Nipa's TiffinBox

Nipa's TiffinBox Ready To Food,Like home test & some unique foods ইউনিক আচার আর লোভনীয় খাবার মানেই টিফিন বক্স। পেটের ও মনের তৃপ্তি মেটায় টিফিন বক্স ��
(1)

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!
15/07/2025

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!

শুভ সন্ধ্যা.......... নীল কন্ঠি ময়ূরের পাখার মতো সুন্দর তুমিতোমায় নীলে বড্ড মানায়,ভালো লাগেভালোবাসা উপচে পড়ে বারবার তোমা...
14/07/2025

শুভ সন্ধ্যা..........

নীল কন্ঠি ময়ূরের পাখার মতো সুন্দর তুমি
তোমায় নীলে বড্ড মানায়,ভালো লাগে
ভালোবাসা উপচে পড়ে বারবার তোমার জন্য।।
তুমি যখন নীলে আবৃত হয়ে আমার কাছে আসো
আমার পুরো দেহ মেঘের মতো ঝনকার দিয়ে ওঠে।।
তুমি যখন নীল পড়ে তাকাও আমার মনে,
পুরো শরীর জুড়ে শিহরণ জাগে।।
নীল শুধু বিষের রঙ না,নীল হলো ভালোবাসার রঙ
তোমার রঙ,তোমায় কাছে পাওয়ার রঙ।।
নীল প্রজাপতি যেমন সত্য,নীল ভালোবাসাও সত্য
নীল তোমার আমার ভালোবাসায় জাদুর নেশা ধরায়
নীলে আমি মগ্ন থাকি তোমায় পাওয়ার আশায়।।
নীল আমায় পাগল করে, তোমার ভালোবাসায়
নীলে তুমি উজ্জ্বল, নীলে তুমি প্রতিমা
নীল তোমার বর্ণ,নীল তোমার সংঙ
নীল তোমার উঁকি ঝুকির বায়না ভোলানো ঝলকানি
নীল তোমার পরশের মায়ার সাক্ষী।।
নীলে আমায় টানে শুধু তোমায় দেখতে
নীলে তোমায় বেশ লাগে আমার দেখতে।।
নীল ভালোবাসা💙💙💙

#কবিতা #শুভসন্ধ্যা

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!Mohammad Khaled Harun, Rat Aries,...
14/07/2025

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Mohammad Khaled Harun, Rat Aries, Md Mamunur Roshid, Nirupama Acharjee, Shreya Dey

অসংখ্য অসংখ্য ধন্যবাদ সব্বাইকে ❣️🌹❣️আমাকে এত্তো এত্তো ভালোবাসার জন্য 💜❤️💜

শুভ সন্ধ্যা......…ছবি গুলো ২০১৯ ডিসেম্বর মাসের🙂🙃🙂আমি তখন অবুঝের রাজ্যে, তুই আমার কাছেএকদম আমার ভিতরে শরীর জুড়ে বসবাস তোর...
13/07/2025

শুভ সন্ধ্যা......…
ছবি গুলো ২০১৯ ডিসেম্বর মাসের🙂🙃🙂

আমি তখন অবুঝের রাজ্যে, তুই আমার কাছে
একদম আমার ভিতরে শরীর জুড়ে বসবাস তোর।।
আমি জানিও না,আমি কিছু টেরও পাই নি
শুধু ই ক্লান্ত শরীর, নতুন জীবন বললে ভুল হবে না।।
বিয়ের তখন ১৯মাস,১২দিন...

আর তুই ছিলো ১৮মাস থেকেই, কিন্তু আমি!!
আমি তো তখন অবুঝের রাজ্যে ঘুড়ছি,
কিন্তু, কেনো জানি একজন মানুষ কে বেশ মিস করছিলাম,
কে সে জানি না,বলতেও পারবো না।।
সাগরের মাঝে ভেসে যেতে মন চাইছিলো খুব
চিৎকার করে বলতে ইচ্ছা করছিলো খুব,
আমার না ভালো লাগছে না,আমি ক্লান্ত খুব ক্লান্ত।।

গিয়েছিলাম একটু হানিমুন নামের বিষয় টাকে বিশ্লেষণ করতে,
কিন্তু নিজেই বিশ্লেষণ হয়ে পড়েছিলাম।।
না ঘুরে বেরানো, না সমুদ্রের পানিতে ভেসে বেড়ানো
না হানিমুনের অর্থ বুঝা।।।
সবই ভেস্তে গেছে আমার,ফিরে এসেছি ঠিকানায়
তুই তখনও কিন্তু আমার কাছে,কিন্তু আমি অবুঝ।।

পুরনো ছবি দেখলে তোকে বড্ড মনে পড়ে
তোকে মিস করি,তোর জন্য অঝোরে কাঁদি
বেশিদিন কিন্তু ছিলি না আমার কাছে তুই,
এই তো কিছুদিন মাত্র।।
আমি জেনেছি তোর চলে যাওয়ার ১৬দিন আগে
এই ১৬দিন আমার কাছে ১৬টা মাসের সমান ছিলো।।
তুই জানিস আমি জানি,
এই ক'দিনে তুই আমায় অনেক কিছু শিখিয়েছিস
স্বপ্নের চাক বুনেছিলাম তোকে নিয়ে আমি।।
তোমার নিঃশ্বাসের ধুপুক ধুপুক শব্দ!!!
এখনো আমার কানে বাজে,কান ঘেষে বয়ে যায়
তোর গন্ধ,এখনো আমার মাঝে আছে,কিন্তু
কিন্তু তুই নেই,আর এলিও না হয়তো আসবিও না।।

