Sadia's Craft

Sadia's Craft জীবনে প্রচুর দোয়া করতে হবে এবং অনেক বেশি পরিশ্রম করতে হবে........

রাগ মানুষকে ভিতর থেকে শেষ করে দেয়!
10/10/2025

রাগ মানুষকে ভিতর থেকে শেষ করে দেয়!

08/10/2025

সবচেয়ে তীব্র শোক হচ্ছে,
জীবিত মানুষের হারিয়ে যাওয়ার শোক!

কাছে গিয়ে দেখলাম দূরত্বই সুন্দর। যেমন সুন্দর দূরের ওই চাঁদ।ছু্ঁয়ে দেবার চেয়ে ছোঁয়ার আকাঙ্খাই বেশি সুন্দর। অতি প্রিয় কোন ...
16/09/2025

কাছে গিয়ে দেখলাম দূরত্বই সুন্দর। যেমন সুন্দর দূরের ওই চাঁদ।ছু্ঁয়ে দেবার চেয়ে ছোঁয়ার আকাঙ্খাই বেশি সুন্দর। অতি প্রিয় কোন কিছু ছুঁয়ে ফেলতে নেই!
দূরত্বই সুন্দর......... 💗

দুঃখ বলার জায়গাটা কমফোর্টজোন হতে হয়, শোনার আকুতি থাকতে হয়,হাতে সময় থাকতে হয়, ধৈর্য থাকতে হয়, চোখের শীতলতা থাকতে হয়।যার এ...
13/09/2025

দুঃখ বলার জায়গাটা কমফোর্টজোন হতে হয়, শোনার আকুতি থাকতে হয়,
হাতে সময় থাকতে হয়, ধৈর্য থাকতে হয়, চোখের শীতলতা থাকতে হয়।
যার এই কমফোর্টজোন আছে, সে ব্লেসিং। আর যার নেই সে একা, ভিষণ একা!

মাঝে মাঝে আব্বুকে অনেক বেশিই মিস করি❣️শুভ সকাল।চায়ের ধোয়ার সাথে সবার দুঃখ গুলোও উড়ে যাক........
07/09/2025

মাঝে মাঝে আব্বুকে অনেক বেশিই মিস করি❣️

শুভ সকাল।চায়ের ধোয়ার সাথে সবার দুঃখ গুলোও উড়ে যাক........

সে বড্ড অভিমানী ...........✌ কেউ চলে গেলেও তাকে ফেরাবে নাহ, একাএকা কষ্ট পাবে, না খেয়ে থাকবে।তার না খাওয়ার সংবাদ শুনে সে ...
18/08/2025

সে বড্ড অভিমানী ...........✌
কেউ চলে গেলেও তাকে ফেরাবে নাহ, একা
একা কষ্ট পাবে, না খেয়ে থাকবে।
তার না খাওয়ার সংবাদ শুনে সে কষ্ট পাবে।
এতে একধরনের আনন্দ আছে,,,
সে হাত কাটবে। প্রিয় জিনিস ছুঁড়ে ফেলে দিবে। তার হাসি, খুশি আনন্দ সব সে বিসর্জন দিবে,
বিসর্জন এ এক ধরনের আনন্দ আছে।😊
তাকে 'কেমন আছো' জিজ্ঞাসা করলে সে
হাসি দিয়ে বলবে ভালো আছি, সে কখনো
তাকে বুঝতে দিবে না, সে আসলেই ভালো
নেই।
(কষ্ট প্রকাশ করলে কষ্ট কমতে শুরু করে।
সে কমতে দিবে নাহ)
এতেও একধরনের তৃপ্ততা আছে।😊

প্রিয় অনিমেষ, কেমন আছো? ভাবছো, এতোগুলো বছর পর আমি কোথা থেকে! সেদিন তোমায় দেখলাম অনেকটা দূর থেকে, রাস্তা পার হবার সময়। গা...
13/08/2025

প্রিয় অনিমেষ,
কেমন আছো? ভাবছো, এতোগুলো বছর পর আমি কোথা থেকে! সেদিন তোমায় দেখলাম অনেকটা দূর থেকে, রাস্তা পার হবার সময়। গায়ে একটা হলুদ পাঞ্জাবী, হাতে বাজারের ব্যাগ। চোখে মোটা ফ্রেমের চশমা দেখলাম একটা! বেশ সংসারি লাগছিল তোমায়!
তবু চিনতে এতোটুকু সময় লাগল না! শুধু বয়সের ছাপে একটু মুড়িয়ে গেছো। কিন্তু গালে সেই খোঁচা খোঁচা দাড়ি, ঠোটের পাশে ছোট কালো তিল, সেই নেশা লাগানো ঘোলাটে চোখ, সবটা এক আছে! কেবল চুলে পাক ধরেছে খানিকটা!
অনি, তোমার মনে পড়ে? তুমি যখন বলতে - চুল দাড়ি না কেটে তুমি রবীন্দ্রনাথ হবে, আমি কি রেগে যেতাম সেটা শুনে?
আমি শুধু ভাবি, জীবনের এই ২২টা বছর কিভাবে চলে গেল আমাদের দুজনের থেকে!
সবতো ঠিক-ই ছিলো, হঠাত...

