পাহাড়ি

পাহাড়ি পাহাড়ি পেইজে সবাইকে স্বাগতম

এশিয়ান ইউনিভার্সিটিতে ফুল ফানৃডেড স্কলারশিপ ফেল প্রথমা এিপুরা
19/06/2025

এশিয়ান ইউনিভার্সিটিতে ফুল ফানৃডেড স্কলারশিপ ফেল প্রথমা এিপুরা

সাজেক কলেজ নির্মাণে বাধার প্রতিবাদে মানববন্ধনসাজেক, রাঙ্গামাটি | ১৬ জুন ২০২৫:সাজেক কলেজ নির্মাণে বন বিভাগের বাধার প্রতিব...
16/06/2025

সাজেক কলেজ নির্মাণে বাধার প্রতিবাদে মানববন্ধন

সাজেক, রাঙ্গামাটি | ১৬ জুন ২০২৫:
সাজেক কলেজ নির্মাণে বন বিভাগের বাধার প্রতিবাদে আজ স্থানীয় জনগণের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কলেজ প্রতিষ্ঠা এলাকার দাবিতে আয়োজিত এ মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সাজেক এলাকায় উচ্চশিক্ষার সুবিধাবঞ্চিত জনগণ একটি কলেজ প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছেন। সরকারের অনুমোদন সত্ত্বেও বন বিভাগ কলেজ নির্মাণের কাজে বাধা প্রদান করছে বলে দাবি করে তারা।

স্থানীয়রা বলেন, “সাজেকের যুবসমাজ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। কলেজ না থাকায় শিক্ষার্থীদের অনেক দূর পাড়ি দিয়ে পড়তে যেতে হয়। এখন যখন স্থানীয়দের উদ্যোগে কলেজ নির্মাণ হচ্ছে, তখন বন বিভাগের বাধা অযৌক্তিক ও জনগণের ইচ্ছার বিরুদ্ধে।”

সাজেক কলেজ নির্মাণে বন বিভাগের বাধার প্রতিবাদে আজ এলাকাবাসী শিক্ষা উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেছে। দীর্ঘদিন ধরে শিক্ষা থেকে বঞ্চিত সাজেকবাসী কলেজ নির্মাণে প্রশাসনিক সহায়তা এবং বাধা দূরীকরণে সরাসরি প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করে।

স্মারকলিপিতে বলা হয়, “সাজেক অঞ্চলে উচ্চশিক্ষার সুযোগ নেই বললেই চলে। কলেজ নির্মাণে বাধা প্রদান শিক্ষা বঞ্চিত জনগণের বিরুদ্ধে অন্যায়।”

মানববন্ধনে বক্তারা দ্রুত কলেজ নির্মাণ কাজ শুরু করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান এবং বন বিভাগের এই আচরণের নিন্দা জানান।

স্মারকলিপি প্রদানকালে শিক্ষক, শিক্ষার্থী, সমাজ প্রতিনিধি ও জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি জেলা সদরে ICT POINT নামে যে কম্পিউটার ও বিশ্ববিদ্যালয় এডমিশন এবং কলেজ শিক্ষার্থীদের কোচিং সেন্টার আছে সেটি পরিচ...
15/06/2025

খাগড়াছড়ি জেলা সদরে ICT POINT নামে যে কম্পিউটার ও বিশ্ববিদ্যালয় এডমিশন এবং কলেজ শিক্ষার্থীদের কোচিং সেন্টার আছে সেটি পরিচালনা করে রিয়াজ উদ্দীন এবং তার শালা মোহাম্মদ কাউসার হোসেন। বাড়ি মাটিরাঙা উপজেলা তবলছড়ি থেকে।

বিগত ৩১ অক্টোবর ২০২৩ সালে তার কোচিং সেন্টারে এক ত্রিপুরা মেয়ে (শিক্ষার্থী) তার শালা (মোহাম্মদ কাউসার হোসেন) কর্তৃক যৌন হয়রানি স্বীকার হয়। তার শালা মেয়েটির স্পর্শকাতর জায়গায় হাত দেয়। এই ঘটনা নিয়ে কোচিং সেন্টারে সাধারণ শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা দেখা দেয়। পরবর্তীতে এই রিয়াজ উদ্দীন ঘটনাটি ধামাচাপা দিতে শিক্ষার্থীদেরকে কোচিং-এর বেতন ফ্রি করে দেয়া সহ বিভিন্ন প্রস্তাব দেয়।

