Joban পর্যালোচনা ও মতামতের পত্রিকা

প্রিন্? Joban is here as an expression of the search for our inherent truth and its aspirations.

ঈদ মোবারক 🌙
30/03/2025

ঈদ মোবারক 🌙

”ভিন্নতা থাকার পরেও যেভাবে গণঅভ্যুত্থান হয়েছে ঠিক সেইভাবেই রাজনৈতিক বন্দোবস্ত কাজ করতে পারে। আমরা সবাই জানি গণঅভ্যুত্থান...
06/01/2025

”ভিন্নতা থাকার পরেও যেভাবে গণঅভ্যুত্থান হয়েছে ঠিক সেইভাবেই রাজনৈতিক বন্দোবস্ত কাজ করতে পারে। আমরা সবাই জানি গণঅভ্যুত্থান হচ্ছে- অভূতপূর্ব ঐক্যের বহিঃপ্রকাশ। কাজেই যে স্পিরিট এই ঐক্যকে সম্ভব করেছে তাকে আগে বুঝতে হবে। এখন যদি আপনি একটা বিশেষ গ্রুপ বা গোষ্ঠীকে ক্রেডিট দেন। কাউকে হিরো? রহস্য পুরুষ বা মূল নেতা বানিয়ে পূজা শুরু করেন তা হলে সে ক্ষমতায় যাওয়ার দাবি করবে। বা স্বাভাবিক ভাবেই ক্ষমতা নিতে চাইবে। এবং তখনই এই আন্দোলনের মধ্যে যে যৌথ কর্তাসত্ত্বা বা প্লুরাল সাবজেক্টিভিটি তৈরি হয়েছে তার দাফন হয়ে যাবে। একটা মেসিয়াহ বা ত্রাণকর্তা যদি আপনি খুঁজতে থাকেন তা হলে অতিদ্রুত এই অভ্যুত্থান গণতন্ত্রের আকাঙ্ক্ষার লেবাসে আর একটা ফ্যাসিবাদে পরিণত হতে শুরু করবে। ৭১ -এ এটাই হয়েছিল। কাজেই এই বিভক্ত সমাজেই ঐক্য প্রচেষ্টার জন্য মতাদর্শগত পার্থক্য বজায় রাখার সংগ্রাম যেমন জারি থাকবে, এর মধ্যে মূল্যবোধ ভিত্তিক একটা ফাংশনাল গণতন্ত্র কিভাবে কায়েম হতে পারে তার জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলতে হবে। প্রায় সবগুলো দলকে এই রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলবার সংগ্রামে নিয়োজিত হতে হবে। আমাদের রাজনীতি লাগবে। ক্ষমতার প্রশ্নটা পরে। সেটা জনগণ ঠিক করবে। দলগুলো ইডিওলজি বেইজড হতে পারে। সমাজের মতাদর্শ থাকবে। এটা নিয়ে সমাজে তর্ক ও প্রতিযোগিতা থাকবে। যাকে পাবলিক পছন্দ করে তাকে নির্বাচিত করবে। কিন্তু রাষ্ট্র হবে ভ্যালু-বেউজড, মানে মূল্যবোধ নির্ভর। যারা এটা বুঝতে পারে না তারাই আগে ইডিওলজি বা মতাদর্শগত পার্থক্যকে সামনে এনে খোদ রাষ্ট্রকেই ইডিওলজি ভিত্তিক করে ফেলতে চায়। এরা জাস্ট লীগের একটা রেপ্লিকা হবে। এটাই ফ্যাসিবাদি মডেল যা গণতন্ত্রের লেবাসে ফিরে আসে বা ফাংশন করে।”

এখন ১৯৭১ সালে যেটাকে জাতীয় স্পিরিট হিসেবে তখনকার বুদ্ধিজীবীরা বিবেচনা করেছিল তার মধ্যে তো কলকাতার সংস্কৃতি ও সা....

