
19/09/2024
বড় বিশ্ববিদ্যালয়ে পড়লেই কিন্তু ভালো মানুষ হওয়া যায় না।একটা মানুষ কে প্রথমে তাকে খাওয়ালো,এরপর তাকে মেরে ফেলা হলো। কি নির্মম বিষয় টা একবার চিন্তা করে দেখেন। লাভ কি এতো নামিদামি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার?যদি মনুষ্যত্ব টাই না থাকে, যদি নৈতিক শিক্ষা টাই না থাকে। আগে মানুষ হোন তারপর ভালো স্টুডেন্ট হইয়েন। এটার বিচার চাই