It's "Daizy"

It's "Daizy" Treating myself to some "ME TIME"

I hate those kind of peopleযারা ফোন দেখলে পুরোপুরি ডুবে থাকে, পাশের জনে কি বলছে তো শুনবেই না আর তাকে কোনো কিছু বলা হলেও ...
09/08/2025

I hate those kind of people
যারা ফোন দেখলে পুরোপুরি ডুবে থাকে, পাশের জনে কি বলছে তো শুনবেই না আর তাকে কোনো কিছু বলা হলেও শুনেনা। আপনি যতই চিল্লাই চিল্লাই বলেন এরা শুনবেনা মানে শুনবেনা। এরা নিজেদের জগতেই থাকেনা। কিন্তু দুঃখের বিষয় আমার বাড়িতে দিদি বাদে বাবা, মেয়ে, ছেলে সবাই একই ক্যাটাগরির। 🙄

জানিনা জীবনে কোনোদিন যদি পূণ্যকর্ম সঞ্চয় করে থাকি তাহলে সুশিক্ষায় শিক্ষিত একজন মানুষকে জীবন সঙ্গী করে পেতে চাই। তাছাড়া আ...
08/08/2025

জানিনা জীবনে কোনোদিন যদি পূণ্যকর্ম সঞ্চয় করে থাকি তাহলে সুশিক্ষায় শিক্ষিত একজন মানুষকে জীবন সঙ্গী করে পেতে চাই। তাছাড়া আমি তো আমার গোল ঠিক করেই রেখেছি। না পেলে যা হবার তা হবে।

তবে খুব ইচ্ছে একজন শিক্ষিত(নট অনলি এডুকেশনাল) মানুষের সাথে আমার দেখা হোক সারাজীবনের জন্য। কারণ মানুষের এডুকেশনাল শিক্ষার পাশাপাশি মানসিক শিক্ষা, পারিবারিক শিক্ষা, ম্যানার্স, এসবেরও খুব দরকার।

যে মানুষটা "নারী" দেরকেই সম্মান করতে জানেনা, যে মানুষটা শুধু "হেঁসেল মানেই নারীদের আবাসস্থল" হিসেবে বুঝে, যে মানুষটা মনে করে নারীরা শিক্ষিত হলেই ছটাং ছটাং অযৌক্তিক কথা বলে, যে মানুষটা নারী মানেই দিনশেষে শুধুই "ভোগ্য*পণ্য" হিসেবে গণ্য করে, তাদের কাছে নারী মানেই একটা টাকা দিয়ে কেনা খেলনা। তাদের কাছে অন্তত নারীরা সেইফ নয়। সে যতই সুন্দরী ওয়াইফ হোক।

সেসব মানুষদের সঙ্গে আমার অন্তত ঘর করা না হোক।

#নারীরঅধিকার #নারীদিবস

নতুন পুরাতন যেই ছবি দিইনা কেন, আমার ইনকাম আসেনা, আসেনা, আসেনা।
08/08/2025

নতুন পুরাতন যেই ছবি দিইনা কেন, আমার ইনকাম আসেনা, আসেনা, আসেনা।

ঋত্বিক রোশান আর কঙ্গনা রানাওয়াতের স্ক্যান্ডালের উপর বানানো একটা ভিডিও আমার লাইফ চেইঞ্জ করে দিয়েছিল।যারা জানেন না, তাদের ...
07/08/2025

ঋত্বিক রোশান আর কঙ্গনা রানাওয়াতের স্ক্যান্ডালের উপর বানানো একটা ভিডিও আমার লাইফ চেইঞ্জ করে দিয়েছিল।

যারা জানেন না, তাদের জ্ঞাতার্থে জানাই, কাইটস মুভি ফিল্মিং এর সময় ঋত্বিক আর কঙ্গনার মধ্যে এফেয়ার চলার খবর শুনতে পাওয়া যায়।
পরে কঙ্গনা যখন তাদের রিলেশনশিপ ক্লেইম করতে যায় ঋত্বিক সবটা অস্বীকার করেন।
কঙ্গনা দাবি করেন ঋত্বিক রোশান নাকি তাকে এক হাজারের উপর রোম্যান্টিক মেইল পাঠিয়েছেন, তাকে সময়ে অসময়ে গিয়ে সারপ্রাইজ দিয়েছেন, কোয়ালিটি টাইম কাটিয়েছেন হেন তেন

