
28/07/2025
ব্রেকিং নিউজ 😭
থাইল্যান্ডের রইএত প্রদেশে শতবর্ষী বৌদ্ধ বিহার ভয়াবহ অগ্নিকাণ্ড। 🇹🇭
থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় রইএত প্রদেশের ফানম ফ্রাই জেলায় অবস্থিত শতবর্ষ প্রাচীন পবিত্র বৌদ্ধ বিহার ওয়াত বান ফোচাই আজ ভয়াবহ এক অগ্নিকাণ্ডের কবলে পড়ে।
ধর্মীয় ইতিহাস ও সংস্কৃতির অমূল্য স্মারক এই মন্দিরটি মুহূর্তেই আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায়।
এই প্রাচীন মন্দিরটি শুধু একটি উপাসনালয় নয়, এটি ছিল এলাকার বৌদ্ধ জনজীবনের আধ্যাত্মিক কেন্দ্র, বহু প্রজন্মের স্মৃতিবিজড়িত এক প্রাণস্পর্শী স্থাপনা।
স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের সময় সেখানে ভিক্ষু ও স্থানীয় কিছু উপাসক উপস্থিত ছিলেন, তবে এখনো হতাহতের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এখনো স্পষ্ট নয় কীভাবে আগুনের সূত্রপাত হয়, তা বৈদ্যুতিক শর্টসার্কিট, কোনো দীপ, বা অন্য কোনো কারণ তদন্ত চলছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই মর্মান্তিক ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই দেশ-বিদেশের বৌদ্ধ সম্প্রদায়ের মাঝে নেমে আসে গভীর শোকের ছায়া।
অনেকেই নিজেদের স্মৃতিচারণ করে পোস্ট দিয়েছেন বিহারটির আধ্যাত্মিক ঐতিহ্য ও শান্তির আবহ নিয়ে।
[ছবি এবং তথ্যসূত্র ইন্টারনেট]