Lipi Dev Nath

Lipi Dev Nath সনাতন ধর্মীয় পেইজ বলে কি আপনারা সাপোর্ট করবেন না 🙏

শ্রীমতি রাধারাণীর আবির্ভাব রহস্য এবং কেন তিঁনি নয়ন খুলে কাউকে দর্শন করেননি!! শ্রীমতি রাধারাণী যখন বৃন্দাবনের রাভেল গ্রাম...
23/08/2025

শ্রীমতি রাধারাণীর আবির্ভাব রহস্য এবং কেন তিঁনি নয়ন খুলে কাউকে দর্শন করেননি!!
শ্রীমতি রাধারাণী যখন বৃন্দাবনের রাভেল গ্রামে আবির্ভূত হোন, তখন তিঁনি দিব্য রূপে আবির্ভূতা হলেও তাঁর চোখ মেলেন নি।।
শাস্ত্র অনুযায়ী, শ্রীমতি রাধারাণীর আবির্ভাবের মূল উদ্দেশ্য ছিল ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তাঁর চিরন্তন প্রেমলীলা প্রকাশ করা।। তাই রাধারাণী দৃঢ় সংকল্প করেছিলেন —
✦ তিনি পৃথিবীতে চোখ খুলবেন না,
✦ যতক্ষণ না তাঁর প্রিয়তম, ভগবান শ্রীকৃষ্ণ তাঁকে দর্শন দেবেন।।

🔸"ব্রহ্ম বৈবর্ত পুরাণ" (প্রকৃতি খণ্ড, অধ্যায় ৪৭) তে উল্লেখ আছে—

"শ্রীকৃষ্ণ দর্শন ব্যতীত রাধিকা নয়ন উন্মীলন করেন নি।"

🔸"গর্গ সংহিতা" তে বলা হয়েছে:

“রাধিকা ভগবান কৃষ্ণের সঙ্গে লীলা প্রকাশ করবার জন্য অবতীর্ণা। তিনি কেবলমাত্র কৃষ্ণ দর্শনেই নয়ন প্রসার করেন।।”

অর্থাৎ, রাধারাণী জন্মের পর দিব্যভাবে কৃষ্ণপ্রেমে নিমগ্ন ছিলেন।। তাই শ্রীকৃষ্ণ যখন প্রথমবার যশোদামাতা কোলে নিয়ে রাধার কূলে এলেন,তখনই রাধারাণী প্রথমবার নয়ন উন্মীলন করলেন।।

🔴 এইভাবে শ্রীমতি রাধারাণী আমাদের শেখালেন —
👉 “প্রেমের আসল উদ্দেশ্য কেবল ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করা ও তাঁর সেবা করা।।”

🔴ভক্তদের জন্য শিক্ষা:
আমাদের জীবনেও চোখ মেলতে হবে কেবল কৃষ্ণভক্তির আলোয়, অন্য কিছুতে নয়।।

জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ🙏🏻

শুভ দুপুরের  শুভেচ্ছা 🌹🌹🌹লাল গোলাপে মধ্যে ও হরে কৃষ্ণ নামে রাধা রানি নামে যা নাই 🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🦚🦚🦚🦚🦚...
21/08/2025

শুভ দুপুরের শুভেচ্ছা 🌹🌹🌹লাল গোলাপে মধ্যে ও হরে কৃষ্ণ নামে রাধা রানি নামে যা নাই 🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🦚🦚🦚🦚🦚🦚
゚viralシviralシfypシ゚viralシalシ

Maa syamsundori 🌺
21/08/2025

Maa syamsundori 🌺

আজকে শ্রী শ্রী মনসা পূজা 🙏🌸🪷জয় মা মনসা 🪷🌸🙏
17/08/2025

আজকে শ্রী শ্রী মনসা পূজা 🙏🌸🪷জয় মা মনসা 🪷🌸🙏

17/08/2025

আমাদের আজকের নিবেদন হলো 🙏❤🙏।।
ভগবান শ্রীকৃষ্ণ তাঁর ভক্তের দাসের দাস হয়।।

শ্রীকৃষ্ণ বলেছেন-“যে করে আমার আশ/আমি করি তার সর্বনাশ/তবু যদি না ছাড়ে সে আমার আশ/আমি হই তার দাসের দাস -🌹