এই নিয়ে কঙ্গনার তুমুল হইচই।
এদিকে ঋত্বিক সেই যে ঠাসি খেয়ে বসে থাকলেন তো থাকলেনই। তিনি কখনওই এই হইচই চিৎকার চেচামেচিে মধ্যে ঢুকেন নাই।
সেই ভিডিওতে কঙ্গনার তুমুল হইচই, কাদা ছোড়াছুড়ি নিয়ে প্রচুর স্টেটমেন্ট, মতামত, বক্তব্য, সমালোচনা থাকলেও ঋত্বিক কে নিয়ে শুধু একটাই কথা বলা হয়েছে,

"Hrithik Roshan stayed silent and protected his image"

ঐ ভিডিও দেখেই সিদ্ধান্ত নিয়েছিলাম, হইলে আমি হব ঋত্বিক রোশান। :p
কঙ্গনা রানাওয়াত না।

যা রটে তার কিছু হলেও ঘটে।
হতে পারে পুরো ঘটনায় বেশিরভাগ দোষ ঋত্বিকেরই। কিন্তু গালি খেয়েছে বেশি কঙ্গনাই।
And it broke her, snatched away her mental peace, and kind of made her really unstable.

এই বয়সে এসে মনে হয় কেউ যদি আমার নামে কিছু বলে, আমার কি দরকার তাকে উল্টো দুটো কথা বলে ভুল প্রমাণিত করার। তার নজরে তো আমার ঐ ভার্সনটাই সত্যি যেটা সে মনে করছে।
আর আমি কি এমন সাধু সন্ন্যাসী যে আমার নিজেকে সব ব্যপারে ধোওয়া তুলসি পাতা প্রমাণ করতে হবে।

তাকে দুটো কথা বলে বস্তির লোকের মত চুলাচুলি করে মান সম্মান খোওয়ানোর কোন অর্থ নেই
যে আমাকে পছন্দ করেনা, সে কোনভাবেই পছন্দ করবেনা।
I have accepted it.

So I stay silent.
And I protect my image.
It is more important than proving myself right in a place where nobody cares.

বরং যদি আমার মনে হয় আমার যে দিক নিয়ে মানুষটা কম্প্লেইন করছে সেটা যদি আসলেই প্রব্লেম্যাটিক হয় আমি সেটাকে নিজে নিজে ঠিক করার চেষ্টা করি।

সোশ্যাল প্ল্যাটফর্মে কেউ যদি আপনাকে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে, উদ্দ্যেশ্যপ্রণোদিত ভাবে বা আসলেই খারাপ লাগা থেকে উল্টাপাল্টা কথা বলে, আপনারাও মনে রাখবেন,
গালি কঙ্গনারাই বেশি খায় -_-

Stay silent, and protect your peace.
You cant prove something that the other person is not willing to believe.
Let it go

Hello little Charlie 🐶
07/08/2025

Hello little Charlie 🐶

06/08/2025
04/08/2025

যদি কেউ একদিন এসে জিজ্ঞেস করে,
What's the one thing you have done the most in life?
আমি একটুও না ভেবে বলব-

I waited...

আমি অপেক্ষা করেছি...
একটা better time এর,,,একটু সুখের, একটু শান্তির,অথবা কোনো একটা miracle moment এর-যা বদলে দিত সবকিছু।

Funny thing is
I never stopped waiting,
because somewhere deep inside… I still believe it’s not over yet.

