Ex Students of Nurpur Munshi Belayet Ali Govt. Primary School, Jashore

Ex Students of Nurpur Munshi Belayet Ali Govt. Primary School, Jashore Only for the ex students of the institution

মুন্সী বেলায়েত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় (পূর্বের নাম স্বনির্ভর নুরপুর প্রাথমিক বিদ্যালয়) প্রতিষ্ঠার ইতিকথা (পর্ব-৩)....
21/06/2025

মুন্সী বেলায়েত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
(পূর্বের নাম স্বনির্ভর নুরপুর প্রাথমিক বিদ্যালয়)

প্রতিষ্ঠার ইতিকথা (পর্ব-৩)...................................................................................
তিন.
বিদ্যুোৎসায়ী মো: লুৎফর রহমানের মস্তিষ্ক প্রসূত প্রতিষ্ঠান স্বনির্ভর নুরপুর প্রাথমিক বিদ্যালয়। তাকে আমরা বলতে পারি এই স্কুলটি প্রতিষ্ঠার অগ্রদূত। যদিও তার পেছনে ছিল বেশ কয়েকজন উদ্যোমী ও আত্মপ্রত্যয়ী মানুষ। কিন্তু এই কাজটি বাস্তবায়নের মতো নেতৃত্ব দেওয়ার সক্ষমতা তাদের মধ্যে ছিল না। এক্ষেত্রে তাদের প্রথম কাজটিই ছিল যোগ্য ও উপযুক্ত নেতৃত্ব খুঁজে বের করা। যিনি তাদের লক্ষ্য অর্জনের জন্য অনুপ্রেরণা দিয়ে এবং অন্যের উপর আধিপত্য বিস্তার করতে পারবে। আর এক্ষেত্রে মুন্সী শামসুর রহমানের নামটি সামনে চলে আসে এবং তাকেই সাথে নিয়ে স্কুল প্রতিষ্ঠার জন্য বিভিন্ন কর্মকাণ্ড যেমন- কমিটি গঠন, স্থান নির্বাচন ও শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়।

স্কুলটির প্রতিষ্ঠার সন নিয়ে আমার সংশয় আছে। এই বিষয়টি আমি পরবর্তীতে আলোচনা করবো। স্বনির্ভর নুরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম রেজুলেশন বই থেকে জানা যায়, "১৯৭৩ সালের ২৬ জুন বিকেল ৫ টায় নুরপুর গ্রামের মধ্যেখানে ( তেঁতুল তলায়) স্কুল সংক্রান্ত ব্যাপারে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় গ্রামের সর্ব সাধারণের সমর্থনে মো: লুৎফর রহমান ( শিক্ষক) মুন্সী বজলুর রহমান সাহেবকে সভাপতির আসন গ্রহণ করার জন্য প্রস্তাব দেন এবং সুবেদার আব্দুল মালেক সাহেব উক্ত প্রস্তাব সমর্থন করেন। তারপর সভার কাজ আরম্ভ হয়। গ্রামের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি বিদ্যালয় স্থাপনের ব্যাপারে নানারূপ মতপোষণ করতে থাকেন। কারণ গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় না থাকার জন্য গ্রামের ছেলেমেয়েদের পড়াশোনা করা সম্ভব হচ্ছে না। বিজয়নগর বিদ্যালয়টি নুরপুর গ্রাম হতে অন্তত দেড় মাইল, দক্ষিণ নুরপুর হতে প্রায় আড়াই মাইল দূরে অবস্থিত। তাছাড়া মাঝে বিরাট মাঠ, রাস্তার দু'ধারে বাঁশ বাগান ইত্যাদি কারণে ছেলেমেয়েরা ভয় ও দূরত্ব হেতু স্কুলে যেতে চায় না, সেহেতু গ্রামে একটা বিদ্যালয় স্থাপন করা একান্ত প্রয়োজন।" আরো জানা যায়, স্কুল গৃহনির্মাণ ও বিদ্যালয় তত্ত্বাবধানের জন্য কমিটি ও শিক্ষক নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।"

