Katebeen-কাতেবিন

  • Home
  • Katebeen-কাতেবিন

Katebeen-কাতেবিন আপনার সকল কাজের বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ঠিকানা।

আন্তর্জাতিক সিরাত প্রতিযোগিতায়১১৮২টি পাণ্ডুলিপির মধ্যে প্রথম পুরস্কারপ্রাপ্তরাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সর্ব...
16/07/2025

আন্তর্জাতিক সিরাত প্রতিযোগিতায়
১১৮২টি পাণ্ডুলিপির মধ্যে প্রথম পুরস্কারপ্রাপ্ত
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সর্বশ্রেষ্ঠ জীবনীগ্রন্থ

📘 আর-রাহিকুল মাখতুম

✍️ লেখক: আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহ.)
🔁 অনুবাদক: সাবেত চৌধুরী

--

📘 বইটির বৈশিষ্ট্যসমূহ 📘

🔹 নবীজির জীবনকথা দুই খণ্ডে সুপরিকল্পিতভাবে উপস্থাপন করা হয়েছে—
▫️ ১ম খণ্ড: নবীজির মক্কী জীবন
▫️ ২য় খণ্ড: মাদানী জীবন

🔹 দু’টি খণ্ড একত্রে প্রিমিয়াম কোয়ালিটির বক্সে পরিবেশিত, যা পাঠকদের জন্য আকর্ষণীয় ও সংগ্রহযোগ্য করে তুলেছে।

🔹 মূল আরবি গ্রন্থ ‘আর-রাহিকুল মাখতুম’-এর সর্বশেষ সংশোধিত সংস্করণকে ভিত্তি করে অনুবাদ, সংশোধন ও সম্পাদনা করা হয়েছে।
🔹 অনুবাদে রাখা হয়েছে সহজ, সরল ও সাবলীল ভাষার ব্যবহার—সব বয়সী পাঠকের জন্য সহজপাঠ্য।
🔹 মূল কিতাবের পূর্ণতা বজায় রেখে অনুবাদে কোনো অংশ বাদ দেওয়া হয়নি।
🔹 আরবি কবিতার অনুবাদসহ মূল পাঠের সঙ্গে যথাযথ মিল রেখে টীকা ও ব্যাখ্যা উপস্থাপন করা হয়েছে।
🔹 কুরআনের আয়াত ও সহীহ হাদীসসমূহের সুনির্দিষ্ট রেফারেন্স যুক্ত করা হয়েছে।
🔹 বিশুদ্ধ বানানরীতি অনুসরণ ও বানানে সামঞ্জস্য রক্ষা করা হয়েছে।
🔹 সুন্দর বিন্যাস এবং সম্পাদনার ক্ষেত্রে সর্বোচ্চ যত্ন ও সতর্কতা অবলম্বন করা হয়েছে।
🔹 প্রতিটি অধ্যায় এবং উপ-অধ্যায় সুচারুভাবে সাজানো, যাতে পাঠকবোধ তৈরি হয়।
🔹 শিরোনাম ও উপশিরোনামে ভিন্ন ভিন্ন ফন্ট ব্যবহারের মাধ্যমে পাঠে ভিন্নমাত্রা যুক্ত করা হয়েছে।

---

📦 এই বই শুধু একটি জীবনচিত্র নয়—এ এক অনন্য ইতিহাসভিত্তিক পাঠ্যাভিজ্ঞতা।

এই বইয়ে উপস্থাপিত প্রবন্ধ ও বিষয়সমূহ খুবই স্পষ্ট ও দ্ব্যর্থ। কারো বুঝতে কষ্ট হওয়ার কথা নয়। উপরন্তু বিশ্বাস করি, এই বইয়ের...
15/07/2025

