13/07/2025
শুভ সন্ধ্যা......…
ছবি গুলো ২০১৯ ডিসেম্বর মাসের🙂🙃🙂
আমি তখন অবুঝের রাজ্যে, তুই আমার কাছে
একদম আমার ভিতরে শরীর জুড়ে বসবাস তোর।।
আমি জানিও না,আমি কিছু টেরও পাই নি
শুধু ই ক্লান্ত শরীর, নতুন জীবন বললে ভুল হবে না।।
বিয়ের তখন ১৯মাস,১২দিন...
আর তুই ছিলো ১৮মাস থেকেই, কিন্তু আমি!!
আমি তো তখন অবুঝের রাজ্যে ঘুড়ছি,
কিন্তু, কেনো জানি একজন মানুষ কে বেশ মিস করছিলাম,
কে সে জানি না,বলতেও পারবো না।।
সাগরের মাঝে ভেসে যেতে মন চাইছিলো খুব
চিৎকার করে বলতে ইচ্ছা করছিলো খুব,
আমার না ভালো লাগছে না,আমি ক্লান্ত খুব ক্লান্ত।।
গিয়েছিলাম একটু হানিমুন নামের বিষয় টাকে বিশ্লেষণ করতে,
কিন্তু নিজেই বিশ্লেষণ হয়ে পড়েছিলাম।।
না ঘুরে বেরানো, না সমুদ্রের পানিতে ভেসে বেড়ানো
না হানিমুনের অর্থ বুঝা।।।
সবই ভেস্তে গেছে আমার,ফিরে এসেছি ঠিকানায়
তুই তখনও কিন্তু আমার কাছে,কিন্তু আমি অবুঝ।।
পুরনো ছবি দেখলে তোকে বড্ড মনে পড়ে
তোকে মিস করি,তোর জন্য অঝোরে কাঁদি
বেশিদিন কিন্তু ছিলি না আমার কাছে তুই,
এই তো কিছুদিন মাত্র।।
আমি জেনেছি তোর চলে যাওয়ার ১৬দিন আগে
এই ১৬দিন আমার কাছে ১৬টা মাসের সমান ছিলো।।
তুই জানিস আমি জানি,
এই ক'দিনে তুই আমায় অনেক কিছু শিখিয়েছিস
স্বপ্নের চাক বুনেছিলাম তোকে নিয়ে আমি।।
তোমার নিঃশ্বাসের ধুপুক ধুপুক শব্দ!!!
এখনো আমার কানে বাজে,কান ঘেষে বয়ে যায়
তোর গন্ধ,এখনো আমার মাঝে আছে,কিন্তু
কিন্তু তুই নেই,আর এলিও না হয়তো আসবিও না।।
তুই গিয়েছিস কিন্তু, আমার সমস্তটা নিয়ে
তোর প্রতিটা প্রশ্বাস এখনো বয়ে চলে আমার ভিতর
তোকে আমি দেখতে পাই,ধরতে চাই জড়িয়ে আঁকড়ে
তুই অনেক কষ্ট পেয়ে নিশ্চুপ আমায় না বলে চলে গেলি।।
তুই ছিলি তখনও, আছিস এখনো থাকবি সারাজীবন
তোকে নিয়ে স্বপ্ন দেখি আমি সারাক্ষণ।।
আসবি না আর জানি আমি,ভালো থাকিস তুই
তুই যে আমার শরীর জুড়ে, আলো আঁধার তুই।।
দেখা হবে একদিন নিশ্চয়ই, সেদিন বলবো সব
অপেক্ষা শুধু ক্ষণিকের মাত্র,প্রতিক্ষার ব্যাপার ঐই।।
তুই যে আমার পরম আপন,পরম সুখের নাম
তুই যে আমার যন্ত্রণার কারণ, ভালোবাসার নাম।।
ভালো থাকিস তুই.........
তুই............
#কবিতা #শুভসন্ধ্যা