11/06/2025
ঈদের ছুটির প্রতিটা মুহূর্ত কাটিয়েছি প্রিয়জনদের সঙ্গে—আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, সবার সঙ্গে মিলেমিশে। কখনও গ্রামের মেঠোপথে, কখনও পিচঢালা সড়কে ছুটে বেড়িয়েছি অবিরাম। বর্ষার ছোঁয়ায় মাটি ছিল স্নিগ্ধ, সেই সুযোগে লাগিয়ে ফেলেছি কিছু ফলজ গাছও।
এভাবেই এবারের ঈদের ছুটি কাটলো প্রকৃতির সান্নিধ্যে, ভালোবাসার বন্ধনে, আর খানিকটা সৃষ্টিশীলতায়। সবার জন্য রইলো শুভকামনা ও ভালোবাসা। 🌿✨
#ঈদেরছুটি #গ্রামেরমায়া #প্রকৃতিরছোঁয়া #ভালোবাসারবন্ধন