22/07/2025
মানুষের মতো মানুষ হতে এসে প্রাণ দিয়ে গেলো 💔
পড়ে আছে ব্যাগ- আধা খাওয়া টিফিন,
ঝলসে যাওয়া মাইলস্টোন, বয়ে বেড়াচ্ছে বিভীষিকার স্মৃতি।
প্রতিটি পোড়াদেহ যেন ডাকছে আর চিৎকার করছে!
ভবনের প্রতিটি কোণাই সাক্ষ্য দেয় শিশুদের জীবন কীভাবে জ্বলেছে কত মর্মান্তিকভাবে পুড়েছে। কতটাই না ছটফট করেছে একেকটি কচি আত্মা।💔