ETC Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ETC, Media/News Company, Kaliganj, Khulna.

Official page of ETC-24 , Bangladesh's largest news publisher by reach & volume; Bangla/English/Hindi, Internet-only, a global first, open since 17 September 2022.

~মানবিক সাহায্যের জন্য আবেদন~আপনারা সকলে অবগত আছেন যে মোঃ তানজিম হাসান,পিতা মোঃশাকিল হোসেনগ্রাম:ভাতঘরা, পোষ্ট:-বুজিডাঙ্গ...
24/04/2025

~মানবিক সাহায্যের জন্য আবেদন~
আপনারা সকলে অবগত আছেন যে মোঃ তানজিম হাসান,পিতা মোঃশাকিল হোসেনগ্রাম:ভাতঘরা, পোষ্ট:-বুজিডাঙ্গা মুন্দিয়া, থানা:কালীগন্জ,জেলা: ঝিনাইদহ গত মঙ্গলবার কালিগঞ্জ মল্লিক নগর গ্যারেজে ট্রাকের তেলের ট্যাংকে আগুন লেগে তার শরীরের প্রায় ৮০ শতাংশের বেশি পুড়ে যায় এবং তাকে ঢাকা বান ইউনিটে ভর্তি আছেন। তাঁর চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে অর্থের প্রয়োজন, যা তার পরিবারের পক্ষে বহন করা কঠিন হয়ে পড়েছে।

বর্তমানে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী, উন্নত চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে এই ব্যয় বহন করা সম্ভবপর নহে।

অতএব, আপনাদের নিকট বিনীত অনুরোধ, যদি মানবিক বিবেচনায় আমাদের পাশে দাঁড়ান এবং আর্থিক সাহায্য প্রদান করেন, তাহলে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। আপনার সহানুভূতি ও উদারতা আমাদের এই দুঃসময়ে আশার আলো হয়ে উঠবে।

আপনার সাহায্য পাঠানোর জন্য:
[ ব্যাংকঃ
একাউন্ট হোল্ডারঃ
একাউন্ট নং:
রাউটিং নং:
বিকাশঃ 01712859401
নগদঃ 01712859401
বিকাশ/নগদঃ01822581318

22/03/2025
19/04/2023

সারা বিশ্বের মানুষ যে শহর দেখতে আসে

18/04/2023

আবারো অশান্ত পরিবেশের দিকে ধাবিত হচ্ছে কালীগঞ্জের কাশিপুর বেদেপল্লী

15/04/2023

সৌদি আরবের বরকতময় পাহাড়

12/04/2023

কালীগঞ্জে অবৈধ করাত কলের রমরমা ব্যবসা, সরকার হারাচ্ছেন রাজস্ব

মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি অনুমোদন ছাড়াই চলছে অধিকাংশ অবৈধ ”স” মিল বা করাত কলের রমরমা ব্যবসা। এ কারণে সরকার হারাচ্ছে মোটা অঙ্কের রাজস্ব। উপজেলার বিভিন্ন স্থানে সরকারি নিয়ম ও নির্দেশনা তোয়াক্কা না করে অবৈধভাবে গড়ে উঠেছে অসংখ্য করাতকল।

স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের প্রভাব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় নজরধারি না থাকায় এ উপজেলায় যন্ত্রতন্ত্র ভাবে গড়ে উঠেছে এসব স’মিল বা করাত কল। এসব স’মিলের কারণে উজাড় হচ্ছে বনজ ও ফলদসহ নানান প্রজাতির গাছ। যার ফলে হুমকির মুখে পড়েছে পরিবেশ।
উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন এ উপজেলায় মোট করাত কল আছে ৫০ টি। লাইসেন্স আছে ১৫ টির। আর ১২ টি আছে লাইসেন্স নবায়নের প্রক্রিয়ায়, যার অধিকাংশ কালীগঞ্জ শহরে। সঠিক হিসাব হলো কালীগঞ্জ উপজেলায় মোট করাত কল আছে ৭৭ টির অধিক।

11/04/2023

কালীগঞ্জে নেক ব্লাষ্টে নষ্ট হচ্ছে কৃষকের ধান, এ বিষয়ে কিছু
জানেন না কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন মাঠে ধানের নেক বøাস্ট রোগ দেখা দিয়েছে। এতে ধানের শীষ শুকিয়ে যাচ্ছে। হঠাৎ কয়েক দিনের ব্যবধানে এসব ক্ষেতের ধানে এ রোগ দেখা দেয়। বিশেষ করে ব্রি-৬৩ ধানে এ রোগ বেশি দেখা দিয়েছে। কিছু কিছু ২৮ ধাানের ক্ষেতের এ রোগ দেখা দিয়েছে। অনেকে ঋণ ও ধার দেনা করে চাষ করছেন। ধান নষ্ট হয়ে যাওয়া তারা এখন দিশেহারা। তবে ধানের এ সমস্যার কথা কিছুই জানেন না সংশ্লিষ্ট এলকার উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা। সোমবার সকালে বিষয়টি তাদের অবগত করালে জানান, আজ মিটিং এ আছে কাল খোঁজ নিয়ে দেখবো।
চলতি ইরি মৌসুমে উপজেলায় ১৫ হাজার ৭১৫ হেক্টর জমিতে ধানের চাষ হয়েছে। এরমধ্যে ব্রি ধান ৬৩ চাষ হয়েছে ৩ হাজার ৪০০ হেক্টর জমিতে। তবে এ রোগ দেখা দিলে ট্রাইসাইক্লাজল গ্রæপের ট্রুপার স্প্রে করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

10/04/2023

নিয়ন্ত্রনে নেই কালীগঞ্জ শহরের সড়কগুলো, অবৈধ্য যানবাহন রাস্তার উপর পার্কিংয়ে অতিষ্ঠ পথচারিরা

09/04/2023

মদিনার মসজিদে নববীর সামনে থেকে-মোঃ হাবিব ওসমান

07/04/2023

বৃদ্ধ আমিন আলী ৪ ছেলে সন্তান থাকতে আজ পথে পথে

05/04/2023

ঘো.লা পানিতে মাছ শি.কা.র, গ্রাম-বাংলার ঐতিহ্য

Address

Kaliganj
Khulna

Alerts

Be the first to know and let us send you an email when ETC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ETC:

Share