শিক্ষার্থীরা তার এই প্রস্তাবে রাজি না হয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করে। এই যৌন হয়রানি ঘটনা চারিদিকে ছড়িয়ে যাওয়ার পর এর আগেও কয়েকজন মেয়ের সাথে কোচিং সেন্টারে একই কাজ করার চেষ্টা করা নিয়ে মুখ খোলে।
ফলে তার এই কোচিং সেন্টারে শিক্ষার্থীর সংখ্যা কমে যেতে থাকে।

এখন আসি এই কোচিং সেন্টারে পাহাড়ি মেয়ে শিক্ষার্থীদের নিয়ে তার বন্ধুদের সাথে মেসেঞ্জার গ্রুপে কথোপকথনের বিষয়ে.......

রিয়াজ উদ্দীন তার পরিচালিত ICT POINT কোচিং সেন্টারে পড়া পাহড়ি মেয়েদের ছবি তোলে রেখে পরে সেটি তাদের বন্ধুদের মেসেঞ্জার গ্রুপে ছবিটি দিয়ে বন্ধুদেরকে বলে "তোর জন্য একটা পাহাড়ি মেয়ে ঠিক করেছি" "মাঝখানেরটা" অর্থাৎ সে তার পাহাড়ি মেয়ে শিক্ষার্থীদেরকে তার অন্য বাঙালি বন্ধুদের দিতে চায়। সম্পর্ক করাতে চায়। বিয়ে করাতে চায়। রিয়াজ উদ্দীনের উদ্দেশ্য পাহাড়ি মেয়েদের সাথে সম্পর্ক তৈরি করা।

আমাদের পাহাড়ি শিক্ষার্থীদের উচিত নিজেদেরকে আরো সচেতন করে তোলা। কোন কোচিং সেন্টারে পড়ব, কোন শিক্ষকের কাছে পড়ব সেটাতে আরো সচেতন হওয়া দরকার।

নিচে রিয়াজ উদ্দীন মেসেঞ্জার গ্রুপে তার বন্ধুদের সাথে তার কোচিং সেন্টারে পাহাড়ি মেয়েদের ছবি নিয়ে কথোপকথনের কয়েকটি স্ক্রিনশট দেওয়া হল।
পোস্ট: কপি

শুক্রবার, ৩০ মে ২০২৫খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের জামতলা গ্রামে সেটলার বাঙালি কর্তৃক এক পাহাড়ি নারী (২২) ধর...
30/05/2025

শুক্রবার, ৩০ মে ২০২৫

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের জামতলা গ্রামে সেটলার বাঙালি কর্তৃক এক পাহাড়ি নারী (২২) ধর্ষণের শিকার হওয়ার খবর পাওয়া গেছে।

গতকাল বৃহস্পতিবার (২৯ মে ২০২৫) রাতে মাইসছড়ির জামতলা গ্রামে এ ঘটনা ঘটে।

ধর্ষণকারীর নাম মো. আনিসুর রহমান (বদি), পিতা- চানমিয়া, গ্রাম- কালাপাহাড়, মহালছড়ি।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ৯টার সময় ভূক্তভোগী নারী তার দুই শিশু সন্তানকে নিয়ে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় সেটলার মো. আনিসুর রহমান (বদি) সেখানে উপস্থিত হয়ে স্বামী বাড়িতে না থাকার সুযোগে বাড়িতে ঢুকে প্রথমে ওই নারীর কাছ থেকে ৫ মাস বয়সী শিশু সন্তানকে কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। এরপর ওই নারীকে টেনেহিঁচড়ে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ভুক্তভোগী নারী প্রতিরোধের চেষ্টা করেন এবং এক পর্যায়ে চিৎকার দেন। এরপর ওই নারীর চিৎকার শুনে গ্রামের লোকজন ছুটে গেলে ধর্ষক আনিসুর রহমান পালিয়ে যায়।

পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায় এবং স্থানীয়দের সহযোগিতায় ঘটনায় জড়িত আনিসুরকে আটক করে মহালছড়ি থানায় নিয়ে যায় বলে জানা গেছে।

