলেছেন , মানুষ নিজের প্রভু নিজেই নিজের উদ্ধারকর্তা , এভাবে বৌদ্ধধর্ম মানুষকে বড় করেছে। বুদ্ধের কালজয়ী আহ্বান হলো ‘ ‘জগতের সকল প্রাণী সুখী হউক'
এখানেই তো মানবপ্রেম ও মানবতাবাদের পরিচয় পাওয়া যায়।

৩০শে জানুয়ারী ২০১২
30/01/2024

৩০শে জানুয়ারী ২০১২

দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দ্বার খুলে দেয়।স্বপ্ন দেখতে জানলে জীবনের কাঁটাগুলো...
27/01/2024

দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দ্বার খুলে দেয়।স্বপ্ন দেখতে জানলে জীবনের কাঁটাগুলোও ধরা দেয় গোলাপ হয়ে।🥰🥰

বৌদ্ধরা কেন সকল প্রাণীর উদ্দেশ্যে পুণ্য বিতরণ করেন এবং কখন থেকে এটি শুরু হয়েছিল? এক সময় ভগবান বুদ্ধ যখন শ্রাবস্তী নগরে ...
21/01/2024

বৌদ্ধরা কেন সকল প্রাণীর উদ্দেশ্যে পুণ্য বিতরণ করেন এবং কখন থেকে এটি শুরু হয়েছিল?

এক সময় ভগবান বুদ্ধ যখন শ্রাবস্তী নগরে জেতবন বিহারে অবস্থান করিতেছেন তখন তাবতিংস স্বর্গে চারটি প্রশ্ন নিয়ে দেবগণের মধ্যে কৌতূহল সৃষ্টি হয় এবং এই চারটি প্রশ্ন নিয়ে দেবরাজ চক্ক( ইন্দ্র) তথাগত সমীপে উপস্থিত হয়ে প্রার্থনা করে বললেন।
ভগবান: .....
১.দানের মধ্যে সর্বশ্রেষ্ঠ দান কি?
2.রসের মধ্যে সর্বশ্রেষ্ঠ রস কি?
৩.আনন্দের মধ্যে সর্বশ্রেষ্ঠ আনন্দ কি?
৪.এবং তৃষ্ণা নিরোধকে কেন সবচেয়ে উত্তম এবং পরম সুখ বলা হয়?

দেবরাজ চক্ক: ........
১. দানের মধ্যে যতগুলো দান আছে ধর্ম দান হচ্ছে সর্বশ্রেষ্ঠ দান.
২.রসের মধ্যে যতগুলো রস আছে ধর্ম রস হচ্ছে সর্বশ্রেষ্ঠ রস.
৩.আনন্দের মধ্যে যতগুলো আনন্দ আছে ধর্মানন্দ হচ্ছে সর্বশ্রেষ্ঠ আনন্দ.
৪.উওম এবং সূখের মধ্যে তৃষ্ণা নিরোধই ( সর্ব পাপ বিনাস অরহও ফল) সর্বোত্তম এবং পরম সুখ(নির্বাণ).

(পালি)
ধম্ম দনাং সব্বাই দনাং জিনাতী
সব্ব রসং ধম্ম রসং জিনাতী
সব্বরাতিম্ ধম্মররাতি জিনিতী
তন্হাকায়ো সব্ব দূক্কাম্ জিনাতী

ধর্ম দেশনা শেষান্তে দেবরাজ ইন্দ্র তথাগত ভগবানকে কহিলেন যদি ধর্ম দান ,রস, আনন্দ, তৃষ্ণা ক্ষয় এত সর্বশ্রেষ্ঠ তাহলে আমরা এই পূণ্য ফলকে সকল প্রাণীকে বিতরণ করি না কেন?
দেবরাজ ইন্দ্র ভগবানের কাছে প্রার্থনা করিলেন!
হে ভগবান আজকে থেকে যতগুলো কুশল কর্ম সম্পাদন করা হয় সেই কুশল ধর্ম আমাদেরকে এবং সকল প্রাণীর উদ্দেশ্যে পূণ্য বিতরণ করুন।
ভগবান বুদ্ধ শিষ্য সংঘকে ডেকে বললেন হে ভিক্ষুগন আজ থেকে তোমরা যতগুলো পূণ্য সঞ্চয় করেছ এবং করবে সেই সকল পূণ্য ৩১ লোকভূমিতে যত প্রাণী আছেন সকল প্রাণীর উদ্দেশ্যে পুণ্য দান করুন ..
দেবরাজ ইন্দ্র পূণ্য অনুমোদন করে সাধুবাদ প্রদান করিলেন
তখন থেকেই শুরু হয় সকল প্রাণীর উদ্দেশ্য পুণ্য দান (ধর্ম দান)
সাধু সাধু সাধু