এই বইয়ে উপস্থাপিত প্রবন্ধ ও বিষয়সমূহ খুবই স্পষ্ট ও দ্ব্যর্থ। কারো বুঝতে কষ্ট হওয়ার কথা নয়। উপরন্তু বিশ্বাস করি, এই বইয়ের পাঠ মাটি ও মানুষের প্রতি আপনার দায় ও দায়িত্ব বাড়াবে, আত্মবিশ্বাস দৃঢ় করবে এবং একই সাথে আপনাকে জাতির শত্রু-মিত্র চিনতে সাহায্য করবে।

আল মাহমুদের জবানেই শুনি- 'ষোল কোটি বাঙালি মুসলমান যদি তাদের ধর্মের গৌরব ও বাঙালি জাতিসত্তা নিয়ে এই উপমহাদেশকে কোনোদিন শাসন করতে চায় তবে তা প্রতিরোধ করার ক্ষমতা আশেপাশের কোনো জাতিরই থাকবে না। এই জাতি যাতে গণতান্ত্রিক আবেগ ও উচ্চাশা নিয়ে জেগে উঠতে না পারে সে জন্যই আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদ সন্ত্রস্ত। ইসলাম যদি এতদাঞ্চলের আচরণীয় জীবন-বিধান না হতো তবে সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের কোনো দুশ্চিন্তা ছিল না। বাঙালি জাতির সবচেয়ে গৌরবজনক শক্তি হলো- তাদের ধর্মের শক্তি। এই শক্তির বলেই মূলত বাঙালি জাতিসত্তা এই উপমহাদেশে হিন্দুত্বের বন্ধন ছিন্ন করে এবং পাকিস্তানি বাহিনীর অনৈসলামিক-পৈশাচিক দখলদারিত্বকে পরাজিত করে একটি স্বাধীন সার্বভৌম জাতিসত্তার সৃষ্টি করতে সক্ষম হয়েছে। যার টিকে থাকার শর্ত হলো ইসলামি সমাজ ও রাষ্ট্রাধিকার প্রতিষ্ঠা।'

দু' হাজার চব্বিশের জুলাই-আগষ্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে ফেসিস্ট রেজিমের বিতাড়নের পর এই সত্য আরো মূর্ত হয়ে ওঠে।

#বেস্টসেলার #বাঙালি_মুসলমানের_শত্রুমিত্র াহমুদ #মুহিম_মাহফুজ #কাতেবিন_প্রকাশন

পৃথিবীর বুকে সবচেয়ে উপকারী গ্রন্থ হচ্ছে, আল কুরআন।এতে রয়েছে মানবজাতির জন্য হেদায়েত,রহমত ও শিক্ষাএবং ভালো-মন্দের স্পষ্ট ব...
14/07/2025

পৃথিবীর বুকে সবচেয়ে উপকারী গ্রন্থ হচ্ছে, আল কুরআন।
এতে রয়েছে মানবজাতির জন্য হেদায়েত,রহমত ও শিক্ষা
এবং ভালো-মন্দের স্পষ্ট বর্ণনা।

সালাফদের কুরআনচর্চা
বই থেকে।

শিক্ষার লক্ষ্য ও আদর্শমানবজীবন তথা গোটা জাতির আদর্শ ও লক্ষ্য অনুযায়ী শিক্ষার আদর্শ ও লক্ষ্য নির্ণীত হয়। এদিক থেকে প্রথমত...
14/07/2025

শিক্ষার লক্ষ্য ও আদর্শ

মানবজীবন তথা গোটা জাতির আদর্শ ও লক্ষ্য অনুযায়ী শিক্ষার আদর্শ ও লক্ষ্য নির্ণীত হয়। এদিক থেকে প্রথমত 'বাংলাদেশী জাতীয়তাবাদ' এবং দ্বিতীয়ত, 'মানুষের জন্ম ও পরিচয়ের প্রতি দৃষ্টিভঙ্গির ওপর বিপুলাংশে নির্ভর করে আমাদের জাতীয় শিক্ষার লক্ষ্য ও আদর্শ। আমাদের শিক্ষামন্ত্রীরা Patenedকথা বলেন যে, সরকার শিক্ষাব্যবস্থাকে 'গণমুখী' ও 'উৎপাদনমুখী' করতে চায়। কিন্তু 'গণমুখী' ও 'উৎপাদনমুখী'র বাচ্যার্থ ও ভাবার্থ (Denotation and Connotation) নৈতিক এবং ধর্মীয় ভিত্তির ওপর কায়েম না থাকলে তা অবশ্যই অকল্যাণ বয়ে আনবে। তাই উক্ত দুটো পরিভাষার (ব্যাপক অর্থে) স্বচ্ছ ও বিস্তারিত ব্যাখ্যার দাবি রাখে।