05/01/2025

ফিলানথ্রপি এজ পলিটিক্স: রেজাউল করিম রনি

28/12/2024

গণঅভ্যুত্থানের প্রোক্লেমেশন নিয়ে যা বলেছিলেন জবান সম্পাদক রেজাউল করিম রনি
তৃতীয় মাত্রা, নভেম্বর ২৭

ক্ষমতায় থেকে দল ও দল করে ক্ষমতা: ক্ষমতায় থেকে দল গঠনের বিষয়ে আমার ক্রিটিককে গুরুত্ব দিয়ে নেয়ার জন্য ছাত্র নেত্রীত্বকে ধন...
23/12/2024

ক্ষমতায় থেকে দল ও দল করে ক্ষমতা:

ক্ষমতায় থেকে দল গঠনের বিষয়ে আমার ক্রিটিককে গুরুত্ব দিয়ে নেয়ার জন্য ছাত্র নেত্রীত্বকে ধন্যবাদ। তারা আমার কথার জবাবে একটা কথা বলছেন যে, শহীদ জিয়াও তো ক্ষমতায় থেকেই দল করেছেন। সেটা তো কিংস পার্টী হয় নাই। খুবই বাজে প্রশ্ন। পুরাই ননসেন্স। ব্যাখ্যা করি:-

১৯৭৫ সালের ৭ নভেম্বর বিপ্লব হয়েছে। সিপাহী-জনতা সরাসরি অস্ত্র হাতে তুলে নিয়েছে। জিয়াকে মুক্ত করে সরাসরি ক্ষমতার দখল নিছে। সেনা-আমলা-বিচার বিভাগ সব কিছুর নিয়ণ্ত্রণ নিয়ে নিছে। এই জন্য সেটা ছিল সিপাহী-জনতার বিপ্লব।

এবার আমরা গণঅভ্যুত্থান করেছি। এটা কোন বিপ্লব না। ফলে এটার ম্যানডেট অটো তৈরি হয়ে গেছে বলে যে সব ডুগডুগি বাবা ও ভারত বিরোধী ভারতীয় কুলাঙ্কাররা প্রচার করছেন তারা আপনাদের ক্ষতি করছেন। গণঅভ্যুত্থানকে বিপ্লব মনে করে আপনি যে উদাহরণ দিচ্ছেন তা মিস ফিট হচ্চে। আপনাকে বিপ্লবই করতে হবে নইলে ইজ্জত থাকবে না ব্যপারটা এমন না। গণঅভ্যুত্থানও আপনার গৌরব এতোটুকু কমায় নাই। আপনি হিরো। বীর। ভন্ডদের উম্মাদনায় কান দেয়ার দরকার নাই। বিপ্লভ হওয়ার জন্য যে সব প্রতিষ্ঠানের নিয়ণ্ত্রণ নিজের হাতে নেয়া দরকার তার কোন কিছুই আপনাদের হাতে নাই। এই জন্য এটা অভ্যুত্থান। এটা খুবই টেক্স্রটবুক ডেফিনেশন। এখানে তর্ক করা মানে উজবুকের মতো আচরণ করা হবে। বিস্তারিত আর না বলি।

ফলে এটা কে জিয়ার সময়ের সাথে তুলনা করা একদমই অন্যায় হবে। তার পরেও জিয়া একটা জনমত যাচাই করেছেন। যেটাকে নিন্দুকরা হ্যা, না ভোট বলেন। আর জিয়া ৭১ সালেই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে ঐতিহাসিক দায়িত্ব পালন করে রেখেছিল। তার প্রতি সবার শ্রদ্ধা ও ভালোবাসা ছিল। তার সততার বিষয়ে শত্রুরাও সাক্ষ্য দিতো। রণাঙ্গণের যোদ্ধারা তখনও তরুণ ও জিয়ার জন্য অস্ত্র হাতে নিতে প্রস্তুত। কিন্তু তিনি ক্ষমতায় এসেই সারা দেশের মানুষকে রাষ্ট্র গঠনে সংযুক্ত করেছেন। যোগ্য লোকদের হাতে- পায়ে ধরে দেশে এনেছেন। আর আপনারা কিছু এনজিও লর্ডদের ডেকে এনেছেন। ফলে সেই প্রেক্ষিত এর সাথে তুলনা করার কোন মানে হয় না। এটা গেল একটা দিক।