""জগতের সকল প্রাণী সুখী হোক""
সবাই সাধুবাদ দিয়ে পুণ্য অনুমোদন করুন।

"মানুষের অন্তরে শ্রদ্ধা উৎপন্ন হয় বিশ্বাস থেকে। সেই বিশ্বাসের জন্ম হয় মানুষ সৎ, সঠিক, ন্যায়, কল্যাণ, ভাল, যথার্থ, বাস...
07/01/2024

"মানুষের অন্তরে শ্রদ্ধা উৎপন্ন হয় বিশ্বাস থেকে। সেই বিশ্বাসের জন্ম হয় মানুষ সৎ, সঠিক, ন্যায়, কল্যাণ, ভাল, যথার্থ, বাস্তব এগুলো লাভ করলে। এগুলো অর্জন করলে মানুষের বিশ্বাসের জন্ম নেয় এবং সেই বিশ্বাস থেকে শ্রদ্ধা উৎপন্ন হয়"

মদ্য পান করলে কি কি হয়?(১) ধন সম্পদ নষ্ট হয়।(২) ঝগড়া হয়।(৩) নানা রোগ দেখা দেয়।(৪) সম্মান নষ্ট হয়।(৫) ইজ্জত নষ্ট হয়।(৬) ম...
31/10/2023

মদ্য পান করলে কি কি হয়?

(১) ধন সম্পদ নষ্ট হয়।
(২) ঝগড়া হয়।
(৩) নানা রোগ দেখা দেয়।
(৪) সম্মান নষ্ট হয়।
(৫) ইজ্জত নষ্ট হয়।
(৬) মেধাশূন্য হয়।

মাতাপিতা, ধর্ম, সমাজ, পরিবার কোন ব্যক্তি বিশেষের শ্রদ্ধা সম্মান গৌরবকে অপমান অসম্মান মানহানি ক্ষতি করা পাপের কারণে মৃত্যুর পর দুর্গতি প্রাপ্ত হয়।
-----
🤔মদ্যপায়ী পাগল হলে কি কি করে?

(১) প্রাণী হত্যা করে।
(২) চুরি করে।
(৩) পুরুষ হলে কারো'র স্ত্রী কন্যা, নারী হলে কারো স্বামী পুত্রকে নষ্ট করে।
(৪) সহজে মিথ্যা বলে ফেলে, ঝগড়া লাগিয়ে দেয়, অশ্লীল গালিগালাজ করে, বৃথা প্রলাপ করে।

নেশা থেকে বিরত হয়ে সবার কল্যাণ হোক।
কুশলকে সংস্কার করো অকুশলকে ত্যাগ করো।বর্তমান ভালো মানে ভবিষ্যৎ সূর্যের আলোর মতো পরিষ্কার ।
জানি অনেকের সাথে মিলে যাবে তাই খারাপ ও লাগবে।খারাপ লাগলেও নিজের গুণে সংশোধন করেনিবেন ।

নিন্দা-সমালোচনা সহ্য করতে না পারলে কোন মহৎ কাজে সফল হওয়া যায় না। মানুষ ফলবান বৃক্ষকেই বেশী ঢিলছুড়ে, আঘাত করে, চাষ করে ফস...
25/09/2023

নিন্দা-সমালোচনা সহ্য করতে না পারলে কোন মহৎ কাজে সফল হওয়া যায় না। মানুষ ফলবান বৃক্ষকেই বেশী ঢিলছুড়ে, আঘাত করে, চাষ করে ফসল ফলাতেই মাটি কাটা, মাটি খুঁড়া প্রয়োজন। তাই বলে গাছ আর পৃথিবীর কি ক্ষতি হয়? জগতে নিন্দা-প্রশংসা, যশ-অযশ, লাভ-অলাভ, সুখ-দুঃখ এই অষ্টলোকধর্ম বিদ্যমান। একমাত্র নিন্দিত বা প্রশংসিত অতীতেও ছিলোনা, বর্তমানেও নেই ভবিষ্যতেও থাকবেনা। বুদ্ধ বলেছেন-"ফুট্ঠস্স লোক ধম্মেহি চিত্তং যস্সনা কম্পতি, অসোকং বিরজং খেমং এতং মঙ্গলমুত্তমং"। প্রকৃত বৌদ্ধ বা বুদ্ধের অনুসারী হলে জ্ঞানী হলে বুঝবে, অজ্ঞান মুর্খদের জন্য বুদ্ধধর্ম প্রযোজ্য নয়। বুদ্ধের ধর্ম জ্ঞানের ধর্ম, জ্ঞানীর ধর্ম। এ ধর্মের মর্মার্থ সাধারনের বোধগম্য নহে। বুদ্ধের ধর্ম জানতে হলে, বুঝতে হলে অসাধারন হও। ধর্ম শ্রবন কর, আচরন কর, প্রতিপালন কর, এস, দেখ, জান বুঝ। তারপরই সম্ভব হলে অপরের নিকট প্রচার কর। জ্ঞানী হও, জ্ঞান প্রাপ্তিতেই সুখ, জ্ঞান প্রাপ্তিতেই মুক্তি লাভ।

