It's "Daizy"

It's "Daizy" Treating myself to some "ME TIME"

18/09/2025

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে চতুর্থ ধাপের আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। তিন ধাপে আবেদনের পরও অনেক শিক্ষার্থী কলেজে ভর্তির সুযোগ পাননি। ফলে আরও এক দফায় ভর্তির সুযোগ দেওয়া হলো। আগামী রোববার (২১ সেপ্টেম্বর) থেকে শুরু হবে এ আবেদন। ওই দিন সকাল ৯টা থেকে অনলাইনে আবেদন করতে পারবে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা।

হেমা চাকমাকে আমিও আন্তরিক অভিনন্দন জানিয়েছি। তার পদক্ষেপ আমাকে অনুপ্রাণিত করেছে। আমরা যেখানে সাহস করে এগোতে পারিনি, সেখা...
10/09/2025

হেমা চাকমাকে আমিও আন্তরিক অভিনন্দন জানিয়েছি। তার পদক্ষেপ আমাকে অনুপ্রাণিত করেছে। আমরা যেখানে সাহস করে এগোতে পারিনি, সেখানে একজন সাধারণ শিক্ষার্থীর পক্ষ হয়ে সে বলিষ্ঠ কণ্ঠস্বর তুলেছে। সমাজের জন্য সচেতন, সাহসী ও দ্রুত সিদ্ধান্ত নিতে পারে—এমন মানুষ সত্যিই বিরল। নিঃসন্দেহে হেমা সেই মানুষদের মধ্য একজন। আমি বিশ্বাস করি, ভবিষ্যতে সে শুধু একজন ভালো মানুষ বা সাহসী নারী হিসেবেই নয়, বরং একজন ভালো মা, সামাজিকীকরণের পথপ্রদর্শক ও নির্দেশক হিসেবেও একটি পরিবারকে গড়ে তুলতে পারবে।

আমি যেমন তাকে অভিনন্দন জানিয়েছি, তেমনি অনেক পুরুষও অভিনন্দন জানিয়েছেন—যাদের কাছে হেমা এখন এক আইকন। পাহাড়িদের মধ্য যাদের দূর সম্পর্কের আত্মীয় তারাও আত্মীয় হিসেবে জোর গলায় পরিচয় দিচ্ছে। তবে হ্যা এটি অবশ্যই ইতিবাচক। কিন্তু দুঃখজনক হলো বিষয়টি শুধুমাত্র নিজেদের ঘরের বাইরে, ফেসবুক ওয়াল পপর্যন্তই সীমাবদ্ধ।

তবে দুঃখের বিষয় এবং বাস্তব অর্থ কি জানেন?—তার মতো নারীরা বাইরে প্রশংসিত হলেও, তার মতো নারীদের ঘরের ভেতরে দাবিয়ে রাখা হয়। কিছু ‘মাচো ম্যান’ এখনো সেইসব নীরব যাত্রীদের কণ্ঠস্বরকে দমন করে, আর যুক্তি দিয়ে কথা বললেও বলে, ‘ফতর ফতর বেশি করে, মেয়ের মুখ বেশি'।

তাই বলি কি!! সমাজের সত্যিকার পরিবর্তন তখনই হবে, যখন নারীর কণ্ঠস্বর শুধু ফেসবুকে নয়, ঘরেও সমান মর্যাদা পাবে।

হাজার হাজার বছর আগে নারী গৃহবন্দী ছিল না। অতঃপর একদা নারীর শরীর যখন সম্পূর্ণ আবৃত্ত হয়ে পড়ল, তখন নারীর হাতের আঙুল ও পায়ে...
09/09/2025

