MT.Vlog

MT.Vlog Hey it’s Mt

Drama,content,etc 🍃
(1)

বড়দের দেখেই বাচ্চারা শেখে। বড়রা কী করছেন, কী ভাবে কোন কথা বলছেন, কাকে কী নামে ডাকছেন, সবকিছু লক্ষ্য করে ছোটরা। তাই তাদের...
15/07/2025

বড়দের দেখেই বাচ্চারা শেখে। বড়রা কী করছেন, কী ভাবে কোন কথা বলছেন, কাকে কী নামে ডাকছেন, সবকিছু লক্ষ্য করে ছোটরা। তাই তাদের সামনে এমন কোনও কাজ করা চলবে না, যা তাদের মনের উপর গভীর প্রভাব ফেলে কিংবা তারা কোনও খারাপ কাজ শেখে। এ ছাড়াও দৈনিক কাজের মধ্য দিয়ে তারা বড় হয়ে ওঠে। সন্তানরা যাতে স্বাবলম্বী হয়, নিজের কাজ নিজে করে, তার জন্যও বাবা-মাকেই দায়িত্ব নিতে হবে। আর এগুলো এক দিনে সম্ভব নয়। বরং প্রতিদিনের কিছু কিছু অভ্যাস আপনার শিশুকে স্বাবলম্বী করে তুলতে সাহায্য করবে।

১. ঘর গোছানো:

ছোট বয়সে তাকে খেলার পূর্ণ স্বাধীনতা দিতে হবে। সে খেলার জিনিস ছড়াবে, ভাঙবে আবার খেলবে। কিন্তু দিনের শেষে ওই খেলনা তাকেই গোছাতে হবে। যেখানে থেকে জিনিসটা সে নিয়েছে, তাকে সেখানেই রাখতে হবে। আপনি গুছিয়ে দেবেন না। এই অভ্যাস শিশুকে তার জিনিসের প্রতি যত্নশীল হতে শেখাবে।

২. প্রাতঃকর্ম করা:

সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত মাজা, স্নান করা, বিছানা গোছানো, স্কুলের জন্য তৈরি হওয়া— এগুলো বাচ্চা যেন নিজেই করে সে দিকে নজর দিতে হবে। এই দৈনন্দিন কাজগুলোর জন্য সে যেন বড়দের সাহায্য না নেয়। এগুলোও শিক্ষার অংশ। এগুলো তাকে নিয়মানুবর্তিতা শেখাবে।

৩. নিজে হাতে খাওয়া:

জানেন কি ২ বছরের শিশুরাও নিজে হাতে খাবার খেতে পারে? তাকে খাবার মেখে খাওয়ানোর বদলে একা খেতে দিন। হয়তো সে কোনও খাবারটা খাবে না, আবার খেতে গিয়ে সে গোটা শরীরে মাখামাখি করবে, নোংরা করবে। এতে কোনও ক্ষতি নেই। বরং নিজে হাতে খেলে ও মনোযোগ দিয়ে খাবারটা খাবে। ছোট বয়সেই শক্ত খাবার চিবিয়ে খাওয়ার অভ্যাস তৈরি হবে। পাশাপাশি পেট ভরছে কি না, ওর খিদে পাচ্ছে কি না, এগুলো সম্পর্কে ও নিজেই বুঝতে পারবে। এই ছোট ছোট বিষয়গুলো সন্তানের বেড়ে ওঠার ক্ষেত্রে সাহায্য করবে।
___________________
সূত্র: এই সময়

পেইজ থেকে ইনকাম/আয় 😊কার লাগবে?
15/07/2025

পেইজ থেকে ইনকাম/আয় 😊
কার লাগবে?

15/07/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

🥴
15/07/2025

🥴

শিল্পী আমি🥰তোমাদেরই গান শোনাবো ।
15/07/2025

শিল্পী আমি🥰
তোমাদেরই গান শোনাবো ।

সেই ছেলেটাকে বিয়ে করার জন্য অনেকে প্রস্তাব পাঠাচ্ছে ☺️☺️
14/07/2025

সেই ছেলেটাকে বিয়ে করার জন্য অনেকে প্রস্তাব পাঠাচ্ছে ☺️☺️

🚨 এমন একজন যিনি ফিফা বিশ্বকাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপ দুটাই জিতেছেন | আর্জেন্টাইন হেটাররা একটু জ্বলবে, কারন তাদের এমন কো...
14/07/2025