অন্যদিকে, আপনারা যে সরকার গঠন করেছেন তার ম্যানডেট গণঅভ্যুত্থান। কিন্তু আপনারা যদি এখন এই অভ্যুত্তানকেই রাজনীতি বা এতেই রাজনৈতিক বন্দোবস্ত হয়ে গিয়েছে- মনে করেন তাইলে সেটা হবে রাজনীতিহীন ক্ষমতা। এবং যে কোন রাজনীতিহীন ক্ষমতা একটি *ফ্যা.... সি...বা...দি প্রবণতা।

আপনাদের রাজনীতি করতে হবে। অবশ্যই রাজনীতি করতে হবে। আমাদের রাজনীতি লাগবে। আপনাদেরই এগিয়ে আসতে হবে। কিন্তু সেটা হবে স্বচ্ছ। জেন-জির ইনোসেন্ট স্পিরিটের মতোন। নাগরিক ভিত্তিক একটা দেশ গঠনে আপনাদের দায়িত্ব নিতে হবে। আমাদের পুরানা রাজনীতি সফল হলে বাচ্চাদের জিবন দিতে হতো না। ফলে আমাদের রাজনীতি ঠিক আছে এটা আমি বলবো না। ঠিক নাই। রাজনীতি যদি ঠিক না হয় মানে পুরানা দলগুলা যদি এখান থেকে ঠিক না হয় আমাদের নতুন রাজনীতি লাগবে। আপনারা এগিয়ে আসুন।

নতুন ঐতিহাসিক কর্তাসত্ত্বা হিসেবে এগিয়ে আসুন। কিন্তু তার জন্য সমাজে একটা রাজনীতি প্রপোজ করতে হবে। যেই রাজনীতির সাপেক্ষে জনতা আপনাদের পিছনে ঐক্যবদ্ধ হবে। রাজনীতির খবর নাই দল নিয়া উতলা হলে এটা পুরানা খাসিলত থেকে বের হতে পারবে না।

বারবার জিয়া কথা বলেন। জিয়া আগে রাজনীতি করেছেন। মানে কোন ধরণের রাজনীতি করবেন সেটা আগে সমাজে হাজির করেছেন। তার পরে দল করেছেন। বা সেই রাজনীতিই নতুন দল তৈরি করেছে। রাজনীতির খবর নাই দলাদলি নিয়ে বিজি হলে পরিণতি পুরাতনগুলার চেয়ে ভিন্ন কিছু হবে না।
আর আপনারা যে জিয়াকে বারবার মেনশন করছেন এটাই সত্যের ফিরে আসার প্রমাণ। বিএনপি জিয়ার যোগ্য না কলে জিয়ার কিছু যায় আসে না। ইতিহাস যার যা প্রাপ্য তা দেয়। দেড়িতে হলেও দেয়।

আবারও বলি রাজনীতিকে অন্য কিছু দিয়ে রিপ্লেস করার চেষ্টা আত্মঘাতি। রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করতে হবে। সবাইকে ভালোবাসা।

03/12/2024

29/11/2024

আওয়ামীময় রাজনীতি ও নতুন বাংলাদেশের সামনের বিপদ:
জবান সম্পাদক, চিন্তক রেজাউল করিম রনি

