Caliphate Network - খিলাফত নেটওয়ার্ক

Caliphate Network - খিলাফত নেটওয়ার্ক ⏰ Faith Worship Research (FWR) - Justice in Chattogram
(1)

23/07/2025
⏰ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের একটি তালাবদ্ধ গোপন কক্ষের ফাইল কেবিনেট থেকে ৮ লাখ ৮২ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়েছে।বু...
09/07/2025

⏰ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের একটি তালাবদ্ধ গোপন কক্ষের ফাইল কেবিনেট থেকে ৮ লাখ ৮২ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) দুপুরে পরিষদের নবনিযুক্ত অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), সদস্যবৃন্দ ও উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে তালাবদ্ধ ওই গোপন কক্ষটি খুলে নগদ টাকাগুলো উদ্ধার করা হয়।

জেলা পরিষদের পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মাহফুজ জানান, সদ্য দায়িত্ব হতে অপসারিত হওয়া জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার রেস্ট রুমের একটি ড্রয়ার থেকে টাকাগুলো উদ্ধার করা হয়। পরে টাকাগুলো উদ্ধার করে আমার ট্রেজারিতে জমা দিয়েছি। থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছে।

অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, “পরিষদে এতো নগদ টাকা থাকার কোনো যৌক্তিক কারণ নেই। কীভাবে এসব টাকা এই গোপন কক্ষে এলো তা তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে এ বিষয়ে থানায় জিডি করা হয়েছে। উদ্ধারকৃত টাকাগুলো প্রশাসনের হেফাজতে রয়েছে।”

উল্লেখ্য, সম্প্রতি দুর্নীতির অভিযোগে জিরুনা ত্রিপুরার চেয়ারম্যান পদ থেকে বিরত থাকার আদেশ জারির পর গতকাল মঙ্গলবার পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরাকে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়েছে মন্ত্রণালয়।

এদিকে সদ্য সাবেক চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে আনীত আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ তদন্তে নেমেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে তরুণদের অংশগ্রহণে আইডিয়া প্রতিযোগিতা২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে দেশব্যাপী তর...
03/07/2025

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে তরুণদের অংশগ্রহণে আইডিয়া প্রতিযোগিতা

২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে দেশব্যাপী তরুণদের অংশগ্রহণে "আইডিয়া প্রতিযোগিতা" আয়োজন করছে স্থানীয় সরকার বিভাগ।

তরুণদের উদ্ভাবনী ভাবনা ও অংশগ্রহণের মাধ্যমে জেলা পর্যায়ে এই ঐতিহাসিক ঘটনা স্মরণে কার্যক্রম বাস্তবায়ন করা এই প্রতিযোগিতার উদ্দেশ্য। প্রতিটি জেলার নির্বাচিত আইডিয়া স্থানীয় জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়িত হবে।

প্রতিপাদ্য: “আমার চোখে জুলাই বিপ্লব”

যারা অংশ নিতে পারবে:

- ১৫ থেকে ৩০ বছর বয়সী তরুণ-তরুণী
- স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
- যুব ক্লাব, ডিবেট, স্কাউট, রোভার ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য অথবা যেকোনো তরুণ-তরুণী
- এককভাবে অথবা সর্বোচ্চ ৩ জনের দলে অংশগ্রহণ করা যাবে (দলে একজন নারী সদস্য বাধ্যতামূলক)

আইডিয়া জমা দেওয়ার কাঠামো:
১–২ পৃষ্ঠার ধারণাপত্র (বাংলা বা ইংরেজি), যাতে অন্তর্ভুক্ত থাকবে:
- আইডিয়ার শিরোনাম
- বিবরণ (স্থান উল্লেখসহ) ও উদ্দেশ্য
- বাস্তবায়ন পরিকল্পনা
- আনুমানিক বাজেট (সর্বোচ্চ ১০ লক্ষ টাকা)
- প্রত্যাশিত প্রভাব
- প্রেরকের নাম ও যোগাযোগের তথ্য

জমাদানের নিয়মাবলি:
জমাদানের শেষ তারিখ: ৮ জুলাই ২০২৫
জমাদানের স্থান: নিজ জেলার জেলা পরিষদ বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়
জেলা পরিষদের সাথে যোগাযোগ করে ইমেইলেও জমা দেওয়া যাবে।