🚨 এমন একজন যিনি ফিফা বিশ্বকাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপ দুটাই জিতেছেন | আর্জেন্টাইন হেটাররা একটু জ্বলবে, কারন তাদের এমন কোন খেলোয়াড় নাই যে দূইটা ট্রফির মালিক 💪🏆⚽

আমের রাজ্যে 🥰😍🤩😘🥭
13/07/2025

আমের রাজ্যে 🥰😍🤩😘🥭

নিবিড়ের এই অসাধারণ ফলাফল শুধু তার নিজের নয়, এটি তার পরিবার, বিদ্যালয়, শিক্ষক ও পুরো চট্টগ্রামবাসীর জন্য এক গর্বের বিষয়।...
12/07/2025

নিবিড়ের এই অসাধারণ ফলাফল শুধু তার নিজের নয়, এটি তার পরিবার, বিদ্যালয়, শিক্ষক ও পুরো চট্টগ্রামবাসীর জন্য এক গর্বের বিষয়। কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস আর অধ্যবসায়ের ফলে এই কৃতিত্ব অর্জন করেছে নিবিড়, যা অন্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

আজকের এই জয় কোনো হঠাৎ পাওয়া নয়—এর পেছনে রয়েছে নিবিড়ের প্রতিদিনের নিষ্ঠা, নিয়মানুবর্তিতা আর একাগ্র সাধনা। প্রযুক্তি আর বিভ্রান্তির যুগে দাঁড়িয়ে নিবিড় যে একাগ্রতায় নিজের লক্ষ্যে এগিয়েছে, তা নিঃসন্দেহে অসাধারণ।

তোমার এই সফলতা ভবিষ্যতের আরো বড় অর্জনের দিগন্ত উন্মোচন করুক—এ কামনা রইল।

অভিনন্দন ও শুভকামনা নিবিড়! ❤️👏
তোমার মতো তরুণদের কারণেই ভবিষ্যতের বাংলাদেশ আরও আলোকোজ্জ্বল হবে।

#নিবিড়_কর্মকার #দেশসেরা_এসএসসি_২০২৫

শেয়ার করুন!!!  শেয়ার করুন!!!  শেয়ার করুন!!! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.......🙏🏻🙏🏻🙏🏻🙏🏻........🙏🏻🙏🏻🙏🏻🙏🏻........ছেলেটার বয়স আর কতই বা হবে? বড়...
12/07/2025

শেয়ার করুন!!! শেয়ার করুন!!! শেয়ার করুন!!!
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.......🙏🏻🙏🏻🙏🏻🙏🏻........🙏🏻🙏🏻🙏🏻🙏🏻........

ছেলেটার বয়স আর কতই বা হবে? বড়জোর ২৮ কিংবা ২৯! স্ট্রোকের কারণে বাবাকে হারিয়েছে মাত্র ৩ বছর আগে। সেই শোক কাটিয়ে না উঠতেই এখন মায়ের হয়েছে ফুসফুসে ক্যান্সার! এ যেন জীবন্ত কাউকে হ*ত্যা করা।

যে বয়সে তার ক্যারিয়ার নিয়ে চিন্তা করার কথা, নিজের একটা পরিবার গড়ে তোলার কথা সেখানে এ ছেলেটি চাকরি ছেড়ে দিয়ে দিনরাত লড়ছে জীবনের সঙ্গে, মাকে যদি বাঁচানো যায়!! পরিবারে তিন বোনের মধ্যে একজনমাত্র ভাই অর্থাৎ একমাত্র পুরুষ হওয়ার কারণে পরিবারের সব দায়িত্ব যেন তার ঘাড়ে এসে পড়েছে। কোথায় চাকরি? কোথায় বিয়ে? কোথায় সংসার? জীবনযুদ্ধে অপরাজিত সৈনিকের মতো থোয়াইউ একাই যেন লড়াই করছে মৃত্যুর বিরুদ্ধে! এ যুগে এসে এরকম কতজন মায়ের জন্য নিজের আনন্দ বিসর্জন দেয়? নিজের মাকে বাঁচানোর জন্য জায়গা পর্যন্ত বিক্রি করে দিতে চায়? সত্যি, থোয়াইউ দাদা! আপনি অনন্য এক উদাহরণ!

