K.F.C World

K.F.C World Video Creator
Blogger

Welcome to the official page of "K.F.C World”

Like & Follow this page.🌻

19/05/2024
Eid Mubarak everyone. May Allah bless us all.
10/04/2024

Eid Mubarak everyone. May Allah bless us all.

22/03/2024

আসসালামু আলাইকুম ৷৷

Send a message to learn more

20/03/2024

প্রায় প্রত্যেক মুসলমানকে যদি প্রশ্ন করা হয় যে, ইবলিসকে আল্লাহ্ কেন বিতাড়িত শয়তান করেছিল, তাহলে দেখবেন সবাই একটাই কথা বলবেঃ ইবলিস আল্লাহর হুকুম অমান্য করেছিল।

কিন্তু একটু মাথা খাটিয়ে দেখেন, আল্লাহর হুকুম আমাদের আদি পিতা হযরত আদম (আঃ)-ও অমান্য করে নিষিদ্ধ ফল খেয়েছিলেন। আমরাও প্রতিদিনই আল্লাহর হুকুম অমান্য করে যাচ্ছি! কিন্তু আল্লাহ্ শুধু ইবলিসকেই শয়তান করেছেন। কেন জানেন? সব প্রশ্নের উত্তর যে বইয়ে আছে আমাদেরকেও সেই বইয়েই ফিরে যেতে হবে এর উত্তর জানার জন্য। সেই বই হলো কুর’আন। খেয়াল করে পড়েনঃ

1. “এবং যখন আমি ফেরেশতাগণকে বলেছিলাম যে, তোমরা আদমকে সিজদা কর, তখন ইবলিস ব্যতীত সকলে সিজদা করেছিল; সে অগ্রাহ্য করলো ও অহংকার করলো এবং কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল।” [সূরা বাকারাহ (২), আয়াত ৩৪]

2. “আল্লাহ্‌ বললেনঃ এ স্থান থেকে নেমে যাও, এখানে থেকে তুমি অহংকার করবে তা হতে পারে না; সুতরাং বের হয়ে যাও, নিশ্চয়ই তুমি নীচ ও লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত।” [সূরা ‘আরাফ (৭), আয়াত ১৩]

একটা খুব সাধারণ ব্যাপার খেয়াল করেছেন কি যে, আল্লাহ্‌ যখন ইবলিসকে বিতাড়িত শয়তান করলেন, তখন কি বলে করেছিলেন? আল্লাহর কথা অমান্য করেছেন বলে ইবলিসকে শয়তান করেননি, তাকে শয়তান করেছেন অহংকার করার জন্য। কুর’আন ভালমত পড়ে দেখেন, দাম্ভিকতা, অহংকার, নিজেকে বড় মনে করা এসব আল্লাহর খুবই অপছন্দের জিনিস।

কত অপছন্দের জানেন? রাসূল (সঃ) বলেছেনঃ “তিল পরিমাণ অহংকার যার অন্তরে আছে সে জান্নাতে প্রবেশ করবে না, আর তিল পরিমাণ ঈমান যার অন্তরে আছে সে দোজখে যাবে না।” (জামে তিরমিযী ১৯৯৮)

এই হাদিসের একটা ব্যাপার মনে হয় ধরতে পেরেছেন যে, সত্যিকারের ঈমানদার যারা, তাদের কোন অহংকার থাকে না।

©

সেহরি ও ইফতারে সময়সূচি-২০২৪
11/03/2024

সেহরি ও ইফতারে সময়সূচি-২০২৪

ভোর ৫টা কনসার্ট, কুয়েট ক্যাম্পাসক্যাপশনটা পড়েছেন? সময়টা আবার খেয়াল করুন। ভোর পাঁচটা। মানুষের উপস্থিতি দেখেছেন? সবাই বিধর...
10/03/2024

ভোর ৫টা
কনসার্ট, কুয়েট ক্যাম্পাস

ক্যাপশনটা পড়েছেন? সময়টা আবার খেয়াল করুন। ভোর পাঁচটা। মানুষের উপস্থিতি দেখেছেন? সবাই বিধর্মী? না, আমার-‍আপনার মতো মুসলিম। কাল বাদে পরশু রমজান। মুসলিম দেশের আয়োজিত কনসার্টে ভোর পাঁচটার উপস্থিতি আপনাকে নাড়িয়ে দিবে৷আমি মনে প্রাণে বিশ্বাস করি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজুদ ও দু’আর বরকতেই আমরা ধ্বং*সের হাত থেকে বেঁচে আছি। নতুবা কবেই আসমান থেকে আগুনের বৃষ্টি আসত। জিবরিল (আ.) এক পাখা দিয়ে পৃথিবী ওলটপালট করে দিতেন। নতুবা প্রচণ্ড গরম সু-হাওয়া, কবেই আমাদের চামড়া খুলে নিয়ে যেত!