পৃথিবীর যতরকম জ্ঞান-শিল্পকলা, বিজ্ঞান, প্রযুক্তি ইত্যাদি যা-ই আমরা পাঠ করি না কেন, যে পর্যন্ত জাতীয় আদর্শের দৃষ্টিকোণ থেকে শিক্ষাদান পদ্ধতিকে আমাদের লক্ষ্যভিত্তিক না রাখবো, সেপর্যন্ত সমস্ত শিক্ষা-শ্রম-পরিশ্রমই জাতীয় ঐক্য-আদর্শ ও সংহতির আনুকূল্য লাভ করবে না।

বরং এতে দেশের ভেতর ও বাহিরের শত্রুরা সুযোগ নেবে আমাদের শিক্ষাব্যবস্থাকে আরো ভঙ্গুর ও বিপর্যস্ত করে গোটা দেশ ধ্বংস করতে, যার চিত্র প্রায়শই এ দেশের শিক্ষাঙ্গনে ভেসে ওঠে।

বই : পঁচাত্তর থেকে শাপলা
লেখক : মনযূর আহমাদ
প্রকাশনায় : কাতেবিন প্রকাশন

#শিক্ষার_লক্ষ্য_ও_আদর্শ #বেস্টসেলার #পঁচাত্তরথেকে_শাপলা #মনযূর_আহমাদ #কাতেবিন_প্রকাশন

📚☔ বৃষ্টির দিনে বইয়ের সাথে কিছুক্ষণ... ☔📚বৃষ্টির টুপটাপ শব্দে যখন চারদিক নিস্তব্ধ হয়ে আসে, তখন মনে হয় – এই তো সেই মুহূর্...
14/07/2025

📚☔ বৃষ্টির দিনে বইয়ের সাথে কিছুক্ষণ... ☔📚

বৃষ্টির টুপটাপ শব্দে যখন চারদিক নিস্তব্ধ হয়ে আসে, তখন মনে হয় – এই তো সেই মুহূর্ত!
এক কাপ চা হাতে, জানালার পাশে বসে প্রিয় বইয়ের পাতা উল্টানোর আনন্দই আলাদা।
বাইরে ঝরে পড়া বৃষ্টি, আর ভিতরে হৃদয়ে জমা হওয়া জ্ঞান—এই সমন্বয় যেন আত্মার এক প্রশান্তি।

আজ বৃষ্টির দিনে নিজেকে দিন একটা ভিন্ন অভিজ্ঞতা,
📖 একটি বই খুলুন, আর হারিয়ে যান জ্ঞানের সাগরে...

#বৃষ্টিরদিনে_বইপড়া #বইপাগল #অনলাইনে_বই_কিনুন #কাতেবিন_প্রকাশন #বইপ্রেমী #বইএরসঙ্গেইদিন

স্টোরিজ ফ্রম সহিহ বুখারি (হাদিসের গল্প - ১)স্টোরিজ ফ্রম সহিহ মুসলিম (হাদিসের গল্প - ২)✍️ লেখক: সাবেত চৌধুরীহাদিসে আছে আদ...
13/07/2025

স্টোরিজ ফ্রম সহিহ বুখারি (হাদিসের গল্প - ১)
স্টোরিজ ফ্রম সহিহ মুসলিম (হাদিসের গল্প - ২)
✍️ লেখক: সাবেত চৌধুরী

