05/08/2025
৫ই আগস্টের সেই সকালের হাওয়ায় ছিল এক অন্যরকম ছোঁয়া—যেন বিজয়ের গন্ধ মিশে আছে প্রতিটি নিঃশ্বাসে। আমরা ছিলাম একসাথে, বন্ধুত্বের নিঃশর্ত ছায়ায়, যেখানে কথাগুলো ছিলো নীরব অথচ গভীর।এই দিনটা শুধু একটি তারিখ নয়, এটি একটি অনুভূতি—যেখানে হাসি, চোখের জল, এবং ভবিষ্যতের স্বপ্ন একসাথে উড়ে গেছে সেই হাওয়ার সাথে।“বিজয়ের হাওয়া” আমাদের সেই মুহূর্তের দলিল, যেখানে বন্ধুত্বই ছিল সবচেয়ে বড় বিজয়।