শেষ যেদিন তোমায় দেখলাম, সেদিন এক বর্ষার সন্ধ্যা! রাস্তাটা মরিচবাতি দিয়ে সাজানো ছিল! দুজনে মুখোমুখি দাড়িয়ে সেদিন সিদ্ধান্ত নিলাম, ''আর একসাথে নয়!''
কতোটা সহজে সেদিন এতোটা কঠিন হয়ে সারাজীবনের সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম আমরা?
অনিমেষ, সেই সন্ধ্যায় দুজন দুপাশে হেটে যাওয়ার সময় আমি খুব করে চাইছিলাম, তুমি আমায় একটাবার আটকাও! কিছুটা যাওয়ার পর যখন পিছু ফিরে দেখলাম- তখন নিয়ন বাতির আলোয় তুমি হেঁটে যাচ্ছো! ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছ দূরে কেমন জানি ধূসর হয়ে!

আকাশ ভেংগে খুব জোরে বৃষ্টি পড়েছিল সে রাতে! আমি আমার উত্তরের ঘরটায় বসে তোমার ফোনের অপেক্ষায় ছিলাম! এভাবে রোজ আকাশ কালো করে রাত নামতো, আর আমি আমার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতাম সারাটারাত! তারপর একদিন বুঝে নিলাম,বিধাতা আমাদের সংসারটা একসাথে লেখেননি....

অনি, আমি হাজারবার টের পেয়েছি- "দূরত্ব বাড়ানো সহজ! বিচ্ছেদ সহজ!" জটিল ছিল শুধু তোমার শূণ্যতাটা একেবারে মুছে ফেলা!

অনিমেষ,খুব চেনা রাস্তায় দীর্ঘদিন পরে হাঁটলে এক ধরনের অনুভূতি হয়! সেদিন রাস্তা পার হবার সময় যখন তোমার মুখটা দেখলাম,মুহূর্তেই আমার সমস্ত অতীত চোখের সামনে ওলটপালট হয়ে গেল! সেদিন তোমায় একটু ছুঁয়ে দেখা হয়নি! ২২টা বছর আমাদের এতোটা দূরে সরিয়ে দিল কি করে অনিমেষ??

মাঝে মাঝে ভীষণ ইচ্ছে হয়, পুরাতনে ফিরে যাই! আবার গোধূলীর সময় শহরের শেষ মাথায় বসে জ্যোৎস্নার আলো মাখি!
তোমার মোটা ফ্রেমের চশমার নিচে যত্ন করে লুকিয়ে রাখা চোখের দিকে তাকিয়ে আমি আবার নেশাগ্রস্থ হই!

আচ্ছা অনি, তোমার সেই বইয়ের নেশাটা এখনো আছে? তুমি ভালোবাসতে "বুদ্ধদেব গুহ" আর আমি "সমরেশ মজুমদার"!?
সেই আঠারো কি কুড়ি বছর বয়স তখন আমার! তারপরেই একদিন বসন্তের মতো জীবনে তুমি এলে!

আমার এখন বয়স বেড়েছে অনি! মুখে কুচকোনো চামড়া,চোখের নিচে কালো দাগ, তলপেটের মেদ, মাথায় কমে যাওয়া চুল,শরীরে রোগের বাসা প্রতিমুহূর্তে মনে করিয়ে দেয়- আমি কতোটা মুড়িয়ে গেছি বয়সের তুলনায়! সবাই আমায় সান্ত্বনা দেয়, কিন্তু আমার মন বলে- আমি আর বেশিদিন নেই! অনিমেষ, মৃত্যুর দরজাটা খুব কাছ থেকে দেখছি জানো? এখন একএকটা দিন আমার কাছে কেবল স্রষ্টার উপহার!
বিধাতার খেলা দেখো অনিমেষ, চলে যাওয়ার আগেই বোধহয় তোমায় দেখিয়ে দিলেন তিনি!

অনি, আমরা এখনো এক শহরেই আছি অথচ তাও কতোটা ভীষন দূরে তাইনা? কতোটা পথ হেঁটে গেলে তোমায় ছুঁতে পাবো, তাও জানা নেই!

অনি,তুমি ভালো থেকো! যদি কোনদিন পারো, এসে একবার ছুঁয়ে দিও! হোক সেই মুহূর্তে আমার শরীরটাই আর প্রাণ নেই...! 🙂

কতোগুলো বছর তোমার মুখে "মৃন্ময়ী" ডাকটা শুনিনা অনিমেষ! সখ করে দিয়েছিলে তুমি আমায় নামটা !
অনি...আবার একটাবার ডাকবে আমায় সেই নাম ধরে? চোখ বুজার আগে কেবল একটাবার.....???
এই ব্যস্ত শহরে কোন এক ফিকে সন্ধ্যায়, তোমার সেই পুরোনো ঠিকানায় ফিরে আবার একটাবার... ??
-ইতি তোমার 'মৃন্ময়ী'!

11/08/2025

পৃথিবীর সব থেকে সুন্দর বিষয় হচ্ছে,কোন দুঃখই চিরস্থায়ী নয়!......

এত সুন্দর জায়গা সাথে চা আর তুমি❣সাথে আমাদের ২ কুট্টু বুড়ি😘আর কি লাগে! আলহামদুলিল্লাহ ❤️
10/08/2025

এত সুন্দর জায়গা সাথে চা আর তুমি❣সাথে আমাদের ২ কুট্টু বুড়ি😘আর কি লাগে! আলহামদুলিল্লাহ ❤️

15/09/2021

Coming soon❤️

নিজের কাজ কারো ভালো লাগলে তখন কাজটার অনুপ্রেরণা আরো বেড়ে যায় 🥰Scrapbook review 💙
16/02/2021

নিজের কাজ কারো ভালো লাগলে তখন কাজটার অনুপ্রেরণা আরো বেড়ে যায় 🥰
Scrapbook review 💙

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sadia's Craft posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share