10/09/2025
হেমা চাকমাকে আমিও আন্তরিক অভিনন্দন জানিয়েছি। তার পদক্ষেপ আমাকে অনুপ্রাণিত করেছে। আমরা যেখানে সাহস করে এগোতে পারিনি, সেখানে একজন সাধারণ শিক্ষার্থীর পক্ষ হয়ে সে বলিষ্ঠ কণ্ঠস্বর তুলেছে। সমাজের জন্য সচেতন, সাহসী ও দ্রুত সিদ্ধান্ত নিতে পারে—এমন মানুষ সত্যিই বিরল। নিঃসন্দেহে হেমা সেই মানুষদের মধ্য একজন। আমি বিশ্বাস করি, ভবিষ্যতে সে শুধু একজন ভালো মানুষ বা সাহসী নারী হিসেবেই নয়, বরং একজন ভালো মা, সামাজিকীকরণের পথপ্রদর্শক ও নির্দেশক হিসেবেও একটি পরিবারকে গড়ে তুলতে পারবে।
আমি যেমন তাকে অভিনন্দন জানিয়েছি, তেমনি অনেক পুরুষও অভিনন্দন জানিয়েছেন—যাদের কাছে হেমা এখন এক আইকন। পাহাড়িদের মধ্য যাদের দূর সম্পর্কের আত্মীয় তারাও আত্মীয় হিসেবে জোর গলায় পরিচয় দিচ্ছে। তবে হ্যা এটি অবশ্যই ইতিবাচক। কিন্তু দুঃখজনক হলো বিষয়টি শুধুমাত্র নিজেদের ঘরের বাইরে, ফেসবুক ওয়াল পপর্যন্তই সীমাবদ্ধ।
তবে দুঃখের বিষয় এবং বাস্তব অর্থ কি জানেন?—তার মতো নারীরা বাইরে প্রশংসিত হলেও, তার মতো নারীদের ঘরের ভেতরে দাবিয়ে রাখা হয়। কিছু ‘মাচো ম্যান’ এখনো সেইসব নীরব যাত্রীদের কণ্ঠস্বরকে দমন করে, আর যুক্তি দিয়ে কথা বললেও বলে, ‘ফতর ফতর বেশি করে, মেয়ের মুখ বেশি'।
তাই বলি কি!! সমাজের সত্যিকার পরিবর্তন তখনই হবে, যখন নারীর কণ্ঠস্বর শুধু ফেসবুকে নয়, ঘরেও সমান মর্যাদা পাবে।