এই সভায় মোট ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। আমার বাবাও এই কমিটির সদস্য ছিলেন। নিন্মে কমিটির সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা দেওয়া হলো :
১. সভাপতি : মুনশী বজলুল রহমান রহমান (সাবেক ইউপি চেয়ারম্যান)
২. সহসভাপতি : মি. নুরুল ইসলাম ( সুবেদার)
৩. সম্পাদক : আব্দুল হাকিম( গোলদার)
৪. হিসাবরক্ষক : সুবেদার আব্দুল মালেক
৫. সদস্য : মো: রোস্তম মোল্যা
৬. সদস্য : মো: আব্দুল আজিজ বিশ্বাস
৭. সদস্য : মো: সমসের মোল্যা
৮. সদস্য : জবেদ আলী মণ্ডল
৯. সদস্য : মো: সানাউল্লাহ পাটোয়ারী
১০. সদস্য : মো: আলীম উদ্দীন
১১. সদস্য : মুনশী মো: সামছুর রহমান
উল্লিখিত কমিটি ছিল প্রথম পরিচালনা পরিষদ। তবে রেজুলেশন বইয়ে দেখা যায় তাদের বিভিন্ন মিটিং এর উপস্থিতিতে মোহা. শামসুল আলম (আলম সাহেব), মো: লুৎফর রহমান ও মো: নবী খানের নাম ও স্বাক্ষর রয়েছে। উল্লেখ্য, ১১ সদস্য বিশিষ্ট এই কমিটির কেউ এখন আর বেঁচে নেই।

(চলবে.....)

07/06/2025

ঈদ মুবারক

মুন্সী বেলায়েত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় (পূর্বের নাম স্বনির্ভর নুরপুর প্রাথমিক বিদ্যালয়)  প্রতিষ্ঠার ইতিকথা (পর্ব-২)...
07/05/2025

মুন্সী বেলায়েত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
(পূর্বের নাম স্বনির্ভর নুরপুর প্রাথমিক বিদ্যালয়)
প্রতিষ্ঠার ইতিকথা (পর্ব-২)...................................................................................
দুই.
নয় মাসের একটি রক্ষক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে বিশ্বের বুকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয় যার নাম বাংলাদেশ। ১৯৭২ সালে নতুন সংবিধান প্রনয়ণ করা হয়। এই শাসনতন্ত্রে প্রাথমিক শিক্ষাকে রাষ্ট্রের দায়িত্বের অন্তর্ভুক্ত করা হয়। তা বাস্তবায়নের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে ৩৬ হাজার ১৬৫টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছিলেন। ফলে সে সময় এসব বিদ্যালয়ের ১ লাখ ৫৫ হাজার ২৩ জন শিক্ষককের চাকরি সরকারি হয়। বাংলাদেশের ইতিহাসে এটি ছিল একটি অন্যন্য, ঐতিহাসিক ও সাহসী পদক্ষেপ। কারণ যুদ্ধবিধস্ত দেশে এতগুলো প্রতিষ্ঠান সরকারিকরণ সরকারের জন্য অত্যন্ত দূরহ ও কঠিন ব্যাপার ছিল। তারপরও সরকারের সদিচ্ছায় তা বাস্তবায়ন করা সম্ভব হয়েছিল।

জাতীয়করণের সময় প্রতিটি ইউনিয়ন থেকে তিনটি করে প্রাইমারি স্কুল বাছাই করা। তারপরেও বহু সংখ্যাক প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের আওতায় বাইরে থেকে যায়। সরকার নির্দেশ দেয় এই বাদপড়া স্কুলগুলোর তালিকা পাঠাতে। সেইসময়ে যশোর জেলার কোতোয়ালি থানা শিক্ষা অফিসার ছিলেন মোহাম্মদ সদরুদ্দিন। ওনার বাড়ি ছিল কুষ্টিয়ায়। তার ছেলে বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা, চিত্রনাট্যকার এবং টেলিভিশন চলচ্চিত্র পরিচালক সালাউদ্দিন লাভলু। আজকের মতো থানা শিক্ষা অফিসে তখন লোকবল কিংবা আধুনিক যন্ত্রপাতি ছিলো না। ফলে কাজকর্ম ও শিক্ষক-কর্মচারিদের বেতন বিল করার জন্য স্কুলের শিক্ষকদেরকে সাহায্য সহযোগিতা করতে হতো। বিশেষ যাদের হাতের লেখা সুন্দর ছিল। আমাদের নুরপুর গ্রামের মো: লুৎফর রহমান ওরফে ডাবু মাস্টারও শিক্ষকতার পাশাপাশি থানা শিক্ষা অফিসে অতিরিক্ত দায়িত্ব পালন করতেন। তবে এরজন্য অতিরিক্ত কোনো বেতন- ভাতা পেতেন না। তিনি তখন যশোর ক্যান্টনমেন্ট প্রাইমারিতে শিক্ষকতা করতেন।