♦️ রোগীর নামঃ মাসিংয়ই মারমা
স্বামীঃ (মৃত) চিংসাথুই মারমা
গ্রামঃ পেনেডং পাড়া, ৩ নং ওয়ার্ড, ১ নং রেমাক্রি ইউনিয়ন, থানচি, বান্দরবান পার্বত্য জেলা।
বর্তমানে আছেন হিলভিউ ক্লিনিকে।

আসুন, আমরা এ অকুতোভয় মানুষটার বিপদে পাশে দাঁড়াই! ৫০/১০০ টাকা করে দিয়ে হলেও তার পাশে থাকি। আপনার মা হয়তো আছে, কিন্তু থোয়াইউর মা তো থেকেও যেন নেই। কেন আমরা একজন ছেলেকে মাতৃহারা করব? আমাদের চোখের সামনে কেন একজন মা ২ লক্ষ টাকার জন্য তিলে তিলে মারা যাবেন?
সাহায্য করতে না পারলেও চলুন, শেয়ার করে হলেও আমরা তার পাশে থাকি।

📣যোগাযোগ
থোয়াইউপ্রু মারমা
০১৮২০-৩৩৫৬১২

রোগীর ছেলের (থোয়াইউপ্রু)
📣বিকাশ: 01540391302
📣রকেট: 01820335612
📣নগদ: 01836181718

✍️ ডচেংনু চৌধুরী

অসাধারণ এক সাফল্যের গল্প—বাংলাদেশি তরুণ মো. ইরফান উদ্দীন এখন যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির এআই প্রতিষ্ঠান Astera Labs-এর...
12/07/2025

অসাধারণ এক সাফল্যের গল্প—বাংলাদেশি তরুণ মো. ইরফান উদ্দীন এখন যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির এআই প্রতিষ্ঠান Astera Labs-এর ইঞ্জিনিয়ার! 😲🇧🇩🇺🇸
মাসিক বেতন প্রায় ২৯ লাখ টাকা—হ্যাঁ, ঠিকই দেখছেন! ❤️👏

ইরফান চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুর গ্রামের একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান। এসএসসি পাশ করেন ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে, আর এইচএসসি চট্টগ্রাম কলেজ থেকে—দুই পরীক্ষাতেই জিপিএ ৫.০০। এরপর ভর্তি হন চুয়েটে (চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) এবং ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন।

সিজিপিএ ২.৯৮ থাকা সত্ত্বেও তার স্বপ্ন কখনো থেমে থাকেনি। বাংলাদেশের চাকরির বাজারে বারবার ব্যর্থ হলেও হার মানেননি। যেখানে মেধার বদলে ঘুষ চলে, সেখানে ইরফান ছিলেন ব্যতিক্রম—তিনি নিজের যোগ্যতায় বিশ্বাস রেখেছেন।

পরবর্তীতে যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড স্কলারশিপে উচ্চশিক্ষা নিতে চলে যান। পড়াশোনা শেষে, তিনি আবেদন করেন Astera Labs-এ। আর আজ তিনি ১০ বছরের চুক্তিতে প্রতিষ্ঠানটির একজন গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ার! 🎯🚀

মো. ইরফান উদ্দীন—

আপনি শুধু ফটিকছড়ির বা চট্টগ্রামের নয়, পুরো বাংলাদেশের গর্ব। 🇧🇩
আপনার মতো মেধাবী, সংগ্রামী তরুণরা শত শত বাংলাদেশিকে স্বপ্ন দেখায়— “আমিও পারি” ❤️🔥

অভিনন্দন সাবিনা ইয়াছমিন স্বর্ণা! 🎉❤️ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবিনা ইয়াছমিন স্বর্ণা ৪৪তম বিসিএসে কৃতিত্বের সঙ্গে পুলিশ ক্যা...
12/07/2025

অভিনন্দন সাবিনা ইয়াছমিন স্বর্ণা! 🎉❤️

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবিনা ইয়াছমিন স্বর্ণা ৪৪তম বিসিএসে কৃতিত্বের সঙ্গে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, যেখানে তার মেধাক্রম ৪৩। এর আগেই তিনি ৪৩তম বিসিএসে শিক্ষা ক্যাডারে গেজেটভুক্ত হন এবং বর্তমানে শেরপুর সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রভাষক হিসেবে কর্মরত আছেন।

উল্লেখযোগ্যভাবে, স্বর্ণা টানা পাঁচটি বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এক নজিরবিহীন অধ্যবসায়ের প্রমাণ দিয়েছেন। শুরুটা হয়েছিল ৪১তম বিসিএস দিয়ে।

তার এই অসাধারণ সাফল্য নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।🖤💙

Address

Khagrachhari

Alerts

Be the first to know and let us send you an email when MT.Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MT.Vlog:

Share