অর্থাৎ যিনি কৃষ্ণ কে কামনা করেন বা কৃষ্ণ কে পাওয়ার অভিলাষ করেন, কৃষ্ণ প্রথমে তার সর্বনাশ করে তার পরীক্ষা নিয়ে থাকেন। এরপর ও যদি কেউ কৃষ্ণকে পাওয়ার আশা করে কৃষ্ণ তখন সেই ভক্তের দাসের ও দাস হন।🌹
যেমন শ্রীরাধা রানী শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ ভক্ত। কেউ যদি রাধারাণীর কৃপা লাভ করে সে খুব দ্রুত ই কৃষ্ণকে পেয়ে থাকেন। আবার মহাভারতের পঞ্চপান্ডব কে কত খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তবুও তারা কৃষ্ণকে ছাড়েননি। চরম সংকটের মধ্যেও দ্রৌপদী কৃষ্ণের নাম নিয়েছেন।🌹 কুন্তি বলেছিলেন একবার-আমাকে যদি আরো কষ্ট পেতে হয় তাহলে আমি আরো কষ্ট পেতে রাজি কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবো না।কৃষ্ণ তুমি আমাকে ছেড়ে যেও না তার পরিবর্তে তুমি আমাকে আরো কষ্ট দাও।🌹
এরা শ্রীকৃষ্ণের ভক্ত। যখন কেউ শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে ওঠেন তখন তার মধ্যে আর কোন কষ্ট থাকে না। ভক্তের সকল কষ্ট কৃষ্ণ নিয়ে নেন। তাকে হরি বলা হয় কারণ তিনি হরণ করেন। 🌹

আমাদের দুঃখ-কষ্ট কেউ হরণ করেন আমাদের মনকে ও হরণ করেন। তাই যদি আপনি খুব কষ্টের মধ্য দিয়ে জীবন যাপন করে থাকেন তাহলে বলব এইটাই আপনার সময় কৃষ্ণ নাম করার। 🌹অনেক মানুষ এমন আছে যারা জীবনের শোক-তাপ পেয়ে ঠাকুরের-মূর্তি ফেলে দেয়। অনেকে এমন আছে যারা শোক তাপ থেকে শিক্ষা নিয়ে ঠাকুর কেই আঁকড়ে ধরে। 🌹
যারা জীবনের যন্ত্রণার মধ্যেও শ্রীকৃষ্ণের চরণ কে আঁকড়ে ধরেন হরিনাম করেন তারা খুব শীঘ্রই নিজেদের সমস্ত সংকট কাটিয়ে উঠবেন-এটি শুধুমাত্র আমার বিশ্বাস নয়। নিজের সমগ্র জীবন দিয়ে আমি এই শিক্ষায় লাভ করেছি।🌹

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে🙏
জয় রাধে 🙏💞🌹
゚viralシviralシfypシ゚viralシalシ

শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সবাইকে 🥰🙏🥰
16/08/2025

শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সবাইকে 🥰🙏🥰

“হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে; গোপেশ গোপীকা কান্ত রাধা কান্ত নমহস্তুতে!!” জন্মাষ্টমীর পুণ্যলগ্নে সকল ভক্তগণ এবং...
16/08/2025

“হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে; গোপেশ গোপীকা কান্ত রাধা কান্ত নমহস্তুতে!!” জন্মাষ্টমীর পুণ্যলগ্নে সকল ভক্তগণ এবং সাধারণ মানুষকে জানাই ভালোবাসা, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন !! জয় শ্রী কৃষ্ণ🦚🙏🌺 !!!

✅ আগামীকাল ১৬ ই আগস্ট রোজ শনিবার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম জন্ম তিথি।🙏 একটি জন্মাষ্টমী ব্রত কোটি একাদশী ব্রতের  ...
15/08/2025

✅ আগামীকাল ১৬ ই আগস্ট রোজ শনিবার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম জন্ম তিথি।🙏 একটি জন্মাষ্টমী ব্রত কোটি একাদশী ব্রতের সমান। তাই সবাই ব্রত রাখার চেষ্টা করবেন। অসুস্থ ব্যক্তিরা একাদশীর মতো অনুকল্প প্রসাদ (ফল,জল)গ্রহণ করতে পারেন। তবে তেল জাতীয় খাবার বর্জন। হরিবোল🙏

✅জন্মাষ্টমী ব্রতের সংকল্প মন্ত্রঃ

" অদ্য স্থিত্বা নিরাহারঃ শ্বোভূতে পরমেশ্বর।
ভোক্ষ্যামি দেবকী পুত্র অস্মিন জন্মাষ্টমী ব্রতে।।

অদ্য স্থিত্বা নিরাহারঃ সর্ব ভোগ বিবর্জিতঃ
ভোক্ষ্যে অহং পুন্ডরীকাক্ষ শরণং মে ভবাচ্যুত।। "

✅ অনুবাদ
হে পরমেশ্বর! হে দেবকী নন্দন!আমি অদ্য (আজ)
জন্মাষ্টমী ব্রতে উপবাসী থাকিয়া পরদিন আহার করিব।
হে পুন্ডরীকাক্ষ! অদ্য সর্বভোগ বর্জন পূর্বক উপবাসী থাকিয়া কল্য (কাল) আহার করিব। হে অচ্যুত! আপনি শরণস্থান হোন।
( ভবিষ্যোত্তর পুরাণ)

