14/09/2025
যত কিছু ব্যবহার করেছেন, ব্রণ কিছুতেই কমছে না?ত্বকের ভেতরে জমে থাকা তেল আর মৃত কোষের কারণেই হয়তো ব্রণ বারবার ফিরে আসছে।ডাক্তারের দেওয়া Dapgel Cream ব্রণ কমাতে আর নতুন ব্রণ উঠা ঠেকাতে সাহায্য করে।তবে মনে রাখবেন—এটা শুধুই রাতে ব্যবহার করতে হয়, আর অবশ্যই সানস্ক্রিন ব্যবহার জরুরি।👉 নিজের থেকে শুরু করবেন না, আগে ডাক্তারের পরামর্শ নিন।