তুই গিয়েছিস কিন্তু, আমার সমস্তটা নিয়ে
তোর প্রতিটা প্রশ্বাস এখনো বয়ে চলে আমার ভিতর
তোকে আমি দেখতে পাই,ধরতে চাই জড়িয়ে আঁকড়ে
তুই অনেক কষ্ট পেয়ে নিশ্চুপ আমায় না বলে চলে গেলি।।

তুই ছিলি তখনও, আছিস এখনো থাকবি সারাজীবন
তোকে নিয়ে স্বপ্ন দেখি আমি সারাক্ষণ।।
আসবি না আর জানি আমি,ভালো থাকিস তুই
তুই যে আমার শরীর জুড়ে, আলো আঁধার তুই।।
দেখা হবে একদিন নিশ্চয়ই, সেদিন বলবো সব
অপেক্ষা শুধু ক্ষণিকের মাত্র,প্রতিক্ষার ব্যাপার ঐই।।
তুই যে আমার পরম আপন,পরম সুখের নাম
তুই যে আমার যন্ত্রণার কারণ, ভালোবাসার নাম।।
ভালো থাকিস তুই.........
তুই............

#কবিতা #শুভসন্ধ্যা

শুভ সন্ধ্যা......... মন খারাপির সময় যখন খুব ব্যাথা হয়,ব্যাথা হয় হৃদয়ের ক্ষত ঘায়ে,যখন আর সহ্য হয় নাআমি ঠিক কোন দিশা না পে...
12/07/2025

শুভ সন্ধ্যা.........

মন খারাপির সময় যখন খুব ব্যাথা হয়,
ব্যাথা হয় হৃদয়ের ক্ষত ঘায়ে,যখন আর সহ্য হয় না
আমি ঠিক কোন দিশা না পেয়ে উপরে তাকাই
বিশাল আকাশের দিকে তাকিয়ে অঝোরে কাঁদি।।

কারণ আমার ব্যাথার চোটের বিশালতা আকাশ সমান
আমার কান্নার গরম নোনা পানি তীব্র ধারায় ঝরে তখন
আমি কাঁদি,খুব কাঁদি।।
কিন্তু আকাশের দিকে তাকিয়ে বিরবির করা কমে না
আমি কথা বলি একমাত্র তখন আমার সৃষ্টিকর্তা সাথে
আমার সমস্ত কষ্ট ব্যাথা আমি জানি না কি হবে,
আমি জানি না আর কতো যন্ত্রণা আমি সইবো,
কতদিন ই পাবো থাকবো এই কষ্ট নিয়ে অসহ্য ব্যাথায়
আমি জানি না আর কত কিছু দেখবো, শুনবো??

আকাশের বিশালতা দেখি না,দেখি আমার সৃষ্টিকর্তাকে
অজস্র কোটি অশ্রু টলটল করে আর আমি,
আমি সেই প্রতিটি না গোনা পানির ফোটার জবাব খুঁজি
জবাব চাই,জবাবের অপেক্ষায় থাকি।।

আমি জানি এই অসহ্য ব্যাথা নিয়ে আমার কিছু ই
আর পাওয়ার নেই,কোন স্বপ্ন বোনার নেই,কিন্তু!!
কিন্তু তাও আমি স্বপ্ন দেখি গভীর স্বপ্ন ইচ্ছা জাগে
পরক্ষণেই আতঙ্কে উঠি,বুঝি এসব বৃথা।।
আবার এও বিশ্বাস আমার সৃষ্টিকর্তা সব পারেন
মরা ডালেও ফুল দিতে পারেন,বিশাল আকাশে!"
আকাশে চান্দের আলো রাতে দিলে,ভোরে সূর্যের কিরণ
আকাশের রোদ মাখা আলো মুছে,বৃষ্টি ঝড়াতে পারেন
কি না সম্ভব উনার কাছে।।

আকাশ কেনো জানি আমার খুব পছন্দের
আকাশে তাকিয়ে থাকতে বেশ ভালো লাগে।।
ভালো লাগে বড্ড আকাশের দিকে তাকিয়ে বিরবির করতে।।
আকাশের প্রতিটি মুভমেন্ট ভালো লাগে,
মনে হয় আমার সৃষ্টিকর্তা আমায় শুনছে খুব কাছ থেকে,
মনে হয় আমি উপরে তাকালেই উনি আমায় দেখছে
আমায় সান্ত্বনা দিয়ে যাচ্ছে,ধৈর্য্য!!
খুব করে মনে হয়, আকাশ টা যেনো বানিয়েছেন
শুধুই আমার জন্য, শুধু ই আমাকে দেখার জন্য।।
শুধু ই উনার সাথে আমার কথা বলার জন্য
আমার দুঃখ্ ব্যক্ত করার জন্য, কষ্ট চাপা দেয়ার জন্য।।
কি অপূরূপ সুন্দর বিশাল আকাশের রঙ আকৃতি
ব্যাথার রঙ নীল তার আকাশ টাও নীল
বিষে বিষাক্ত হলে নীল রঙা হয়ে যায় শরীর
আকাশের রঙ টা ও তাই,এক এক সময় এক এক রকম।।
ব্যাথার ছটফটানি, সূর্যের গরমের ছটফটানির মতো
চোখের পানি,আকাশের বৃষ্টির পানির মতো।।
আর আমি ঠিক পুরো আকাশের মত.......

゚ ゚viralシypシ゚viralシhtag #কবিতা #শুভসন্ধ্যা #বিশালআকাশ

Address

Khilgaon

Telephone

+8801791548770

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nipa's TiffinBox posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nipa's TiffinBox:

Share