23/08/2025
শ্রীমতি রাধারাণীর আবির্ভাব রহস্য এবং কেন তিঁনি নয়ন খুলে কাউকে দর্শন করেননি!!
শ্রীমতি রাধারাণী যখন বৃন্দাবনের রাভেল গ্রামে আবির্ভূত হোন, তখন তিঁনি দিব্য রূপে আবির্ভূতা হলেও তাঁর চোখ মেলেন নি।।
শাস্ত্র অনুযায়ী, শ্রীমতি রাধারাণীর আবির্ভাবের মূল উদ্দেশ্য ছিল ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তাঁর চিরন্তন প্রেমলীলা প্রকাশ করা।। তাই রাধারাণী দৃঢ় সংকল্প করেছিলেন —
✦ তিনি পৃথিবীতে চোখ খুলবেন না,
✦ যতক্ষণ না তাঁর প্রিয়তম, ভগবান শ্রীকৃষ্ণ তাঁকে দর্শন দেবেন।।
🔸"ব্রহ্ম বৈবর্ত পুরাণ" (প্রকৃতি খণ্ড, অধ্যায় ৪৭) তে উল্লেখ আছে—
"শ্রীকৃষ্ণ দর্শন ব্যতীত রাধিকা নয়ন উন্মীলন করেন নি।"
🔸"গর্গ সংহিতা" তে বলা হয়েছে:
“রাধিকা ভগবান কৃষ্ণের সঙ্গে লীলা প্রকাশ করবার জন্য অবতীর্ণা। তিনি কেবলমাত্র কৃষ্ণ দর্শনেই নয়ন প্রসার করেন।।”
অর্থাৎ, রাধারাণী জন্মের পর দিব্যভাবে কৃষ্ণপ্রেমে নিমগ্ন ছিলেন।। তাই শ্রীকৃষ্ণ যখন প্রথমবার যশোদামাতা কোলে নিয়ে রাধার কূলে এলেন,তখনই রাধারাণী প্রথমবার নয়ন উন্মীলন করলেন।।
🔴 এইভাবে শ্রীমতি রাধারাণী আমাদের শেখালেন —
👉 “প্রেমের আসল উদ্দেশ্য কেবল ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করা ও তাঁর সেবা করা।।”
🔴ভক্তদের জন্য শিক্ষা:
আমাদের জীবনেও চোখ মেলতে হবে কেবল কৃষ্ণভক্তির আলোয়, অন্য কিছুতে নয়।।
জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ🙏🏻