থানা শিক্ষা আফিসার সরকারের নির্দেশ অনুযায়ী মো: লুৎফর রহমানকে সরকারিকরণ থেকে বাদপড়া স্কুলের তালিকা প্রস্তুত করতে বললেন। সে অনুযায়ী তিনি সরকারিকরণের জন্য অফিসে জমা দেওয়া স্কুলের ফাইল দেখে ২০/৩০টি স্কুলের তালিকা করলেন। তার প্রস্ততকৃত তালিকা স্বাক্ষর করার সময় থানা শিক্ষা অফিসার ফাইল ও আবেদন চেক করছিলেন। তিনি দেখলেন "স্বনির্ভর নুরপুর প্রাথমিক বিদ্যালয়' এর ফাইল ও আবেদন কোনোটিই নেই। বিষয়টি তিনি লুৎফর রহমানকে জানান এবং লুৎফর রহমান তাকে জানান, স্যার, সবকিছু সময় মতো পেয়ে যাবেন। পরের দিন লুৎফর রহমান নিজেই আবেদনপত্র লিখে তার কাছে জমা দেন।

কাগজে কলমে স্বনির্ভর নুরপুর প্রাথমিক বিদ্যালয় থাকলেও বাস্তবে এর অস্তিত্ব ছিল না। আসলে মো: লুৎফর রহমান নিজ গ্রামের শিক্ষার্থীদের কথা চিন্তা করেই এই সাহসী পদক্ষেপ নেন। ওই সময়ে যারা লেখাপড়া করতো তাদেরকে বর্ষাকালে হাঁটু সমান কাঁদা মাড়িয়ে কয়েক কিলোমিটার দূরে বিজয়নগর, খয়েরতলা ও ক্যান্টনমেন্ট প্রাইমারি স্কুলে যেতে হতো। তার ফলে যশোর- ঝিনেদা- ঢাকা সড়কের পাশে ভৈরব নদ তীরবর্তী এবং খয়েরতলা কৃষি ফার্ম ও ক্যান্টনমেন্টের ঘেঁষা অপার সম্ভাবনাময়ী শহরতলীর নুরপুর গ্রাম শিক্ষায় পিছিয়ে পড়ে । যদিও পরবর্তীতে তিনি তার কল্পিত স্কুলের বাস্তবায়ন করেন। এক্ষেত্রে লুৎফর রহমান গ্রামের বেশ কয়েকজন শিক্ষানুরাগী, কর্মচঞ্চল এবং প্রাণবন্ত ব্যক্তির সহযোগিতা নেন এবং সফল হন।
(চলবে.....)

30/04/2025
31/03/2025

ঈদ মুবারক।
"আজ ভুলে যা তোর দোস্ত-দুশমন হাত মেলাও হাতে,
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।"

সবার জীবনে অনাবিল সুখ ও শান্তি আসুক - এই প্রত্যাশা করি।

নুরপুর গ্রামের মরহুর রহমান খানের বড় ছেলে আকতার হোসেন না ফেরার দেশে চলে গেলেন ।  আর কখনো তার স্বভাবসুলভ হাসি দেখা যাবে না...
22/06/2024