©

আল্লাহ তা'আলায়া আমাদের পূর্ণাঙ্গ ঈমানদার হওয়ার তৌফিক দান করুক৷ আমীন
07/03/2024

আল্লাহ তা'আলায়া আমাদের পূর্ণাঙ্গ ঈমানদার হওয়ার তৌফিক দান করুক৷ আমীন

05/03/2024

দুরদে ইব্রাহিম এর ফজিলত অতুলনীয় ৷

05/03/2024

বিখ্যাত ধনীর ছোট পুত্রের বিবাহ। হরেক রকম কান্ডকারখানা হচ্ছে। আমার খুব ধনীদের ব্যাপারে খুব আগ্রহ নাই বিধায় খুব একটা কিছু জানিনা। তবে, আজকে একটা খবরে চোখ আটকে গেলো। বিবাহ উপলক্ষে রিয়ান্না বা রিহানা নামের বার্বাডিয়ান গায়িকা আসছেন গান গাইতে, তাঁর পারিশ্রমিক দেখলাম ৯৮ কোটি টাকা! তিনিও আবার বিশ্বের সবচাইতে ধনী গায়িকা, তাঁর সম্পদের পরিমাণ ১.৭ বিলিয়ন ডলার। আমার মাথায় ঘুরছে ৯৮ কোটি টাকা!! আহা! ৯৮ কোটি টাকা!!
মাত্র দুই হাজার টাকার অভাবে ডায়ালাইসিস করার ফ্লুইড কিনতে পারেনা কেউ। দুই তিন হাজারের এলবুমিন ইঞ্জেকশনের অভাবে কি কষ্ট যে পায় কেউ কেউ! হাজারের ঘরেই ইনসুলিনের দাম, তাও কেনার সামর্থ নাই বলে আকাশে চড়ে যাওয়া ডায়বেটিস নিয়ে মৃত্যুর দুয়ারে পৌঁছে যায় কতো কতো মানুষ! সেদিন দেখেছিলাম পা হারানো এক বাসচালকের সহকারীকে, একটা কৃত্রিম পা লাগাতে পারেনি বলে ঘরবন্দী, কি বিষন্ন মুখ! বিশ পঞ্চাশ হাজার টাকার অভাবে বন্ধ হয়ে যায় ক্যান্সারের চিকিৎসা, ভালো হয়ে যেতেই পারতো, এমন রোগী মুখোমুখি হয় অসম্ভব করুণ বেদনাদায়ক মৃত্যুর। এক দেড় হাজারের ইনহেলারের অভাবে কি শ্বাসরুদ্ধকর জীবন কাটায় কিছু মানুষ! আহারে টাকা! আহা টাকা!!

ধনীলোকদের আনন্দ উদযাপন হবেনা, তা ভাবছিনা আমি। আমি ভাবছি, ক্ষেত্রবিশেষে টাকার মূল্য কেমন বদলে যায়, তাইনা? শত কোটি টাকা কারো একটি বিকেলের আনন্দের খরচ। আর হাজার টাকার অভাবে কারোর জীবনটাই চলে যায়, গোটা একটা জীবন! অথচ এক পৃথিবীর বুকেই থাকে সবাই। কারো নতুন জীবন শুরু হয় হাজার কোটি টাকার আয়োজনে, কারো জীবন শেষ হয় হাজার টাকার কারণে। এটাই জীবন!!!

©

অনেকদিন পর husband এর জন্য কেক বানালাম! 🍰
04/03/2024

অনেকদিন পর husband এর জন্য কেক বানালাম! 🍰

21/08/2023

আসসালামু আলাইকুম

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when K.F.C World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share