
19/09/2025
প্রিয় স্ত্রীর বিশ্বাসঘাতকতা, নিস্তেজ করে দিল এক তরতাজা স্বামীকে😭!!
যে স্ত্রী কে ভালোবেসে বুকের ভিতর আগলে রেখেছিল,সেই বুকটাতেই,সেই কলিজাতেই বিষাক্ত বিশ্বাসঘাতকতার তীর বসিয়ে দিল তার স্ত্রী😭!
তাই তো স্ত্রী কে ছেড়ে, এ পাষাণ দুনিয়া ছেড়ে অভিমানে চিরতরে চলে গেল সে!
সন্দেহ বশত: স্ত্রীর পিছু নেয় সে।
একসময় দেখে তারই প্রিয় স্ত্রী অন্য পুরুষের সাথে!!
কোন প্রতিবাদ না।কোন কথা না।
বুকে প্রচণ্ড ব্যথা চেপে ধরে তাকে!!
কোনভাবেই সে আর দাঁড়িয়ে থাকতে পারে না!
বিশ্বাস ভঙ্গ হয়ে নিঃশ্বাসে কষ্ট হয় তার!
স্ত্রী ছুটে আসে। বারবার ক্ষমা চায়।
কিন্তু স্ত্রীর সাথে তার আর কোন কথা হয় না।
চিরদিনের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তার😭😭!
স্ত্রী কে আর কোন সুযোগ না দিয়ে সে অনন্তকালের জন্য বিশ্বাসঘাতিনীকে ছেড়ে চলে যায় 😭!