
02/12/2022
ভিডিও টা দেখার পর থেকেই আমার শরীর কাঁপছে৷ বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আমার এটা কোনো মুভির দৃশ্য না৷
জলজ্যান্ত একটা মানুষকে পুরো টিএসসি রোড থেকে টেনে নীলক্ষেতে নিয়ে যাওয়া৷ হায়রে এগুলো কোনো সুস্থ মস্তিস্কের মানুষের কাজ? গাড়ির নিচে একটা ইটের টুকরো পড়লেও ড্রাইভার টের পায় আর সেখানে সারা রাস্তা র**ক্ত চা*ম*ড়া মাখা নারীকে টেনে নিয়ে যাওয়া তাও এতো দূর৷ আহারে কত কষ্ট পেয়ে মানুষটা দুনিয়া থেকে চলে গেলেন৷ অবাকের বিষয় হলো ড্রাইভার সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ই সাবেক শিক্ষক
এদিকে গতকাল ছোট্ট শিশু আয়াতে বাকি এক অংশ পেলো পুলিশ৷ ঐ অংশটুকুর নাম বললাম না৷ শুধু বলবো, আয়াতারে মা যেভাবে চুলে আদর করে ক্লিপ লাগিয়ে গিয়েছিল ক্লিপটা সেভাবেই ছিলো৷
এগুলো লিখতে ইচ্ছা করে না৷ এই দেশ আমার না৷ এখানে আপনে কিছু বলতে ও পারবেন না৷ আমরা কাগজে কলমে শিক্ষিত হচ্ছি কিন্তু মানুষ হিসেবে আমরা শূন্য৷ কোন পাপের শান্তি হিসেবে আমারা বাংলাদেশের বাসিন্দা কে জানে 😊