ভুক্তভোগী নারীকে আহত অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটিকে প্রথমে ধর্ষণের চেষ্টা হিসেবে বলা হলেও মেডিকেল পরীক্ষায় তাকে ধর্ষণের আলামত মিলেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এদিকে, ওই নারীর শিশু সন্তানটিও গুরুতর আঘাত পাওয়ায় আশঙ্কাজনক অবস্থায় তাকেও খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়ার খবর পাওয়া গেছে।

৮৮তম বিএমএ লং কোর্স সমাপ্তির পরে একজন চাকমা নারী সেনা অফিসার। ❤️‍🩹শুধু আমাদের গর্ব না ,জাতির গর্ব। দেশের গর্ব।অনেক অনেক ...
29/05/2025

৮৮তম বিএমএ লং কোর্স সমাপ্তির পরে একজন চাকমা নারী সেনা অফিসার। ❤️‍🩹
শুধু আমাদের গর্ব না ,জাতির গর্ব। দেশের গর্ব।
অনেক অনেক স্নেহ, আশীর্বাদ, ও শুভকামনা রইলো।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে লালত্লেং কিম বম (৩০), পিতা-লালমিন লিয়ান বম নামে এক বন্দী মারা গেছেন বলে খবর পাওয়া যাচ্ছে। ত...
15/05/2025

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে লালত্লেং কিম বম (৩০), পিতা-লালমিন লিয়ান বম নামে এক বন্দী মারা

গেছেন বলে খবর পাওয়া যাচ্ছে। তাঁর বাড়ি বান্দরবানের রুমা উপজেলার বেথেল পাড়ায় বলে জানা

গেছে। গত বছর ৮ এপ্রিল বেথেল পাড়া থেকে নারীসহ একসাথে যে ৪৯ জনকে যৌথবাহিনী

গ্রেফতার করে তার মধ্যে তিনি একজন।

#ছবি: সংগৃহিত

অভিযানের নামে সাধারণ জনগণকে আতক করার নাটক বন্ধ করুন!
21/04/2025

অভিযানের নামে সাধারণ জনগণকে আতক করার নাটক বন্ধ করুন!

আজ (২৮ মার্চ ২০২৫) মিয়ানমারে বান্দরবান বর্ডার থেকে প্রায় ৪০০ কিমি দূরে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প হয়, যার প্রভাব বা...
28/03/2025

আজ (২৮ মার্চ ২০২৫) মিয়ানমারে বান্দরবান বর্ডার থেকে প্রায় ৪০০ কিমি দূরে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প হয়, যার প্রভাব বাংলাদেশ, ভারত ,থাইল্যান্ড মায়ানমার এর কিছু অঞ্চলে স্পষ্ট হয়।🥺

প্রথম ভূমিকম্প:
মাত্রা: ৭.৬
সময়: দুপুর ১২:৫০ (বাংলাদেশ সময়)
কেন্দ্র: মান্ডালে, মিয়ানমার (৬ কিমি উত্তর-পশ্চিম)
গভীরতা: ৩৫ কিমি

দ্বিতীয় ভূমিকম্প:
মাত্রা: ৬.৪
সময়: দুপুর ১:০২ (বাংলাদেশ সময়)
কেন্দ্র: মান্ডালে, মিয়ানমার (২৮ কিমি দক্ষিণ)
গভীরতা: ১১.৯ কিমি

বৈসাবি: পাহাড়ের তিন জেলায় ১৩ই এপ্রিল ছুটির ঘোষণা
20/03/2025

বৈসাবি: পাহাড়ের তিন জেলায় ১৩ই এপ্রিল ছুটির ঘোষণা

😍
20/03/2025

😍

পার্বত্য চট্টগ্রাম হতে যেসব পাহাড়ি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদের তালিকা নিচে দেওয়া হলো—বেসামরিক কর্মকর্তা-কর্মচারী ...
22/01/2025

পার্বত্য চট্টগ্রাম হতে যেসব পাহাড়ি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদের তালিকা নিচে দেওয়া হলো—

