30/07/2024
শক্ত করে হাত পা বাধো
মুখটাও বেধো যেনো
চেপে ধরো গলার স্বরে
আওয়াজ আসবে কেনো?
চোখের বাঁধন খুলে গেলে
দেখে ফেলি যদি
জলের রঙটা বদলে গেছে
যেন, র*ক্তে ভাসা নদী
হৃদয় খানি পারলে বেধো
ক্ষত গুলো ঢেকে
আর যে আমার ঘুম আসেনা
লা*শগুলো সব ডাকে!
তোমার ঘরেও মানুষ আছে
র*ক্তে মাংসে গড়া
আমরা কী খুব ভিনদেশী আজ?
তবে মা*রতে কীসের তারা?
তোমার র*ক্ত আমার র*ক্ত
সবার র*ক্ত লাল
নিজের সাথে নিজের যু*দ্ধ
আর চলবে কতকাল?
- তাসরিফ খান
৩০শে, জুলাই ।