▪︎ বৌদ্ধরত্ন নন্দপাল মহাস্থবির

পূণ্যকর্মে হিংসা নিন্দা বা অন্তরায় সৃষ্টিকারী এজন্মসহ জন্ম জন্মান্তর পূণ্যলাভ হতে বঞ্চিত হয়ে থাকে। তাই ঐ ধরণের পাপীকে মৌ...
07/09/2023

পূণ্যকর্মে হিংসা নিন্দা বা অন্তরায় সৃষ্টিকারী এজন্মসহ জন্ম জন্মান্তর পূণ্যলাভ হতে বঞ্চিত হয়ে থাকে।
তাই ঐ ধরণের পাপীকে মৌখিক সমর্থনও দিবে না।
কারণ কর্মফল সমর্থনকারীকেও ক্ষমা করবে না।

বুদ্ধ অনুশাসন বুদ্ধকে  বন্দনা বা উপাসনাঃত্রিপিটক পালি সাহিত্যে আছে যদি কোনও বুদ্ধ কল্পকাল পর্যন্ত উনার বুদ্ধ গুণের কথা ব...
24/09/2022

বুদ্ধ অনুশাসন বুদ্ধকে বন্দনা বা উপাসনাঃ

ত্রিপিটক পালি সাহিত্যে আছে যদি কোনও বুদ্ধ কল্পকাল পর্যন্ত উনার বুদ্ধ গুণের কথা ব্যাখ্যা করেন, সুদীর্ঘ কাল পরে সেই কল্পকাল বিনাশ হবে, তথাপি সেই বুদ্ধ গুণের কথা শেষ হবে না। আমরা সেই বুদ্ধকে বন্দনা বা উপাসনা করার অর্থ এই যে এই মহাকারুণিকের অনন্ত অনন্ত গুণাবলী নিজের মধ্যে আনয়ন করিবার জন্য এই মহীয়ান মহামানবের আদর্শকে নিজের চিত্তের মধ্যে সুপ্রতিষ্ঠিত করার জন্য বুদ্ধকে বন্দনা বা উপাসনা করে থাকি।

আমরা বুদ্ধকে বন্দনা করিবার সময় নিজের মনোবৃত্তিকে এমনভাবে ডিমের কুসুমের মতো গঠন করতে হয়, বন্দনাটির শব্দের সহিত নিজের মনের সংযোগ থাকতে হয়। যেন প্রতিটি শব্দের অর্থ নিজে গ্রহণ করিবার জন্য চেষ্টা করিতে হয় । বন্দনাটির শব্দের অর্থ সম্পূর্ণ বুঝিতে না পারিলে নিজের মন দিয়া তাহা পূর্ণ করিয়া লইতে হয়। আমরা বুদ্ধকে বন্দনা করি বা নাই বা করি তাতে বুদ্ধের কিছু যায় আসে না। তবে এই কথা মনে রাখতে হবে যে আমরা যারা রীতিমতো বুদ্ধকে বন্দনা বা উপাসনা করি, ইহাতে বুদ্ধের কিছু লাভ নেই।

তবে এই কথা সত্য যে ইহাতে যারা বন্দনা করে একমাত্র উপাসকের লাভ। যদি এইরূপ চেতনা সহকারে না করে, মর্মে মর্মে উপলব্ধি না করে বা বন্দনার প্রতিটি শব্দ হৃদয়ঙ্গম না করে বুদ্ধকে বন্দনা করে থাকে তার এই জাগতিক জীবনের বন্দনাটি নিরর্থক। এটাই বুদ্ধমতে সত্য বাণী। কাজেই আপনারা সকলেই বন্দনা করিবার সময় উপরের উল্লেখিত কথাগুলো স্মরণ করে, অতীব যত্ন সহকারে বুদ্ধকে বন্দনা করে যার যার জীবনকে সার্থক করে তোলুন।

লিখেছেনঃ প্রদীপ বড়ুয়া

মানবতার জয় হউক🙏চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নি দগ্ধ ও বিস্ফোরণে হতাহতদের সহযোগিতায় ঔষুধসহ নানা প্রয়োজনীয়...
08/06/2022

মানবতার জয় হউক🙏

চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নি দগ্ধ ও বিস্ফোরণে হতাহতদের সহযোগিতায় ঔষুধসহ নানা প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ব্যক্তিগত ও সাংগঠনিক ভাবে এগিয়ে এসেছেন বৌদ্ধ ভিক্ষুরা।

Address

Dhamma Media
Khagrachhari
4420

Alerts

Be the first to know and let us send you an email when Dhamma Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dhamma Media:

Share

Category