হাজার হাজার বছর আগে নারী গৃহবন্দী ছিল না। অতঃপর একদা নারীর শরীর যখন সম্পূর্ণ আবৃত্ত হয়ে পড়ল, তখন নারীর হাতের আঙুল ও পায়ে পাতা যৌনাঙ্গ হয়ে গেল পুরুষের কাছে। এরপর যখন নারীর হাত-পা-মুখমণ্ডল ঢেকে দেওয়া হলো, তখন নারীর চোখ যৌনাঙ্গ হয়ে গেল। যখন চোখও ঢেকে দেওয়া হলো, তখন নারীর চুল হয়ে উঠল তার যৌনাঙ্গ। যখন মাথা মুড়িয়ে দেওয়া হলো, তখন নারীর কণ্ঠস্বর হয়ে উঠল যৌনাঙ্গ। যখন নারীর উচ্চস্বরে কথা বলা নিষিদ্ধ করা হলো তখন নারীর উঠোনে মেলতে দেওয়া কাপড় হয়ে উঠল যৌনাঙ্গ। কাপড় লুকিয়ে ফেললে নারীর অস্তিত্ব হয়ে গেল যৌনাঙ্গ।

(এখানেই শেষ না। নারীর নামও হয়ে উঠল যৌনাঙ্গ। স্ত্রীর নাম অন্য পুরুষের সামনে উচ্চারণ করা যাবে না। শুধু নাম না, নারীর হাতের লেখাও হয়ে উঠল যৌনাঙ্গ। বেশিদিন আগের কথা না, একশ বছর আগেও কোনো নারীর হস্তাক্ষর বাইরের পুরুষদের দেখার রীতি ছিল না। এটা ছিল নারীর সম্ভ্রমহানির মতো বিষয়। অর্থাৎ নারীর হাতের লেখা দেখলেই পুরুষদের ’মাথা’ নষ্ট হয়ে যেত। আর সম্মান যেত বেচারা নারীর। এইসব ‘মাথাসর্বস্ব’ (পড়ুন যৌনাঙ্গসর্বস্ব) পুরুষের কারণে নারীর লেখা পত্রপত্রিকায় প্রকাশিত হতো না, হলেও বেনামে বা পুরুষের ছদ্মনামে হত।)

প্রিয় মা ও বোনেরা আমার, ভূমিকম্পে আটকা পড়ে এইরকম করুণ মৃত্যু যেন আপনাদের না হয়। যে সমস্যা পুরুষের (চরিত্রের), তার বলি কেন আপনারা হবেন?

©Mojaffor Hossain এর টাইমলাইন থেকে

Lately, I feel a growing urge to speak, write, read, and learn — not just for myself, but for my people, for our rights,...
09/09/2025

Lately, I feel a growing urge to speak, write, read, and learn — not just for myself, but for my people, for our rights, and for feminism. Workshops like these inspire me even more, because every session is not only about learning but also about awakening. I want to raise my voice with reason, to challenge injustice, and to stand for equality with awareness and courage.

Once, I met these wonderful people. I spent the best three days of my life with them—we cried, we laughed, we got angry,...
03/09/2025

Once, I met these wonderful people. I spent the best three days of my life with them—we cried, we laughed, we got angry, but by the end of each day, we had become good friends. Funny enough, they were all juniors to me, yet the bond we shared didn’t care about age. These moments remind me that true connections are born from feelings, not bound by age or time.

31/08/2025

যে সকল শিক্ষার্থী এখনো একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করেনি অথবা আবেদন করে ভর্তি নিশ্চয়ন করেনি, তাদের জন্য ভর্তির আবেদনের জন্য শেষ সুযোগ ৩১ আগস্ট ২০২৫ ও ১ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত ।

After the rain, the mountains breathe, the river sings, and the wind feels like poetry.Tops: Mango Hub
28/08/2025

After the rain, the mountains breathe, the river sings, and the wind feels like poetry.

Tops: Mango Hub

হ্রিখোবায়া
28/08/2025

হ্রিখোবায়া

Address

Khagrachhari

Website

Alerts

Be the first to know and let us send you an email when It's "Daizy" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to It's "Daizy":

Share