হাদিসে আছে আদব, আমল ও জীবনের শিক্ষামূলক গল্প।
এই দুই বইয়ে সংকলিত হয়েছে হাদিসভিত্তিক এমনসব গল্প,
যা শিশু-কিশোরদের উপযোগী ভাষায় উপস্থাপন করা হয়েছে।
গল্প পড়তে পড়তে শিখবে হাদিসের আলো।

📘 সহিহ সূত্র থেকে নেওয়া
📖 সহজ ভাষা, বর্ণনামূলক শৈলী
👨‍👩‍👧‍👦 শিশু-কিশোর ও পরিবারের সবার জন্য উপযোগী

#হাদিসেরগল্প #কাতেবিন_প্রকাশন

আশ-শিহাবুস সাকিব শাইখুল ইসলাম মাদানী রহ.-এর যৌবনকালের লেখা মূল্যবান একটি কিতাব। যা মৌলভী আহমদ রেজা খান বেরেলভী লিখিত 'হু...
12/07/2025

আশ-শিহাবুস সাকিব শাইখুল ইসলাম মাদানী রহ.-এর যৌবনকালের লেখা মূল্যবান একটি কিতাব। যা মৌলভী আহমদ রেজা খান বেরেলভী লিখিত 'হুসামুল হারামাইন'-এর জবাবে রচিত। রেজা খান সাহেব ইংরেজদের ক্রীড়নক হয়ে উপ-মহাদেশের স্বাধীনতাকামী সংগ্রামী ওলামায়ে কেরামের বিরুদ্ধে সাধারণ মুসলমানদের অন্তরে ঘৃণা ও বিষোদগার সৃষ্টির লক্ষ্যে বহু ধোঁকা ও দাজ্জালী পন্থা অবলম্বন করেছিলেন। আকিদা-বিশ্বাস ও আমলের ক্ষেত্রে মক্কা-মদীনার আলেম-উলামা ও মুসলমানদের সাথে দেওবন্দীদের পার্থক্য দেখাতে চেয়েছিলেন। কোরআন-হাদিস ও বাস্তবতার আলোকে এই কিতাবে তা ভুণ্ডোল করে দেওয়া হয়েছে। ইসলামের সত্য ও সৌন্দর্য যথাযথ তুলে ধরা হয়েছে। এতে ভদ্রলোকের মুখোশও উন্মোচিত হয়ে গেছে স্বার্থকভাবে।

এজন্যই কিতাবটি আলেম-তালেবে ইলমদের জন্য মিথ্যার ধ্বজাধারী ভ্রান্তগোষ্ঠি চিহ্নিত করার এক উত্তম কষ্টিপাথর। সর্ব সাধারণের জন্য সত্য মিথ্যা পার্থক্যের মানদণ্ড। পাশাপাশি পূণ্যভূমি মক্কা-মদীনার তৎকালীন আলেম-উলামা, সাধারণ মুসলমান এবং তাঁদের আকিদা বিশ্বাস অবগতির এক ঐতিহাসিক তথ্যভাণ্ডার।

👶 সন্তান নববি আদর্শে গড়া হলে...সে কারো ক্ষতি করে না, সে মানুষের জন্য রহমত হয়।তার হাতে অস্ত্র নয়, থাকে আদব-আখলাক।🌿 নবিজি ...
12/07/2025

👶 সন্তান নববি আদর্শে গড়া হলে...
সে কারো ক্ষতি করে না, সে মানুষের জন্য রহমত হয়।
তার হাতে অস্ত্র নয়, থাকে আদব-আখলাক।

🌿 নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে যদি সন্তানকে গড়ে তুলি—
তাহলে সে হবে শান্তির দূত, সমাজে ছড়িয়ে দেবে সৌহার্দ্য ও ন্যায়বিচার।
খুন-খারাবি নয়, তার জীবন হবে ইবাদত আর খিদমতের জন্য নিবেদিত।

📘 বিস্তারিত জানতে পড়ুন:

“তারবিয়াতুল আওলাদ (সন্তান প্রতিপালনে নববি আদর্শ)”
অনুবাদ: মুফতি শরিফুল ইসলাম নাঈম
মূলগ্রন্থ: ড. সাইদ ইবনে আলি কাহতানি (রহ.)

