31/05/2025
বাগেরহাটে শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি
-------------------------------------------------------------------------------
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাগেরহাট জেলা ছাত্রদল ব্যতিক্রমধর্মী একটি উদ্যোগ গ্রহণ করেছে। ‘গ্রিন অ্যান্ড ক্লিন সিটি’ স্লোগানকে সামনে রেখে শহরের নূর মসজিদ মোড়ের আইল্যান্ডে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। শনিবার (৩০ মে) দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম।
বাগেরহাট জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা ছাত্রদল নেতা শেখ আল মামুন। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ছাত্রনেতা ওয়ালিদ হোসেন, জসিম মিনা, গাজী রিয়াজুল ইসলাম, বাহাউদ্দীন আহমেদ, তাজ আহমেদ, ইমন শেখ, কাজী তাসকিন, তানিম, আব্দুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।