
24/04/2025
~মানবিক সাহায্যের জন্য আবেদন~
আপনারা সকলে অবগত আছেন যে মোঃ তানজিম হাসান,পিতা মোঃশাকিল হোসেনগ্রাম:ভাতঘরা, পোষ্ট:-বুজিডাঙ্গা মুন্দিয়া, থানা:কালীগন্জ,জেলা: ঝিনাইদহ গত মঙ্গলবার কালিগঞ্জ মল্লিক নগর গ্যারেজে ট্রাকের তেলের ট্যাংকে আগুন লেগে তার শরীরের প্রায় ৮০ শতাংশের বেশি পুড়ে যায় এবং তাকে ঢাকা বান ইউনিটে ভর্তি আছেন। তাঁর চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে অর্থের প্রয়োজন, যা তার পরিবারের পক্ষে বহন করা কঠিন হয়ে পড়েছে।
বর্তমানে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী, উন্নত চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে এই ব্যয় বহন করা সম্ভবপর নহে।
অতএব, আপনাদের নিকট বিনীত অনুরোধ, যদি মানবিক বিবেচনায় আমাদের পাশে দাঁড়ান এবং আর্থিক সাহায্য প্রদান করেন, তাহলে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। আপনার সহানুভূতি ও উদারতা আমাদের এই দুঃসময়ে আশার আলো হয়ে উঠবে।
আপনার সাহায্য পাঠানোর জন্য:
[ ব্যাংকঃ
একাউন্ট হোল্ডারঃ
একাউন্ট নং:
রাউটিং নং:
বিকাশঃ 01712859401
নগদঃ 01712859401
বিকাশ/নগদঃ01822581318