সম্ভাব্য আইডিয়ার উদাহরণ:
- দেয়ালচিত্র
- পথনাটক বা মঞ্চনাটক
- প্রদর্শনী
- ওয়ার্কশপ ও গণসচেতনতা অভিযান
- বা যেকোনো উদ্ভাবনী ধারণা

বাস্তবায়নের প্রক্রিয়া:
নির্বাচিত প্রতিটি আইডিয়া সংশ্লিষ্ট জেলার জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়ন হবে। জেলা পরিষদ প্রেরণকারী ব্যক্তি বা দলের সঙ্গে সমন্বয় করবে এবং সকল আর্থিক লেনদেন জেলা পরিষদের তত্ত্বাবধানে পরিচালিত হবে।

02/07/2025

চট্টগ্রামের এসপিকে প্রত্যা'হার এবং পটিয়া থানার ও'সি ও সেকেন্ড অফিসারকে স্থায়ী বহি'ষ্কারে ১২ ঘন্টার আ'ল্টি'মেটা'ম

⏰ গত কয়েক বছরে আফগানিস্তানে অনেক খনিজ সম্পদের খনি আল্লাহ দৃশ্যমান করে দিয়েছেন, পাশাপাশি আফগানদের পরিচালিত জীবনব্যবস্থায় ...
27/06/2025

⏰ গত কয়েক বছরে আফগানিস্তানে অনেক খনিজ সম্পদের খনি আল্লাহ দৃশ্যমান করে দিয়েছেন, পাশাপাশি আফগানদের পরিচালিত জীবনব্যবস্থায় দিয়েছেন অগণিত শান্তি ও বারাকাহ। বর্তমানে তাদের কোনো বৈদেশিক ঋন নেই।

২৬ জুন ২০২৫ থেকে এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি) ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হবে।  সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবে...
26/06/2025

২৬ জুন ২০২৫ থেকে এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি) ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হবে।

সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের লক্ষ্যে ২০ জুন ২০২৫ থেকে ১৫ আগস্ট ২০২৫ পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার ও পরীক্ষা কেন্দ্রের আশেপাশের সকল ফটোকপি মেশিন পরীক্ষা চলাকালীন বন্ধ থাকবে। সকল পরীক্ষাকেন্দ্রের আশেপাশে পরীক্ষা চলাকালীন সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ মর্মে ১৪৪ ধারা জারি থাকবে।

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস , নকল সরবরাহ কিংবা কোনো অনৈতিক পন্থা অবলম্বনকারী ও সহয়তাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

করোনা (কোভিড-১৯) প্রতিরোধে পরীক্ষা সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করতে হবে।

খাগড়াছড়ি পার্বত্য জেলার সকল পরীক্ষার্থীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুভকামনা।

তুরস্ক সরকার আনুষ্ঠানিকভাবে শেখ সানীউল্লাহ-কে আঙ্কারায় আফগান ইসলামি আমিরাতের পূর্ণক্ষমতাপ্রাপ্ত ও বিশেষ দায়িত্বপ্রাপ্ত ...
26/06/2025

তুরস্ক সরকার আনুষ্ঠানিকভাবে শেখ সানীউল্লাহ-কে আঙ্কারায় আফগান ইসলামি আমিরাতের পূর্ণক্ষমতাপ্রাপ্ত ও বিশেষ দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে স্বীকৃতি দিয়েছে।

এর মাধ্যমে তিনি তুরস্কে ইসলামি আমিরাতের আনুষ্ঠানিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।

আজ তুরস্কের রাজধানী আঙ্কারায় আফগান পররাষ্ট্রমন্ত্রী, মাওলানা আমির খান মুত্তাকী, নবনিযুক্ত রাষ্ট্রদূতকে আফগান দূতাবাসের কর্মীদের কাছে উপস্থাপন করেন।

⏰ সকাল ৬টায় ঢাকা-খাগড়াছড়ি রুটে চলাচলকারী শান্তি পরিবহনের একটি বাস জালিয়াপাড়া এলাকায় পাহাড়ের খাদে পরে যায়। বাসে থাকা অন...
24/06/2025

⏰ সকাল ৬টায় ঢাকা-খাগড়াছড়ি রুটে চলাচলকারী
শান্তি পরিবহনের একটি বাস জালিয়াপাড়া এলাকায় পাহাড়ের খাদে পরে যায়। বাসে থাকা অনেক যাত্রী গুরতর আহত হয়।বাসটি যাত্রী নিয়ে ঢাকা থেকে খাগড়াছড়ি যাচ্ছিল

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Caliphate Network - খিলাফত নেটওয়ার্ক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share