
16/07/2025
শ্রীমঙ্গল ট্যুর
প্যাকেজ: ১ রাত ২ দিন (৩১ শে জুলাই ২০২৫)
প্যাকেজ মূল্য: ৫,৫০০/= (প্রতি জন, সর্বনিম্ন ৮ জন)
বুকিং মানি: ৩,০০০/=
বুকিংয়ের জন্য যোগাযোগ করুন: ০১৩৪৩৪৪৭৭০৭
বুকিংয়ের শেষ তারিখ: ২৫শে জুলাই, ২০২৫
দিন ০:
৩১শে জুলাই রাত ১২টায় আরামবাগ থেকে বাসে করে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে আমাদের রাতভর যাত্রা শুরু হবে।
দিন ১:
সকালে আমরা "শান্তিবাড়ি" রিসোর্টে চেকইন করব। ফ্রেশ হওয়ার পর সকালের নাস্তা সেরে 'লাউয়াছড়া রেইন ফরেস্ট,মাধবপুর লেক, শ্রীমঙ্গল শহর ও 'সিতেষ বাবু চিড়িয়াখানা দেখার জন্য যাত্রা শুরু করব। এরপর রিসোর্টে ফিরে এসে আমরা রিসোর্টের আশেপাশে ঘোরাফেরা করতে পারব। রাতে আমাদের বারবিকিউ ডিনার থাকবে এবং রিসোর্টেই রাত্রিযাপন।
দিন ২:
সকালে নাস্তা করার পর আমরাকিছু চা বাগানও দেখব। ঢাকার উদ্দেশ্যে সরাসরি যাত্রা শুরু করব। যাত্রাপথে আমরা সন্ধ্যার নাস্তা পাব।
খাবারের তালিকা:
সকালের নাস্তা: পরোটা, ডাল, সবজি, ডিম, মিনারেল ওয়াটার ও চা।
দুপুরের খাবার: সাদা ভাত, ভর্তা (১ বা ২ পদ), সবুজ সবজি, মিক্সড ভেজিটেবল, চিকেন অথবা ফিশ কারি, ডাল, সালাদ ও মিনারেল ওয়াটার।
রাতের খাবার (বারবিকিউ): পরোটা, চিকেন বারবিকিউ, সবজি, ডেজার্ট অথবা সফট ড্রিংকস, মিনারেল ওয়াটার।