জয় পরকীয়ার জয়। অন্যর জামাই নিয়া টানাটানি করা, পরকীয়ার রাণীদেরই লাইফ আলহামদুলিল্লাহ বলার মত পর্যায়ে থাকে। once a dukkhi m...
03/08/2025

জয় পরকীয়ার জয়। অন্যর জামাই নিয়া টানাটানি করা, পরকীয়ার রাণীদেরই লাইফ আলহামদুলিল্লাহ বলার মত পর্যায়ে থাকে। once a dukkhi mohila, always a dukkhi. মানে অন্যর লাইফ নিয়ে আমাদের কি?? ভাই নিজের সাথে যখন হয়, তখন আসলেই মানা যায়না। তারা সেলিব্রেটি হয়ছে বলে কি তারা মানুষ না, নাকি আমাদের মত লাইফ লিড করেনা? তাদের মনেও দু:খ আছে কারণ দিনশেষে তারাও মানুষ। যেসব মহিলা-পুরুষ, ওই শাকসুন্নিদের সাপোর্ট করে তাদের সাথেও এমনটাই হোক।

***আছেনা, কিছু মানুষ আপনাকে কিছু না করলেও আপনি এমনিই পছন্দ করেননা। কিন্তু এই মগ*বি তো অনেক কিছু করেও লাজ লজ্জা নেই। অজাদি। তাহলে কেন বিজ দেখবোনা বলেন।

একদম অল্প মানে অল্প টাকা কামাই। নিজের কষ্টের কামানো টাকা দিয়ে যখন কোনো স্কিনকেয়ার প্রোডাক্ট কেনার পর দেখেন আপনার স্কিনে ...
02/08/2025

একদম অল্প মানে অল্প টাকা কামাই। নিজের কষ্টের কামানো টাকা দিয়ে যখন কোনো স্কিনকেয়ার প্রোডাক্ট কেনার পর দেখেন আপনার স্কিনে স্যুট করছেনা আগের চাইতে আরো খারাপ হচ্ছে তারউপর যদি সেই প্রোডাক্টের ভুড়ি ভুড়ি রিভিউ, যেই ইউজ করছে সেই ভালো বলছে। সাথে প্লাস পয়েন্ট আপনার স্কিনের মত অনেকের স্কিনেও স্যুট করছে তখন কেমনটা লাগে বলেন?

এইটা মূলত ব্রণ কমানোর একটা ভালো মানের প্রোডাক্ট, নকল হওয়ার চান্স নেই, কারণ ট্রাস্টেড পেইজ, আমার পাশাপাশি আমার বোনের ভালোই রেজাল্ট পাচ্ছে, সে জায়গায় আমার মুখে একটা ব্রণ ভালো হতে না হতেই ৬/৭ টা উঠা শুরু করে 😵
কারণ আমার ফেইসে সাধারণত এত এত ব্রণ হয়না। বেশি হলে একটা/দুইটা।

----
সব কথার শেষ কথা, অভাগা যেদিকে যাই, সেদিকে সাগর শুকিয়ে যাই।

I've just reached 7K followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗...
02/08/2025

I've just reached 7K followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉 oh finally

"হতাশা"কতকিছুর স্বপ্ন দেখি। এটা করবো, ওটা করবো। কাছের মানুষদের গর্ব হবো। পরিবারের মুখে হাসির কারণ হবো। নিন্দুকদের সামনে ...
01/08/2025

"হতাশা"

কতকিছুর স্বপ্ন দেখি। এটা করবো, ওটা করবো। কাছের মানুষদের গর্ব হবো। পরিবারের মুখে হাসির কারণ হবো। নিন্দুকদের সামনে উচ্চস্বরে বলবো হ্যা আমি করে দেখিয়েছি।

এদিকে ক্যালেন্ডারের দিকে তাকাতেই দেখি বেলা ফুরিয়ে যাচ্ছে। দেখতে দেখতে কেটে গেলো বিশ বাইশ চব্বিশ সাল। সুত্র সাপেক্ষে জানা হয়ে গেলো পৃথিবীর নিয়ম অনিয়ম।

শুধু বদলাতে পারিনি রোজ দেখে আসা সেই পৃষ্ঠা; যে পৃষ্ঠা একবার বদলাতে পারলেই, পরের পৃষ্ঠায় লেখা আছে- "দূরবীন থেকে চোখ সরাও সুদিন তোমার পাশেই।"

Address

Khagrachhari

Website

Alerts

Be the first to know and let us send you an email when It's "Daizy" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to It's "Daizy":

Share