07/08/2025
ঋত্বিক রোশান আর কঙ্গনা রানাওয়াতের স্ক্যান্ডালের উপর বানানো একটা ভিডিও আমার লাইফ চেইঞ্জ করে দিয়েছিল।
যারা জানেন না, তাদের জ্ঞাতার্থে জানাই, কাইটস মুভি ফিল্মিং এর সময় ঋত্বিক আর কঙ্গনার মধ্যে এফেয়ার চলার খবর শুনতে পাওয়া যায়।
পরে কঙ্গনা যখন তাদের রিলেশনশিপ ক্লেইম করতে যায় ঋত্বিক সবটা অস্বীকার করেন।
কঙ্গনা দাবি করেন ঋত্বিক রোশান নাকি তাকে এক হাজারের উপর রোম্যান্টিক মেইল পাঠিয়েছেন, তাকে সময়ে অসময়ে গিয়ে সারপ্রাইজ দিয়েছেন, কোয়ালিটি টাইম কাটিয়েছেন হেন তেন
এই নিয়ে কঙ্গনার তুমুল হইচই।
এদিকে ঋত্বিক সেই যে ঠাসি খেয়ে বসে থাকলেন তো থাকলেনই। তিনি কখনওই এই হইচই চিৎকার চেচামেচিে মধ্যে ঢুকেন নাই।
সেই ভিডিওতে কঙ্গনার তুমুল হইচই, কাদা ছোড়াছুড়ি নিয়ে প্রচুর স্টেটমেন্ট, মতামত, বক্তব্য, সমালোচনা থাকলেও ঋত্বিক কে নিয়ে শুধু একটাই কথা বলা হয়েছে,
"Hrithik Roshan stayed silent and protected his image"
ঐ ভিডিও দেখেই সিদ্ধান্ত নিয়েছিলাম, হইলে আমি হব ঋত্বিক রোশান। :p
কঙ্গনা রানাওয়াত না।
যা রটে তার কিছু হলেও ঘটে।
হতে পারে পুরো ঘটনায় বেশিরভাগ দোষ ঋত্বিকেরই। কিন্তু গালি খেয়েছে বেশি কঙ্গনাই।
And it broke her, snatched away her mental peace, and kind of made her really unstable.
এই বয়সে এসে মনে হয় কেউ যদি আমার নামে কিছু বলে, আমার কি দরকার তাকে উল্টো দুটো কথা বলে ভুল প্রমাণিত করার। তার নজরে তো আমার ঐ ভার্সনটাই সত্যি যেটা সে মনে করছে।
আর আমি কি এমন সাধু সন্ন্যাসী যে আমার নিজেকে সব ব্যপারে ধোওয়া তুলসি পাতা প্রমাণ করতে হবে।
তাকে দুটো কথা বলে বস্তির লোকের মত চুলাচুলি করে মান সম্মান খোওয়ানোর কোন অর্থ নেই
যে আমাকে পছন্দ করেনা, সে কোনভাবেই পছন্দ করবেনা।
I have accepted it.
So I stay silent.
And I protect my image.
It is more important than proving myself right in a place where nobody cares.
বরং যদি আমার মনে হয় আমার যে দিক নিয়ে মানুষটা কম্প্লেইন করছে সেটা যদি আসলেই প্রব্লেম্যাটিক হয় আমি সেটাকে নিজে নিজে ঠিক করার চেষ্টা করি।
সোশ্যাল প্ল্যাটফর্মে কেউ যদি আপনাকে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে, উদ্দ্যেশ্যপ্রণোদিত ভাবে বা আসলেই খারাপ লাগা থেকে উল্টাপাল্টা কথা বলে, আপনারাও মনে রাখবেন,
গালি কঙ্গনারাই বেশি খায় -_-
Stay silent, and protect your peace.
You cant prove something that the other person is not willing to believe.
Let it go