IN Creation

IN Creation Welcome to my page. This page uploads photos, videos such as funny videos, romantic video

ইনি হলেন ফুটবল জগতের বিখ্যাত আরব ধারাভাষ্যকার খলিল আল বালোশি। গত সোমবার একটি ম্যাচ চলাকালীন সময়ে কিছু শ্বেতাঙ্গ বাচ্চাদে...
29/09/2025

ইনি হলেন ফুটবল জগতের বিখ্যাত আরব ধারাভাষ্যকার খলিল আল বালোশি। গত সোমবার একটি ম্যাচ চলাকালীন সময়ে কিছু শ্বেতাঙ্গ বাচ্চাদের হাসতে খেলতে দেখলেন। এই দৃশ্য দেখে তিনি অসহায় হয়ে গেলেন এবং চোখ দিয়ে পানি ঝরে পড়লো। তিনি বললেন, "মিষ্টি বাচ্চারা! প্রচুর হাসুন কিন্তু আরেকটি জগৎ আছে (ফিলিস্তিন), যেখানে আপনার কিছু বন্ধু আছে যারা হাসতে খেলতে জানে না"

collected..

06/04/2025

📜❤️‍🩹ইতিহাসের পাতায় লেখা থাকবে— পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর, তবু গাজার রক্ষার্থে একটি বোমাও উড়ে আসেনি।

📜❤️‍🩹মিশরের বুক চিরে নীলনদ বয়ে গিয়েছে শতাব্দীর পর শতাব্দী, যা প্রাণ জুগিয়েছে আফ্রিকার মরুভূমিকে। অথচ, পাশেই গাজার শিশুরা তৃষ্ণায় কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়েছিল।

📜❤️‍🩹সৌদি আরব, আরব আমিরাত ছিল তেলের সাগরে ভেসে থাকা বিলাসী সাম্রাজ্য, কিন্তু, গাজার অ্যাম্বুলেন্স-গুলো পেট্রোল না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল নিঃশব্দে, নিরূপায়। নিরবতা যেনো তাদের একমাত্র আর্তনাদ।

📜❤️‍🩹সর্বোচ্চ আশা-প্রত্যাশার অসংখ্য চোখ তাকিয়ে ছিল তুরস্কের দিকে। নেতৃত্বের স্বপ্নে বিভোর, ‘উম্মাহ’র দাবি করা মুখপাত্র। তবু, গাজার জন্য তারা কিছুই করলো না। না রসদ-সামগ্রীর সাহায্য, সামরিক সহযোগিতা, না নিরাপত্তা নিশ্চয়তায় কূটনৈতিক আগ্রাসন..

💔❤️‍🩹গোটা বিশ্বের মুসলমানদের ছিল ৫০ লাখ সৈন্য, ছিল ট্যাংক, ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, স্যাটেলাইট, গোয়েন্দা বাহিনী, ছিল আধুনিক প্রযুক্তি, এমনকি হাইড্রোজেন পরমাণু বোমা— কিন্তু, গাজার আকাশে একটাও ছায়া পড়েনি। গাজার দিকে কেউ হাঁটেনি।

💔❤️‍🩹সবকিছু থাকবে ইতিহাসে। গাজার মতোই– কাশ্মীর, উইঘুর, রোহিঙ্গা সহ বিভিন্ন প্রান্তে জুলুমাতের অন্ধকারে থাকা মুসলমানদের কথা। তবে, সবচেয়ে করুণভাবে লেখা থাকবে– 'তারা চুপ ছিল। সবাই নিরব ছিল। মৃত্যুর চেয়েও গভীর ছিল সে নীরবতা।'
😰😰😰😰😰😰😰😰😰😰😰

✅❤️আল্লাহর সাহায্য আসবে......ইনশাআল্লাহ ।

প্রকৃতির ছায়ায় ঈদের নামাজ 💗© মাহাত
31/03/2025

প্রকৃতির ছায়ায় ঈদের নামাজ 💗

© মাহাত

এটা একটু বেশিই সুন্দর 🥹💗
31/03/2025

এটা একটু বেশিই সুন্দর 🥹💗

Address

Kuet, Teligati
Khulna
9203

Alerts

Be the first to know and let us send you an email when IN Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to IN Creation:

Share