ツ Amir Tripura ツ

ツ Amir Tripura ツ অশান্ত পাহাড়ের সাহসী বীর 🫅

02/10/2025
এক বোনের ধর্ষণের বিচার চাইতে গিয়ে সেনাবাহিনীর গুলিতে লুটিয়ে পড়ে আরেক বোন। ভাইয়েরা গুলিবিদ্ধ হয়, সেটলারদের সশস্ত্র আক্রমণ...
28/09/2025

এক বোনের ধর্ষণের বিচার চাইতে গিয়ে সেনাবাহিনীর গুলিতে লুটিয়ে পড়ে আরেক বোন। ভাইয়েরা গুলিবিদ্ধ হয়, সেটলারদের সশস্ত্র আক্রমণে ক্ষতবিক্ষত হয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে দাঁড়ানো টগবগে প্রাণগুলো। পুড়ে যায় ঘরবাড়ি-দোকানপাত, বিচারের দাবি পুড়ে ছাই হয়ে উড়ে যায়, কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো পাহাড়!
বাবারা দৌঁড়ে চলে রক্তাক্ত সন্তানদের কোলে নিয়ে, তাদের যন্ত্রণাময় ছটফটানি আর আর্তনাদে ভারী হয়ে যায় গুইমারা। পাহাড়ের বুক ভরে যায় রক্তের স্রোতে, যেন অন্যায়-অবিচারের উত্তাল জোয়ারে ভেসে যাচ্ছে সমগ্র পাহাড়।

শুধু একটি ধর্ষণের ন্যায়বিচার চাওয়ার কারণে!

২৮ সেপ্টেম্বর, ২০২৫
পার্বত্য চট্টগ্রাম

In the Chittagong Hill Tracts, incidents of violence surrounding demands for justice reveal the disproportionate and brutal nature of state and settler responses. When calls for accountability were raised following the r**e of an Indigenous girl(12) on the 23rd of September, 2025 subsequent protests were met with military gunfire, leaving many fatally wounded, injured, and many young protestors who sought to resist injustice became victims of armed settler attacks.

The violence extended beyond individuals to the destruction of community infrastructure: homes and shops were set ablaze, symbolizing not only material loss but also the erosion of the remaining prospects for justice. The pervasive smoke over the hills became emblematic of systemic impunity and the silencing of dissent.

Amidst this, fathers were seen carrying their wounded children, whose cries of pain underscored the intergenerational trauma being inflicted upon the Indigenous population. The bloodshed, metaphorically described as a flood sweeping across the hills, represents the pervasive tide of structural violence and oppression experienced by these marginalized communities.

This sequence of events underscores a critical reality: that the pursuit of justice in cases of sexual violence against Indigenous women is often met with communal attacts.

28 September 2025
Chittagong Hill Tracts, Bangladesh

এই দেখ খানকির পোলাদের কাজ,,
28/09/2025

এই দেখ খানকির পোলাদের কাজ,,

খাগড়াছড়ি,  গুইমারা রামসু বাজার ভয়াবহ পরিস্থিতিটা কেউ দেখছেনা, চুখ থাকতে অন্ধ, কান থাকতে কানা, মুখ থাক্তেও বুবা!প্রিয় প...
28/09/2025

খাগড়াছড়ি, গুইমারা রামসু বাজার ভয়াবহ পরিস্থিতিটা কেউ দেখছেনা, চুখ থাকতে অন্ধ, কান থাকতে কানা, মুখ থাক্তেও বুবা!
প্রিয় পাহাড় সংগঠন বৃন্দগন( jss/updf) এভাবে দেখে থাকলে এক সময় তোমাদের সংগঠনের অস্থিত্বতা হারাবে।

আজকের খাগড়াছড়ি অবস্থা ঠিক এই রকম হয়েছে।
28/09/2025

আজকের খাগড়াছড়ি অবস্থা ঠিক এই রকম হয়েছে।

খাগড়াছড়িতে সেটলার বাঙ্গালিরা প্রকাশ্যে পাহাড়িদের উপর গুলি মারছে দেখুন।ছবিতে ভালো ভাবে লক্ষ্য করে দেখুন কারা বন্দুক ব্য...
28/09/2025