নুরপুর গ্রামের মরহুর রহমান খানের বড় ছেলে আকতার হোসেন না ফেরার দেশে চলে গেলেন । আর কখনো তার স্বভাবসুলভ হাসি দেখা যাবে না । একসময় তিনি স্বনির্ভর বাংলাদেশ এর প্রশাসন বিভাগের প্রধান ছিলেন । আল্লাহ তাকেকে মাফ করে দিন। এবং তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন । ৪/৫ মাস আগে তার একটি কিডনি কলকাতা থেকে ট্রান্সপ্লান্ট করা হয়েছিল । ঈদের বেশ কয়েকদিন আগে থেকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন । সর্বশেষ লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আজ ২২/০৬/২৪ তারিখ সকালে তিনি ০২ ছলে ও স্ত্রীকে রেখে না ফেরার দেশে চলে যান।

মুন্সী বেলায়েত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় (পূর্বের নাম স্বনির্ভর নুরপুর প্রাথমিক বিদ্যালয়)প্রতিষ্ঠার ইতিকথা..............
26/05/2024

মুন্সী বেলায়েত আলী সরকারি প্রাথমিক
বিদ্যালয় (পূর্বের নাম স্বনির্ভর নুরপুর প্রাথমিক বিদ্যালয়)
প্রতিষ্ঠার ইতিকথা................................................................................
এক.
বাংলাদেশের একটি অতি প্রাচীন জনপদ যশোর। ১৭৮১ খ্রিস্টাব্দে স্থাপিত ব্রিটিশ আমলে বাংলাদেশের প্রথম জেলা যশোর। ১৮৩৮ সালে যশোর জিলা স্কুল ও ১৮৫১ সালে যশোর পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়। ১৯০৯ সালে যশোর টাউন হল নির্মিত হয়। সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে একই সময়ে টাউন ক্লাব ও আর্য থিয়েটার প্রতিষ্ঠিত হয়। ১৯২১ সালে আর্য থিয়েটারের জন্য বি. সরকার মেমোরিয়াল হল তৈরি করা হয় যা বর্তমানে তসবীর মহল (সিনেমা হল) নামে পরিচিত। ১৯২২ সালে যশোরে প্রতিষ্ঠিত হয় ন্যাশনাল মেডিক্যাল স্কুল ও হাসপাতাল। মেডিকেল স্কুল তখন পুরো উপমহাদেশেই হাতেগোনা মাত্র কয়েকটি ছিলো। ১৯৬৩ সালে যশোর শিক্ষা বোর্ড চালু হয়। এ থেকে স্পষ্টত প্রতীয়মান হয় যে যশোর আগে থেকেই শিক্ষা ও সংস্কৃতিতে এগিয়ে ছিল। অথচ এই যশোর শহরের উপকণ্ঠের একটি গ্রাম নুরপুর স্বাধীনতা পূর্ববর্তী পর্যন্ত শিক্ষাদীক্ষায় পিছিয়ে ছিলো। এই গ্রামের হাতেগোনা কয়েকটি পরিবারের সন্তানেরা ছাড়া আর কেউই তেমন লেখাপড়া করতো না বলেই চলে। এই যেন আলোর গোড়ায় অন্ধকার। কিন্তু স্বাধীনতার পরে ১৯৭৩ সালে এই গ্রামে একটি প্রাইমারি স্কুল স্থাপিত হয়। যার নাম স্বনির্ভর নুরপুর প্রাথমিক বিদ্যালয়। নানা চড়াই উৎরাই পেরিয়ে এবছর প্রতিষ্ঠানটি ৫১তম বছরে পদার্পণ করেছে। আর এই অর্ধশত বছর ধরে শিক্ষাবিস্তারে অগ্রণী ভূমিকা পালন করে গ্রামের আর্থসামাজিক পরিবর্তনের একটি টানিং পয়েন্ট হিসেবে কাজ করেছে বিদ্যালয়টি। উল্লেখ্য, বর্তমানে প্রতিষ্ঠানটির নাম "মুন্সী বেলায়েত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়"।
চলবে......

04/05/2024

স্মরণসভা ও দোয়া মহফিল

Address

Nurpur, Tola Nurpur
Khulna Division
7407

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ex Students of Nurpur Munshi Belayet Ali Govt. Primary School, Jashore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ex Students of Nurpur Munshi Belayet Ali Govt. Primary School, Jashore:

Share