Fajle Rabbi.

Fajle Rabbi. Digital Marketer, Google ads expert, FB Ads expert, Social media marketing expert.

29/06/2025

পুরা একটা জেনারেশন বিকাশের দুই হাজার টাকার জন্য পা"গল হয়ে গেছে🤭😁🙆‍♂️

23/06/2025

বড়লোক কিছু বন্ধু পাইলাম না জীবনে! 🙂

22/06/2025

শাতান yahooর একই প্যাঁচাল ........

19/06/2025

এর বিজয় হবে
ইনশাআল্লাহ

মঙ্গলবার ১৭ জুন এক এক্স-বার্তায় চীনের প্রেসিডেন্ট শি জিংপিং অতীতের পরাক্রমশালী সাম্রাজ্যের ধ্বংস স্মরণ করে যুক্তরাষ্ট্রক...
19/06/2025

মঙ্গলবার ১৭ জুন এক এক্স-বার্তায় চীনের প্রেসিডেন্ট শি জিংপিং অতীতের পরাক্রমশালী সাম্রাজ্যের ধ্বংস স্মরণ করে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে লিখেন, যুক্তরাষ্ট্র ছাড়াই এগিয়ে যেতে পারে বিশ্ব।

ইতিহাসের রেফারেন্স টেনে শি লিখেন, ১০০ বছর আগে ব্রিটিশ সাম্রাজ্য বিশ্ব বাণিজ্যে আধিপত্য বিস্তার করেছিল। বিশ্বের ২০% এরও বেশি সম্পদ নিয়ন্ত্রণ করেছিল। অনেকে বিশ্বাস করতেন এর সূর্য কখনো অস্ত যাবে না।

২০০ বছর আগে ফ্রান্স ইউরোপের মঞ্চে প্রভাব বিস্তার করেছিল। এর সেনাবাহিনী ভয়ের কারণ হয়ে উঠেছিল। এর সংস্কৃতি ঈর্ষার বিষয় ছিল। নেপোলিয়ন নিজেকে অমর ঘোষণা করেছিলেন।

৪০০ বছর আগে স্প্যানিশ রাজত্ব ম্যানিলা থেকে মেক্সিকো পর্যন্ত শাসন করেছিল। এর ধনরাশি বহনকারী জাহাজগুলো রুপো ও রেশমে ভরা ছিল। রাজারা ভেবেছিলেন তাদের গৌরব চিরস্থায়ী হবে।

প্রতিটি সাম্রাজ্য নিজেকে অপরিহার্য বলে ঘোষণা করেছিল। প্রতিটিই শেষ পর্যন্ত ম্লান হয়ে গেছে।

শি আরও লিখেন, ক্ষমতা হ্রাস পায়। প্রভাব স্থানান্তরিত হয়। বৈধতা মুহূর্তেই মরে যায় যখন এটি অর্জনের পরিবর্তে ধারণা করে নেওয়া হয়। প্রতিটি পতনশীল সাম্রাজ্য অতীত থেকে শিখতে দেরি করেছে। আমেরিকা যদি বিশ্বে সম্মান হারায় তবে তারাও সেই দেরিতেই শিখবে। বিশ্ব এগিয়ে যায়; সবসময়।

অন্য পোস্টে শি লিখেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যুদ্ধ কার্যক্রমে আট ট্রিলিয়ন ডলার ব্যয় করেছে। হাজার হাজার আমেরিকান সৈন্য মারা গেছে বা গুরুতরভাবে আহত হয়েছে। অন্য পক্ষে লাখ লাখ মানুষ মারা গেছে। মধ্যপ্রাচ্যে যাওয়া মার্কিনদের জন্য সবচেয়ে খারাপ সিদ্ধান্ত ছিল।

17/06/2025

বাচ্চাগুলা HSC নিয়ে লাফাচ্ছে কিন্তু ওরা তো জানেই না আসল খেলা শুরু হয় HSC এর পরে।

"মধ্যপ্রাচ্যের অবস্থা হচ্ছে আরবী সেই প্রবাদের মতো-'আমাকে তো সেদিনই খেয়ে ফেলা হয়েছিল, যেদিন সাদা ষাঁড়টিকে খাওয়া হয়।' এই প...
16/06/2025

"মধ্যপ্রাচ্যের অবস্থা হচ্ছে আরবী সেই প্রবাদের মতো-

'আমাকে তো সেদিনই খেয়ে ফেলা হয়েছিল, যেদিন সাদা ষাঁড়টিকে খাওয়া হয়।'

এই প্রবাদের পেছনের গল্পটা হলো:

তিনটি ষাঁড় ছিল– সাদা, কালো এবং লাল। তারা একসাথে থাকত। একদিন সিংহ প্রথমে কালো ও লাল ষাঁড়কে বলল, 'তোমরা যদি আমাকে সাদা ষাঁড়টিকে খেতে বাঁধা না দাও, তাহলে আমি তোমাদের ক্ষতি করব না।' তারা রাজি হলো। এরপর সিংহ সাদা ষাঁড়টিকে খেয়ে ফেলল।
কিছুদিন পর সিংহ আবার ফিরে এসে কালো ষাঁড়কে বলল, যদি লাল ষাঁড়টিকে খেতে বাধা না দাও তাহলে তোমার কোন ক্ষতি করব না। ফলে কালো ষাঁড়টি নিশ্চুপ রইলো যখন তার দ্বিতীয় সঙ্গকে সিংহ খাচ্ছিল। সর্বশেষ যখন আরেকদিন সিংহ কালো ষাঁড়টিকে খেতে আসলো, তখন তাকে বাঁচানোর মতো কেউ-ই ছিল না৷ ভুল বুঝতে পেরে সে তখন উপরের কথাটি বলেছিল।