খাগড়াছড়িতে সেটলার বাঙ্গালিরা প্রকাশ্যে পাহাড়িদের উপর গুলি মারছে দেখুন।ছবিতে ভালো ভাবে লক্ষ্য করে দেখুন কারা বন্দুক ব্যবহার করেছে🤭এইদের কে কি আইনের লোকেরা দেখে না ,, এই বন্দুক ধরার সাহস কোথায় থেকে পাই এরা,,,

অপপ্রচার আর গুজবে বিশ্বাস করবেন না।💪💪💪🫵 সেটলার সংগঠন গুলো অপপ্রচার এবং গণধর্ষণের ঘটনা দামাচাপা দেওয়ার চেষ্টা করছে।
27/09/2025

অপপ্রচার আর গুজবে বিশ্বাস করবেন না।
💪💪💪🫵 সেটলার সংগঠন গুলো অপপ্রচার এবং গণধর্ষণের ঘটনা দামাচাপা দেওয়ার চেষ্টা করছে।

খাগড়াছড়ি সদরে উপজেলা সংলগ্ন বা অন্যান্য এলাকায় পাহাড়িদের দ্বারা কোনো মসজিদ ভাঙচুরের ঘটনা ঘটেনি। যেখানে মসজিদের অবস্থান...
27/09/2025

খাগড়াছড়ি সদরে উপজেলা সংলগ্ন বা অন্যান্য এলাকায় পাহাড়িদের দ্বারা কোনো মসজিদ ভাঙচুরের ঘটনা ঘটেনি। যেখানে মসজিদের অবস্থান সেখান থেকে পাহাড়ি ছাত্র-জনতা অনেক দূরে ছিল। পাহাড়িরা যেকোন ধর্মীয় স্থাপনার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। সেটলাররা সুপরিকল্পিতভাবে মসজিদের কিছু গ্লাস ভাঙচুর করে নাটক মঞ্চস্ত করে মানুষের ধর্মীয় আবেগকে উসকিয়ে দিচ্ছে।

আমাদের সমাজকে পাল্টাতে হবে। সমাজ পাল্টালে দেশ পাল্টাতে বাধ্য। পাহাড়ী বাঙালি এই বিভাজনগুলো ভুলে আমাদের এক হয়ে সকল ন্যায়সঙ...
27/09/2025

আমাদের সমাজকে পাল্টাতে হবে। সমাজ পাল্টালে দেশ পাল্টাতে বাধ্য। পাহাড়ী বাঙালি এই বিভাজনগুলো ভুলে আমাদের এক হয়ে সকল ন্যায়সঙ্গত আন্দোলনে আমাদের কণ্ঠস্বর জারি রাখতে হবে। শুধু সম্প্রীতির কথা বললে হবে না। সম্প্রীতিকে চর্চা করতে হবে। আমাদের শুধু বাংলাদেশের কথা বললে হবে না, বাংলাদেশে অবস্থিত পার্বত্য চট্টগ্রামের কথা বলতে হবে।

এই আবাল গুলো কেন অশান্তি করতে আছে
27/09/2025

এই আবাল গুলো কেন অশান্তি করতে আছে

আমি চাইনা আগামীকাল আরেকবার গতবছরের সেপ্টেম্বর ফিরে আসুক।‌ সবাই নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকবেন। শান্তিপূর্ণ ও নিয়মতান্ত...
27/09/2025

আমি চাইনা আগামীকাল আরেকবার গতবছরের সেপ্টেম্বর ফিরে আসুক।‌ সবাই নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকবেন। শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে সমাবেশ করবেন, কোনো ধরণের হাতাহাতি, ভাঙচুরের দরকার নেই। আপনাদের সাথে অনেকেই ঝামেলা করতে আসবে, তাদের কলহ সৃষ্টির সুযোগ করে দিয়েন না। একতাবদ্ধ হয়ে থাকবেন। কেউ কাউকে ফেলে যাবেন না।

Address

Sindukchari Road
Khagrachhari

Website

http://www.facebook.com/

Alerts

Be the first to know and let us send you an email when ツ Amir Tripura ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share