#তারবিয়াতুলআওলাদ #নববিআদর্শ #সন্তান_শিক্ষা #ইসলামিক_পারেন্টিং

বিয়ের বরকত অর্জনে করণীয়বিয়ে মানবজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। মুসলিমদের জন্য ইবাদত ও সুন্নাহও বটে। মহান আল্লাহ অন্য সব বস্...
10/07/2025

বিয়ের বরকত অর্জনে করণীয়

বিয়ে মানবজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। মুসলিমদের জন্য ইবাদত ও সুন্নাহও বটে। মহান আল্লাহ অন্য সব বস্তুর মতো মানুষকেও জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। ইরশাদ করেন : 'আমি তোমাদের সৃষ্টি করেছি (নারী-পুরুষ) জোড়ায় জোড়ায়।'১

অন্যত্র ইরশাদ করেন: 'আর তাঁর নিদর্শনাবলির একটি এই যে, তিনি তোমাদের থেকে তোমাদের স্ত্রীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো এবং তোমাদের মাঝে ভালোবাসা ও সম্প্রীতি সৃষ্টি করেছেন। এতে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শনাবলি রয়েছে।'২

বিয়ের মাধ্যমে মানুষ নবজীবনে প্রবেশ করে। জীবনে প্রভূত কল্যাণ সাধিত হয়। বিয়ে রহমত ও বরকতের কারণ। পবিত্র কুরআনে এসেছে: 'তোমাদের মধ্যে যারা বিয়ে করেনি, তাদের বিয়ে করিয়ে দাও এবং তোমাদের দাস-দাসীদের মধ্যে যারা সৎকর্মপরায়ণ, তাদেরও। তারা যদি নিঃস্ব হয়, তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের সচ্ছল করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ।”৩

অথাৎ, নিজের ছেলের অথবা নিজ কন্যার জন্য নির্বাচিত পাত্রের সাময়িক অভাবকে বিয়ে করার প্রতিবন্ধক মনে করা উচিত নয়- যদি তারা উপার্জনক্ষম এবং পরিবার পরিচালনার সামর্থ্য রাখে।”৪

রাসূলুল্লাহ সা. বলেন, 'বিয়ে আমার সুন্নাত। আর যে আমার সুন্নাত অনুযায়ী আমল করে না, সে আমার উম্মতভুক্ত নয়।'৫

১. সুরা নাবা, আয়াত: ৮
২. সুরা রোম, আয়াত: ৩১
৩. সুরা নূর, আয়াত: ৩২
৪. বয়ানুল কুরআন
৫. সুনানে ইবনে মাজাহ, হাদিস নং: ১৮৪৬

#বেস্টসেলার #ইসলামিক #অনুপ্রেরণা #অনলাইনে_বই #মুমিনের_জীবনে_সীমাহীন_বারাকাহ #কাতেবিন_প্রকাশন

📘 এখানে পাবে আলোর দিশা✍️ লেখক: সাবেত চৌধুরী🕯️ প্রতিটি গল্প যেন অন্তরের দরজায় নক করে।চেতনা জাগায়, আত্মাকে জাগ্রত করে।এই ব...
09/07/2025

📘 এখানে পাবে আলোর দিশা
✍️ লেখক: সাবেত চৌধুরী

🕯️ প্রতিটি গল্প যেন অন্তরের দরজায় নক করে।
চেতনা জাগায়, আত্মাকে জাগ্রত করে।
এই বই শুধু গল্প নয়, এটি আলো খোঁজার এক অনন্য সফর।

🕌 তরুণদের নৈতিকতা, মূল্যবোধ ও আত্মিক উন্নয়নের অনুপ্রেরণামূলক এক পাঠ।
যেখানে পাঠক পাবেন জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো উপলব্ধি।

📖 পড়তে পড়তে মনে হবে—
"হ্যাঁ, এখানেই তো আছে আলোর দিশা!"

