23/08/2024
"আসুন বন্যার্তদের পাশে দাড়াই"
মানুষ ঘরের চালে উঠেও ঠাঁই পাচ্ছে না, হাঁড়িতে ভাসিয়ে রাখা হচ্ছে শিশুদের, গরু মরে ভেসে যাচ্ছে, খামারের হাজার হাজার মুরগি পানিতে ডুবে মরেছে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে। বৃদ্ধ আর অসুস্থ মানুষদের কষ্টের কথা বলাই বাহুল্য। দেশের এ অবস্থায় আমরা চাই মানুষের প্রয়োজনে এগিয়ে আসতে। আপনাদের সকলকে এগিয়ে আসার জন্য বলা হচ্ছে। আসুন বন্যার্তদের পাশে দাড়াই। আপনার একদিনের হাত খরজের টাকা বাচিয়ে দিতে পারে একজন মানুষের জীবন। মনে করি আজ আপনার অর্থ সঠিক যায়গায় ব্যয় করার সময় এসেছে। দিন শেষে একটা কথাই জানি," মানুষ মানুষের জন্য"