আজকের মধ্যপ্রাচ্যে ইরান হলো এই গল্পের সাদা ষাঁড়।"
সংগৃহীত।

One Ummah. One voice. One strength! 💚 Long live the Islamic Republic of Iran 🇮🇷✊ Full support From the motherland Bangla...
15/06/2025

One Ummah. One voice. One strength! 💚 Long live the Islamic Republic of Iran 🇮🇷✊ Full support From the motherland Bangladesh 🇧🇩🤝❤️

14/06/2025

আল্লাহ তুমি ইরানকে শক্তি বাড়িয়ে দাও
আমিন!🇮🇷

ছবিটি ইসরা*য়েলের। তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অবস্থা। সাবমেরিন ব্যবহার করেছে ইরান। দুই দেশের পরিস্থিতি আরো খারাপের দিক...
14/06/2025

ছবিটি ইসরা*য়েলের। তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অবস্থা। সাবমেরিন ব্যবহার করেছে ইরান। দুই দেশের পরিস্থিতি আরো খারাপের দিকে কারণ যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে আমেরিকা। খুব দ্রুত ইরান পরমানু বো*মার পরীক্ষা ইসরা*য়েলের ভুখন্ডে করতে পারে। বিশ্ব*যুদ্ধের সম্ভাবনার কথা বলছে রাশিয়ার জেনারেল।
ছবি ফেসবুক থেকে নেওয়া।

ডিয়ার বল স্টাইকার ধ্বংসের মূল ভাইরাস ফুটবল খেলছেন এবং ডিয়ার বল চিনেন না এরকম মানুষ পাওয়া যাবে না। মাঝে মধ্যে সবারই কৌতুহ...
13/06/2025

ডিয়ার বল স্টাইকার ধ্বংসের মূল ভাইরাস
ফুটবল খেলছেন এবং ডিয়ার বল চিনেন না এরকম মানুষ পাওয়া যাবে না। মাঝে মধ্যে সবারই কৌতুহল জাগে এই দেশে এত বছর ধরে এত মানুষ ফুটবল খেলে তারপর একটা আন্তর্জাতিক মানের স্টাইকার নাই কেন?

আমার বাস্তব অভিজ্ঞতা বলছে এটার হয়তো অনেক কারণ আছে তবে মূল কারণ ডিয়ার বল এবং ভালো মানের মাঠ না থাকা।

গ্রামের মাঠে DEER-এর মতো সস্তা ও ভারি বল দিয়ে খেলার প্রভাব খেলোয়াড়দের আন্তর্জাতিক মানের তৈরি হতে পারছে না। নিচে আমার বিশ্লেষণ দিচ্ছি:

1. বল ভারি হওয়া:

DEER বা এই ধরনের বলগুলো সাধারণত ভারী হয় এবং সঠিকভাবে ব্যালেন্সড না থাকে।

ভারি বল দিয়ে খেলে পাস, শট এবং লং রেঞ্জ কিকিং টেকনিক ঠিকভাবে গড়ে ওঠে না।

শিশু ও কিশোরদের পায়ে চাপ পড়ে বেশি, ইনজুরির ঝুঁকি বাড়ে।

2. সুইং না করা:

আন্তর্জাতিক মানের বল যেমন Adidas Telstar বা Nike Flight এয়ার ডাইনামিকস অনুযায়ী তৈরি হয়।

DEER-এর মতো বল হাওয়ার সঙ্গে খাপ খায় না, সুইং, কুভার শট, স্পিন বা ফ্লোট করা সম্ভব হয় না — ফলে খেলোয়াড়রা এ ধরনের কৌশল রপ্ত করতে পারে না।

3. আন্তর্জাতিক মানে ওঠার প্রতিবন্ধকতা:

গ্রামীণ খেলোয়াড়রা পরে যখন উন্নত পর্যায়ে ওঠে, তখন মানিয়ে নিতে বেশ কষ্ট হয়, কারণ তারা ভিন্ন বল ও পিচে অনভ্যস্ত।

🔴 বাফুফে কে অনুরোধ করবো কমদামে অনেক ভালো আন্তর্জাতিক মানের কাছাকাছি বল পাওয়া যায়। আপনারা বলগুলো সারাদেশে ছড়িয়ে দিন। প্রয়োজনে নিজেরা বল বিক্রি করুন।

দয়া করে ডিয়ার বল ব্যান করে দেশের ফুটবল কে বাঁচান 🇧🇩⚽🙏

Address

Patuakhali, Patuakandi
Khulna Division
100152

Alerts

Be the first to know and let us send you an email when Fajle Rabbi. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fajle Rabbi.:

Share