
25/07/2025
পাট:(২) মানুষ রূপি সাপ🐍
তো একদিন ওঝার নতুন হেল্পার টা ওঝার স্থানে বসে মন্ত্র শিখছিলো আর হাতে কিছু কাজ নিয়ে বসে ছিলো.। হঠাৎ ওই ওঝার বংশের মানুষ রূপি ৩ সাপের মধ্যে থেকে দুইটা মহিলা সাপ আসে ওঝার স্থানের অচিনা ভাবে আশেপাশে অনেক খন ঘুরাঘুরি করে, করার পর। দুই মহিলা মানুষ রূপি সাপ থেকে এক মানুষ রূপি সাপ ঢুকে পরে ওঝার স্থানে, গিয়ে বলে ওঝার নতুন হেল্পার কে ভাইয়া ভালো আছেন আপনি.। তখন নতুন হেল্পার টা বললো জ্বী আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আমি, তখন নতুন হেল্পার টা কে ওই মহিলা মানুষ রূপি সাপ টা বলে ভাইয়া আপনাকে কোথায় যেন আমি দেখেছি,আপনার বোনের নাম........ এই নাম নাহ.. তখন ওঝার নতুন হেল্পার টা একটু চমকে উঠে আরে আপনি কে.? তখন ওই মানুষ রূপি মহিলা সাপ টা বলে আপনার বোনের বান্ধবী আমি ওর সাথে এখন আর কথা হয় না ওর নাম্বার টা দিয়েন আমাকে। তখন ওঝার নতুন হেল্পার টার গলাটা শুখিয়ে যায় শুখিয়ে যাওয়ার কারনে হেল্পার টা একটু ছটপট করছিলো, তখন ওই মানুষ রূপি মহিলা সাপ টা বলে কি হয়েছে আপনার ভাই, তখন বলে আপু তেমন কিছু না আমার একটু পানির তৃষ্ণা পেয়েছে। ঘরে কোনও পানি নাই, তখন ওই মানুষ রূপি মহিলা সাপ টা বলে ওঠে আমার কাছে মাম পানি আছে খান, বেগ থেকে বাহির করে দেয় ওই মানুষ রূপি মহিলা সাপ টা। তখন ওঝার নতুন হেল্পার টা এই পানি পান করার পরই সে জ্ঞান হারিয়ে ফেলে পরে সে ফ্লোর এ পড়ে যায়। তখন মানুষ রূপি মহিলা সাপটা চলে যায়। এই ওঝার নতুন হেল্পার টা ছিলো নামাজি, সবসময় মসজিদ এ ফাস্ট রাকাত এ থাকে। আজ মসজিদ এর ইমাম টা একটু মসজিদ এ খুঁজে যে ওঝার স্থান এ থাকা নতুন হেল্পার টা আজকে মসজিদ এ আসলো না কেন একটু দেখে আসি, মসজিদ এর ইমাম টা হেটে হেটে ওঝার স্থান এ এসে দেখে.... পরের পাট পেতে পেজ টা ফলো দিয়ে রাখেন 🙃