22/11/2024

নূরুল করীরের বাড়তি পরিচয় দরকার নাই। বাংলাদেশে জনগনের পক্ষের চিন্তা ও মতামত উৎপাদনে তিনি বহুদিনের পরীক্ষিত চরিত্র। বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে বিরল, ব্যতিক্রম এই মানুষটি ইতিহাস ও দর্শনের একনিষ্ঠ অনুশীলনকারী। যার কিছু কিছু ছাপ তাঁর লেখা-লেখিতে পাওয়া যায়। নিউএজ পত্রিকার সম্পাদক পরিচয়ের বাইরেও তিনি লেখক ও চিন্তক হিসেবেও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তিনি জিবনে বহু সাক্ষাৎকার দিয়েছেন। কিন্তু এটি তার সবচেয় দীর্ঘতম ও বিস্তারিত সাক্ষাৎকার। ফ্যাসিবাদি শাসন আমল থেকে শুরু করে গণঅভ্যুত্থানের বিষদ বয়ানসহ অনেক জরুরী প্রসঙ্গে বেশ লম্বা সময় ধরে, জবানের তরফে আপনাদের জন্য এই আলাপটি করেছেন, জবান সম্পাদক; রেজাউল করিম রনি।

,

( প্রথম কমেন্টের লিঙ্কে ক্লিক করে পুরো লেখা পড়ুন)

"যে-কোনো প্রতাপশালী স্বৈরশাসকের গুলিভরা খুনি রাইফেলের চেয়ে ন্যায়পরায়ন গণতান্ত্রিক তারুণ্যের বুকে ঠাসা প্রতিবাদের বারুদ অ...
14/11/2024

"যে-কোনো প্রতাপশালী স্বৈরশাসকের গুলিভরা খুনি রাইফেলের চেয়ে ন্যায়পরায়ন গণতান্ত্রিক তারুণ্যের বুকে ঠাসা প্রতিবাদের বারুদ অনেক বেশি শক্তিমান"
-নূরুল কবীর

নূরুল কবীরের দীর্ঘতম বিশেষ সাক্ষাৎকারটি পড়তে চোখ রাখুন জবান-এর ফেসবুক পেজ ও জবান ম্যাগজিনের ওয়েব সাইটে। jobanmagazine.com

“আমরা যদি মোটাদাগে বুঝতে চাই মানুষ কেন আওয়ামী লীগ করে? তা হলে আমরা পাঁচটি কারণকে সামনে রাখতে পারি। এক.  রাজনৈতিকভাবে অশি...
29/10/2024

“আমরা যদি মোটাদাগে বুঝতে চাই মানুষ কেন আওয়ামী লীগ করে? তা হলে আমরা পাঁচটি কারণকে সামনে রাখতে পারি। এক. রাজনৈতিকভাবে অশিক্ষিত হওয়া। দুই. অনৈতিকতা বা গুন্ডামিকে পূজা করতে আপত্তি না থাকা। তিন. পরিবারের বা ব্যক্তিগত লোভের কারণে বা টাকার প্রয়োজনে। চার. মিথ্যা প্রপাগান্ডা, ইতিহাসের দলীয় বয়ান ও মিথ্যার উপর ঈমান বা বিশ্বাস রাখার ফলে। পাঁচ. লীগ করে নাই, আসলে লীগ সেজে ছিল।”

“দ্রুত পরির্বতনশীল সমাজে, আধুনিক বিশ্বের বিভিন্ন কৌশলী আক্রমণের সামনে আত্মসত্তা হারাবার সমস্যাটির জন্য স্বৈরত....

29/10/2024

“মনে রাখতে হবে- বাংলাদেশে আগামী দিনে রাজনীতি তৈরি হবে আওয়ামী লীগ বিষয়ে কে কি অবস্থান গ্রহণ করছেন মানে আওয়ামী লীগ প্রশ্নটিকে কে কতোটা কার্যকর ভাবে ডিল করছেন – তার উপরই আগামীর রাজনীতি নির্ভর করবে।”

প্রথম কমেন্ট থেকে লেখাটি পড়ুন ও অন্যদের পড়ার সুবিধার জন্য শেয়ার করুন।

Address

Khagrachhari

Alerts

Be the first to know and let us send you an email when Joban posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Joban:

Share