16/05/2025
কবরের প্রথম রাত — তুমি প্রস্তুত তো?
জীবনে আমরা অনেক রাত কাটিয়েছি—পরিবারের সঙ্গে, বন্ধুদের সঙ্গে, একা একা, দুশ্চিন্তায়, আনন্দে। কিন্তু এমন একটি রাত আছে, যেটা সবার জীবনে আসবেই।
“কবরের প্রথম রাত।”
কেউ পাশে থাকবে না, না মা, না বাবা, না সন্তান, না বন্ধু। থাকবে শুধু একটা আঁধার, মাটি, আর... নিজের আমল।
তানজিম ছিল শহরের সফল এক তরুণ ব্যবসায়ী। দুনিয়ার সমস্ত স্বপ্ন যেন তার হাতের মুঠোয়। কিন্তু এক রাতে হঠাৎ হার্ট অ্যাটাক—মাত্র ৩৫ বছর বয়সে মৃত্যু। সবাই দাফন করল, জানাজা পড়ল, চোখের পানি ফেলল... তারপর সবাই চলে গেল।
আর শুরু হলো তানজিমের “প্রথম রাত”।
একটি হাদীসে বলা হয়েছে:
"কবর মানুষকে এমন চাপ দেয়, যে ভালো মানুষও চাপে তার পাঁজরের হাড় একে অপরের উপর উঠে যায়।"
(তিরমিজি)
তানজিম শুনতে পেল, কেউ প্রশ্ন করছে:
“তোমার রব কে?”
“তোমার দ্বীন কী?”
“তোমার নবী কে?”
সে চুপ। কারণ জীবনে নামাজকে সময় দেয়নি, কুরআনকে স্পর্শ করেনি, ঈমান নিয়ে কখনও চিন্তাও করেনি।
তার উত্তর ছিল না।
আযাব শুরু হলো...
বন্ধু, একদিন আমাদেরও সেই রাত আসবে।
সেই রাত, যেখানে আলো জ্বলবে না—জ্বলবে শুধু আমাদের আমলের নূর।
নামাজ, কুরআন, সৎ কাজ—এসবই হবে একমাত্র সঙ্গী।
প্রশ্ন একটাই: তুমিও কি সেই রাতের জন্য প্রস্তুত?
আজ একটা নামাজ মিস করো না। একটা গুনাহ থেকে ফিরে এসো। কারণ কেউ জানে না, কখন তার "শেষ সূর্যাস্ত" হবে।