#এখানে_পাবে_আলোর_দিশা
#সাবেত_চৌধুরী
#ইসলামিক_গল্প
#অনুপ্রেরণা

☔ বৃষ্টির দিনে বইয়ের পাতায় হারিয়ে যাই... 📚টিপটিপ বৃষ্টি, কফির কাপ আর প্রিয় একটি বই—এর চেয়ে আরামদায়ক মুহূর্ত আর কিই বা হত...
09/07/2025

☔ বৃষ্টির দিনে বইয়ের পাতায় হারিয়ে যাই... 📚

টিপটিপ বৃষ্টি, কফির কাপ আর প্রিয় একটি বই—এর চেয়ে আরামদায়ক মুহূর্ত আর কিই বা হতে পারে?

বাইরে যখন মেঘে ঢাকা আকাশ, ঘরে তখনো উষ্ণতা ছড়ায় প্রিয় বইয়ের শব্দ।
এই বর্ষায় নতুন কিছু জানার, ভাবনার কিংবা আত্মশুদ্ধির সঙ্গী হোক একটি ভালো বই।

আর বাইরে যেতে হবে না—আপনার পছন্দের সব বই এখন অনলাইনেই পেয়ে যাবেন খুব সহজে!

✅ ঘরে বসেই অর্ডার করুন
✅ ক্যাশ অন ডেলিভারি সুবিধা

📦 অর্ডার করতে ইনবক্স করুন অথবা কল করুন : 01976599324

এই বর্ষা কাটুক বইয়ের সান্নিধ্যে...

#বইপোকা
#বৃষ্টিরদিনে
#বইএরভুবন
#অনলাইনে_বই
#ঘরেবসে_বই
#পড়তে_ভালোবাসি


#বইপড়ারমৌসুম
#কাটুক_বৃষ্টি_বইয়ের_সাথে

🕌 নামাজ: মুমিনের জীবনে সীমাহীন বারাকাহের উৎস 🌿নামাজ শুধুই একটি ইবাদত নয়—এটা এক অফুরন্ত বরকতের ভাণ্ডার।নামাজ মানুষের অন্ত...
08/07/2025

🕌 নামাজ: মুমিনের জীবনে সীমাহীন বারাকাহের উৎস 🌿

নামাজ শুধুই একটি ইবাদত নয়—এটা এক অফুরন্ত বরকতের ভাণ্ডার।
নামাজ মানুষের অন্তরে প্রশান্তি আনে, রিজিকে দেয় বরকত, পরিবারে আনয়ন করে শান্তি।
যে নামাজকে আঁকড়ে ধরে, তার জীবনে আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দেন।

📖 "মুমিনের জীবনে সীমাহীন বারাকাহ" বইয়ে সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে— কীভাবে নামাজ জীবনের প্রতিটি ক্ষেত্রে বারাকাহ ডেকে আনে,
কীভাবে সময়, রিজিক, পরিবার ও আমলের মাঝে বরকতের বীজ বপন করে।

বই : মুমিনের জীবনে সীমাহীন বারাকাহ
লেখক : মুফতি হিদায়াতুল্লাহ রাহমানী
প্রকাশনায় : কাতেবিন প্রকাশন

---

আসুন, নামাজকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাস বানিয়ে নেই।
আর বইটি পড়ি, যেন বরকতের পথ আরও গভীরভাবে বুঝতে পারি।

#নামাজ #বারাকাহ #মুমিনেরজীবনে_সীমাহীন_বারাকাহ #ইসলামিকবই

Address


Alerts

Be the first to know and let us send you an email when Katebeen-কাতেবিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Katebeen-কাতেবিন:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share