বেসামরিক কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-যুবকদের
মধ্যে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তারা
হলেন—
১. মংচীফ মংপ্রু সাইন
২. প্রকৌশলী অমলেন্দু বিকাশ চাকমা
৩. ডেপুটি ম্যাজিস্ট্রেট চিত্তরঞ্জন চাকমা
৪. পূর্ব পাকিস্তান ফুটবল টিমের অধিনায়ক চিংহলা
মং চৌধুরী
৫. পুলিশ কর্মকর্তা ত্রিপুরা কান্তি
৬. পুলিশ কর্মকর্তা বিমলেশ্বর দেওয়ান
৭. পুলিশ কর্মকর্তা খগেন্দ্র চাকমা
৮. উক্য জেন
৯. মনীষ দেওয়ান
১০. রণ বিক্রম ত্রিপুরা
১১. অশোক মিত্র কারবারী
১২. রাস বিহারী চাকমা
১৩. সুশীল দেওয়ান
১৪. নীলোৎপল ত্রিপুরা
১৫. ক্যাচিং মারমা
১৬. সুবোধ বিকাশ ত্রিপুরা
১৭. গোপালকৃষ্ণ দেওয়ান
১৮. মনীন্দ্র কিশোর ত্রিপুরা
১৯. বরেন ত্রিপুরা
২০. কৃপা সুখ চাকমা
২১. আনন্দ বাশী চাকমা
২২. সুবিলাশ চাকমা
২৩. রঞ্জিত দেব বর্মন
২৪. কং জয় মারমা
২৫. আক্য মগ
২৬. প্রীতি কুমার ত্রিপুরা
২৭. প্রভুধন চাকমা
২৮. ইউ কে চিং বিবি
২৯. মাংশৈ প্রু মারমা
৩০. মংশৈহ্লা মারমা
৩১. ধুংছাই মারমা
৩২. হেমদা রঞ্জন ত্রিপুরা
৩৩. করুনা মোহন চাকমা
৩৪. গুলসেন চাকমা
৩৫. বিজয় কুমার চাকমা
৩৬. সাইপ্রু মগ
৩৭. বিজয় কুমার ত্রিপুরা
৩৮. চিত্ত রঞ্জন চাকমা
৩৯. সাথোয়াই মারমা
৪০. ম্নাসাথোয়াই মগ
৪১. মংমং মারমা
৪২. ফিলিপ বিজয় ত্রিপুরা
৪৩. রুইপ্রু মারমা
৪৪. কংচাই মারমা
৪৫. থোয়াইঅং মগ
৪৬. আদুং মগ
৪৭. মংসাথোয়াই মগ
৪৮. থোয়াইঅংরী মগ
৪৯. মংশোয়ে অং মগ
৫০. আথুইঅং মগ
৫১. মংমংচিং মগ
৫২. মং আফ্রুশী মগ
৫৩. রবি রশ্মি চাকমা
৫৬. নব বিক্রম কিশোর ত্রিপুরা
৫৭. সাথোয়াই মারমা
৫৮. করুণা মোহন চাকমা

ইপিআর সদস্যদের মধ্যে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদের তালিকা—
১. হাবিলদার নলিনী রঞ্জন চাকমা
২. হাবিলদার অমৃত লাল চাকমা
৩. ল্যান্স নায়েক সঞ্জয় কেতন চাকমা
৪. ল্যান্স নায়েক স্নেহ কুমার চাকমা
৫. সিপাহি চিংমা মারমা
৬. ল্যান্স নায়েক মতিলাল চাকমা
৭. সিপাহী চাই থোয়াই প্রু মারমা
৮. সিপাহী থুই প্রু মারমা
৯. সিপাহী কংজা মারমা
১০. সিপাহী মংহলা প্রু মারমা
১১. সিপাহী অ্যামি মারমা
১২. সিপাহী কুল্লিয়ান বম
১৩. সিপাহী জিংপারে বম
১৪. সিপাহী হেম রঞ্জন চাকমা
১৫. সিপাহী মংচিনু মারমা
১৬. সিপাহী বুদ্ধিমান ছেত্রী
১৭. সিপাহী রমণীরঞ্জন চাকমা
১৮. সিপাহী উক্যজিং মারমা ( বীর বিক্রম)
১৯. সিপাহী লাল পুম বম
২০. নায়েব চিংড়ু মগ
২১. ল্যান্স নায়েক অরুন মগ
২২. ল্যান্স নায়েক অরিন্দ্রা ত্রিপুরা

-উল্লেখিত ৮০ জন ছাড়াও আরও অনেক মুক্তিযোদ্ধা
ছিলেন, যাদের নাম সংগ্রহ করা সম্ভব হয়নি।

Address

Khagrachari

Website

Alerts

Be the first to know and let us send you an email when পাহাড়ি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share