
21/06/2025
মুন্সী বেলায়েত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
(পূর্বের নাম স্বনির্ভর নুরপুর প্রাথমিক বিদ্যালয়)
প্রতিষ্ঠার ইতিকথা (পর্ব-৩)...................................................................................
তিন.
বিদ্যুোৎসায়ী মো: লুৎফর রহমানের মস্তিষ্ক প্রসূত প্রতিষ্ঠান স্বনির্ভর নুরপুর প্রাথমিক বিদ্যালয়। তাকে আমরা বলতে পারি এই স্কুলটি প্রতিষ্ঠার অগ্রদূত। যদিও তার পেছনে ছিল বেশ কয়েকজন উদ্যোমী ও আত্মপ্রত্যয়ী মানুষ। কিন্তু এই কাজটি বাস্তবায়নের মতো নেতৃত্ব দেওয়ার সক্ষমতা তাদের মধ্যে ছিল না। এক্ষেত্রে তাদের প্রথম কাজটিই ছিল যোগ্য ও উপযুক্ত নেতৃত্ব খুঁজে বের করা। যিনি তাদের লক্ষ্য অর্জনের জন্য অনুপ্রেরণা দিয়ে এবং অন্যের উপর আধিপত্য বিস্তার করতে পারবে। আর এক্ষেত্রে মুন্সী শামসুর রহমানের নামটি সামনে চলে আসে এবং তাকেই সাথে নিয়ে স্কুল প্রতিষ্ঠার জন্য বিভিন্ন কর্মকাণ্ড যেমন- কমিটি গঠন, স্থান নির্বাচন ও শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়।
স্কুলটির প্রতিষ্ঠার সন নিয়ে আমার সংশয় আছে। এই বিষয়টি আমি পরবর্তীতে আলোচনা করবো। স্বনির্ভর নুরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম রেজুলেশন বই থেকে জানা যায়, "১৯৭৩ সালের ২৬ জুন বিকেল ৫ টায় নুরপুর গ্রামের মধ্যেখানে ( তেঁতুল তলায়) স্কুল সংক্রান্ত ব্যাপারে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় গ্রামের সর্ব সাধারণের সমর্থনে মো: লুৎফর রহমান ( শিক্ষক) মুন্সী বজলুর রহমান সাহেবকে সভাপতির আসন গ্রহণ করার জন্য প্রস্তাব দেন এবং সুবেদার আব্দুল মালেক সাহেব উক্ত প্রস্তাব সমর্থন করেন। তারপর সভার কাজ আরম্ভ হয়। গ্রামের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি বিদ্যালয় স্থাপনের ব্যাপারে নানারূপ মতপোষণ করতে থাকেন। কারণ গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় না থাকার জন্য গ্রামের ছেলেমেয়েদের পড়াশোনা করা সম্ভব হচ্ছে না। বিজয়নগর বিদ্যালয়টি নুরপুর গ্রাম হতে অন্তত দেড় মাইল, দক্ষিণ নুরপুর হতে প্রায় আড়াই মাইল দূরে অবস্থিত। তাছাড়া মাঝে বিরাট মাঠ, রাস্তার দু'ধারে বাঁশ বাগান ইত্যাদি কারণে ছেলেমেয়েরা ভয় ও দূরত্ব হেতু স্কুলে যেতে চায় না, সেহেতু গ্রামে একটা বিদ্যালয় স্থাপন করা একান্ত প্রয়োজন।" আরো জানা যায়, স্কুল গৃহনির্মাণ ও বিদ্যালয় তত্ত্বাবধানের জন্য কমিটি ও শিক্ষক নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।"
এই সভায় মোট ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। আমার বাবাও এই কমিটির সদস্য ছিলেন। নিন্মে কমিটির সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা দেওয়া হলো :
১. সভাপতি : মুনশী বজলুল রহমান রহমান (সাবেক ইউপি চেয়ারম্যান)
২. সহসভাপতি : মি. নুরুল ইসলাম ( সুবেদার)
৩. সম্পাদক : আব্দুল হাকিম( গোলদার)
৪. হিসাবরক্ষক : সুবেদার আব্দুল মালেক
৫. সদস্য : মো: রোস্তম মোল্যা
৬. সদস্য : মো: আব্দুল আজিজ বিশ্বাস
৭. সদস্য : মো: সমসের মোল্যা
৮. সদস্য : জবেদ আলী মণ্ডল
৯. সদস্য : মো: সানাউল্লাহ পাটোয়ারী
১০. সদস্য : মো: আলীম উদ্দীন
১১. সদস্য : মুনশী মো: সামছুর রহমান
উল্লিখিত কমিটি ছিল প্রথম পরিচালনা পরিষদ। তবে রেজুলেশন বইয়ে দেখা যায় তাদের বিভিন্ন মিটিং এর উপস্থিতিতে মোহা. শামসুল আলম (আলম সাহেব), মো: লুৎফর রহমান ও মো: নবী খানের নাম ও স্বাক্ষর রয়েছে। উল্লেখ্য, ১১ সদস্য বিশিষ্ট এই কমিটির কেউ এখন আর বেঁচে নেই।
(চলবে.....)