SHT Media

SHT Media ফলো দিয়ে পাশে থাকুন।
দ্বীন প্রচারে সহযোগিতা করুন।

আমীরে জামায়াতের স্বাস্থের খোঁজ খবর নিতে সম্মানিত আমীরে জামায়াতের বাসভবনে যান ড. মিজানুর রহমান আজহারী (হাফিঃ)।
16/08/2025

আমীরে জামায়াতের স্বাস্থের খোঁজ খবর নিতে সম্মানিত আমীরে জামায়াতের বাসভবনে যান ড. মিজানুর রহমান আজহারী (হাফিঃ)।

বুয়েটের সমাবর্তনে এক যুবক বক্তৃতা দিতে গিয়ে বললেন—“আমার মতো ছাত্র বুয়েট আর দ্বিতীয়টি পাবে না, আর আসবেও না। আমিই শেষ।আমি ...
16/08/2025

বুয়েটের সমাবর্তনে এক যুবক বক্তৃতা দিতে গিয়ে বললেন—
“আমার মতো ছাত্র বুয়েট আর দ্বিতীয়টি পাবে না, আর আসবেও না। আমিই শেষ।

আমি আজ বেরিয়ে যাচ্ছি। আমার মতো আর কোনো ছাত্র এই বুয়েটে ভর্তি হতে পারবে না। আজ আমি গর্বিত যে এই শিক্ষা প্রতিষ্ঠানের আমি ছাত্র ছিলাম।”

কথা বলতে বলতে তার চোখ থেকে অবিরাম জল পড়ছিল। তখন একজন প্রফেসর তাকে জিজ্ঞেস করলেন—
“তোমার গর্বিত হওয়ার কারণ কী?”

জবাবে ছেলেটি বলল—
“কমলাপুর রেলস্টেশনের পাশে একচালা এক বস্তির ঘরে আমার জন্ম। হ্যাঁ, আমি বস্তিরই ছেলে। বাবা যখন মারা যান, আমি তখন খুব ছোট। আমাকে বড় করে মানুষ করার জন্য আমার মা দিনের বেলায় ভিক্ষা করতেন আর রাতে এক বাসায় ঝির কাজ করতেন। আমি ওই বস্তিরই স্কুলে পড়তাম। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিলাম।

মায়ের একার রোজগারে সংসার চলত না, তাই আমি কমলাপুর স্টেশনে বাদাম বিক্রি করতাম। স্টেশনে বাদাম নিয়ে ঘুরে বেড়ানোর সময় কোথাও কোনো পড়ে থাকা ইংরেজি পত্রিকা কাগজ কুড়িয়ে এনে পড়ার চেষ্টা করতাম। আমি যখন তৃতীয় শ্রেণিতে ভর্তি হই, বস্তির স্কুলে সর্বোচ্চ নম্বর পাই।

আমার পড়াশোনার আগ্রহ দেখে একজন ভদ্রলোক সাহায্যের হাত বাড়িয়ে দেন। আজ সেই ভদ্রলোকের জন্যই আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি। এর জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই।

আজ আর আমার মা বেঁচে নেই। বেঁচে থাকলে জড়িয়ে ধরে বলতাম—‘মা, তোমার বাদাম বিক্রি করা ছেলে বুয়েট থেকে ইঞ্জিনিয়ার হয়েছে।’ কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—তিনি তো আর নেই।

তবুও আমার একটাই পরিচয়—আমি বস্তির ছেলে। এই কথা বলতে আমার কোনো দ্বিধা হয় না।”

কথা শেষ করে আবারও চোখ মুছলেন ছেলেটি।
C

শেখ মুজিবুর রহমান জাতির জনক নন: নাহিদ ইসলাম
15/08/2025

শেখ মুজিবুর রহমান জাতির জনক নন: নাহিদ ইসলাম

সময়োপযোগী বক্তব্য
14/08/2025

সময়োপযোগী বক্তব্য

চমৎকার
14/08/2025

চমৎকার

ডাক্তার আসিতে আসিতে রোগী মরিয়া গিয়াছে।স্থান : ভোলাগঞ্জ সাদা পাথর!
13/08/2025

ডাক্তার আসিতে আসিতে রোগী মরিয়া গিয়াছে।
স্থান : ভোলাগঞ্জ সাদা পাথর!

13/08/2025
আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান সাহেব কে দেখতে ইউনাইটেড হাসপাতালে ছুটে যান এবং সুস্থতার জন্য দোয়া করেন ইসলামী আন্দোলন ব...
06/08/2025

আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান সাহেব কে দেখতে ইউনাইটেড হাসপাতালে ছুটে যান এবং সুস্থতার জন্য দোয়া করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম হাফিজাহুল্লাহ (শায়েখে চরমোনাই)

পবিত্র হজ্জ পালন করতে মক্কায় অবস্থান করছেন শায়েখ আহমাদুল্লাহ।
30/05/2025

পবিত্র হজ্জ পালন করতে মক্কায় অবস্থান করছেন শায়েখ আহমাদুল্লাহ।

Address

Khulna
9000

Website

Alerts

Be the first to know and let us send you an email when SHT Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share