16/06/2025
সাজেক কলেজ নির্মাণে বাধার প্রতিবাদে মানববন্ধন
সাজেক, রাঙ্গামাটি | ১৬ জুন ২০২৫:
সাজেক কলেজ নির্মাণে বন বিভাগের বাধার প্রতিবাদে আজ স্থানীয় জনগণের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কলেজ প্রতিষ্ঠা এলাকার দাবিতে আয়োজিত এ মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সাজেক এলাকায় উচ্চশিক্ষার সুবিধাবঞ্চিত জনগণ একটি কলেজ প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছেন। সরকারের অনুমোদন সত্ত্বেও বন বিভাগ কলেজ নির্মাণের কাজে বাধা প্রদান করছে বলে দাবি করে তারা।
স্থানীয়রা বলেন, “সাজেকের যুবসমাজ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। কলেজ না থাকায় শিক্ষার্থীদের অনেক দূর পাড়ি দিয়ে পড়তে যেতে হয়। এখন যখন স্থানীয়দের উদ্যোগে কলেজ নির্মাণ হচ্ছে, তখন বন বিভাগের বাধা অযৌক্তিক ও জনগণের ইচ্ছার বিরুদ্ধে।”
সাজেক কলেজ নির্মাণে বন বিভাগের বাধার প্রতিবাদে আজ এলাকাবাসী শিক্ষা উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেছে। দীর্ঘদিন ধরে শিক্ষা থেকে বঞ্চিত সাজেকবাসী কলেজ নির্মাণে প্রশাসনিক সহায়তা এবং বাধা দূরীকরণে সরাসরি প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করে।
স্মারকলিপিতে বলা হয়, “সাজেক অঞ্চলে উচ্চশিক্ষার সুযোগ নেই বললেই চলে। কলেজ নির্মাণে বাধা প্রদান শিক্ষা বঞ্চিত জনগণের বিরুদ্ধে অন্যায়।”
মানববন্ধনে বক্তারা দ্রুত কলেজ নির্মাণ কাজ শুরু করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান এবং বন বিভাগের এই আচরণের নিন্দা জানান।
স্মারকলিপি প্রদানকালে শিক্ষক, শিক্ষার্থী, সমাজ প্রতিনিধি ও জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।