বি.দ্র. ভুল ত্রুটি মার্জনা করবেন🙏হরিবোল। ゚viralシviralシfypシ゚viralシalシ

🌸 কৃষ্ণ জন্মাষ্টমী আসছে 🌸১৬ আগস্ট, শুভ জন্মাষ্টমীর পবিত্র দিনে আমরা স্মরণ করব ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব।ধর্ম রক্ষার জন্...
15/08/2025

🌸 কৃষ্ণ জন্মাষ্টমী আসছে 🌸
১৬ আগস্ট, শুভ জন্মাষ্টমীর পবিত্র দিনে আমরা স্মরণ করব ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব।
ধর্ম রক্ষার জন্য, প্রেম ও সত্য প্রতিষ্ঠার জন্য তিনি এসেছিলেন এই পৃথিবীতে।

💠 তিনি শিখিয়েছেন— অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও
💠 সত্যের পথে থেকো
💠 আর ভক্তি ও প্রেমকে জীবনের আলো করো

🙏 আসুন, এই জন্মাষ্টমীতে আমরা শ্রীকৃষ্ণের বাণীকে হৃদয়ে ধারণ করি।
জয় শ্রীকৃষ্ণ 💛✨

🌸✨ জয় মা লক্ষ্মী ✨🌸🌼 শ্রীশ্রী লক্ষ্মীদেবীর অপরূপ রূপবর্ণনা 🌼শাস্ত্রে বর্ণিত আছে—শ্রী লক্ষ্মীদেবী স্বয়ং ভগবান নারায়ণের...
14/08/2025

🌸✨ জয় মা লক্ষ্মী ✨🌸

🌼 শ্রীশ্রী লক্ষ্মীদেবীর অপরূপ রূপবর্ণনা 🌼

শাস্ত্রে বর্ণিত আছে—শ্রী লক্ষ্মীদেবী স্বয়ং ভগবান নারায়ণের বাম পদপদ্মে চিরকাল আসীন। তাঁর দেহ সোনার মতো দীপ্তিময়, যেন কোটি সূর্যের আভা একত্রিত হয়েছে। তাঁর মুখচন্দ্র সর্বদা করুণার হাসিতে শোভিত, নীলপদ্মের মতো বৃহৎ ও কোমল নয়ন প্রেমভরে ভক্তদের দিকে চেয়ে থাকে।

🌺 তিনি চতুর্ভুজা—প্রতিটি হাতে অদ্বিতীয় ঐশ্বর্যের প্রতীক। এক হাতে স্বর্ণমুদ্রা ঝরছে, যা ভক্তদের জীবনে সমৃদ্ধি ও কল্যাণ নিয়ে আসে; অন্য হাতে পদ্মফুল, যা শুচিতা ও আধ্যাত্মিক সৌন্দর্যের প্রতীক। বাকী দুই হাতে থাকে অশীর্বাদ প্রদান ও ভক্তদের রক্ষা করার ভঙ্গি।

💛 তাঁর পরিধান সোনালি রঙের দীপ্তিমান বস্ত্র, অলঙ্কারে সুশোভিত সমগ্র দেহ, গলায় রয়েছে মহামূল্যবান রত্নহার। তাঁর পদযুগল থেকে প্রবাহিত হয় শান্তি, ভক্তি, ধন, ঐশ্বর্য ও সর্বমঙ্গল।

📜 শ্রী লক্ষ্মী স্তোত্রে বলা হয়েছে—
"সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে
শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণী নমোস্তুতে"

🙏 যিনি মা লক্ষ্মীর চরণে ভক্তি সহকারে শরণ নেন, তাঁর জীবনে দারিদ্র্য, কষ্ট ও অশান্তি দূর হয়ে যায়, এবং চিরস্থায়ী ঐশ্বর্য ও আনন্দের সঞ্চার হয়।

🌷 হরে কৃষ্ণ, জয় মা লক্ষ্মী 🌷

14/08/2025

ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখে এবং সৎ পথে চলে ;তার জীবনে কোনো বাধা স্থায়ী হয় না 🥰🥰

ভালো মনে করা কোন কাজ, কখনো ব্যর্থ হয় না, আর তার ফল আপনি অবশ্যই পাবেন। 🥰হরে কৃষ্ণ 🥰
14/08/2025

ভালো মনে করা কোন কাজ, কখনো ব্যর্থ হয় না, আর তার ফল আপনি অবশ্যই পাবেন।
🥰হরে কৃষ্ণ 🥰

Address

Khagrachhari

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lipi Dev Nath posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share