Sharmin Fashion

Sharmin Fashion আসসালামু আলাইকুম

05/09/2024

🙅‍♀️রান্নার প্রয়োজনীয় ৭ টিপসঃ- ✌️✌️

🔸১)শুকনা মরিচ টালার সময় অল্প লবণ দিন, এতে ধোঁয়ায় কাঁশি হবে না।

🔸২)যাদের কোষ্ঠকাঠিন্য আছে তারা নিয়মিত খাদ্য তালিকায় শাক রাখুন।

🔸৩)শাক ঘন ঘন নেড়ে রান্না করলে শাকের রং ভালো থাকে।
শাক বেশিক্ষণ ঢেকে রান্না করলে শাকের রং নষ্ট হয়ে যায়।

🔸৪)পাউরুটি ফ্রিজে রাখলে শক্ত হয়ে যায় তাই এয়ারটাইট বক্স করে ডিপ ফ্রিজে এ রাখুন একদম ভালো থাকবে।

🔸৫)সুজিতে অনেক সময় পোকা হয়,তাই বাজার থেকে সুজি আনার পর সুজি গুলো হালকা টেলে রেখে দিলে আর পোকা হবেনা।

🔸৬)রাইস কুকারে ভাত রান্না করার সময় তাতে কয়েক ফোঁটা রান্নার তেল দিলে ভাত আঠালো হবে না আর ভাত ঝরঝরে হবে |

🔸৭)রান্নার পর পাস্তা বা নুডলস কে ঝরঝরে পেতে চাইলে সেদ্ধ করার সময় পানিতে কিছুটা তেল দিয়ে দিন আর সেদ্ধ করার পরপরই ঠান্ডা পানিতে ধুয়ে নিন।

😊ধন্যবাদ😊

কপি পোস্ট

04/09/2024

অন‍্যকে দেখে শিখুন কিন্তু অ‍ন‍‍্যের কথায় সিদ্ধান্ত নিবেন না...
আপনার জীবনের প্রত‍্যেকটি সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে।
জীবন টা আপনার,,জীবনের প্রত‍্যেকটি সময় কে সমানভাবে মূল‍্য দিন। সময় চলতেই থাকবে আর তাই অলসতা নয় পরিশ্রমী এবং সচেতন হন।

😋😋ফুসকা❤❤
15/07/2024

😋😋ফুসকা❤❤

💦খেজুর একটি অত্যন্ত পুষ্টিকর খাবার। এতে প্রচুর পরিমাণে শর্করা, খনিজ পদার্থ এবং ভিটামিন থাকে। খেজুর খেলে দীর্ঘক্ষণ পেট ভর...
15/07/2024

💦খেজুর একটি অত্যন্ত পুষ্টিকর খাবার। এতে প্রচুর পরিমাণে শর্করা, খনিজ পদার্থ এবং ভিটামিন থাকে। খেজুর খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে এবং শরীরে শক্তির যোগান ঘটে।

সকালের নাস্তায় খেজুর খাওয়ার উপকারিতা:

☞ শক্তি বৃদ্ধি করে: খেজুরে প্রচুর পরিমাণে শর্করা থাকে যা দ্রুত শরীরে শক্তি সরবরাহ করে।
☞ পেট ভরা রাখে: খেজুরে ফাইবার থাকে যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখে।
☞ হজমশক্তি বৃদ্ধি করে: খেজুরে থাকা ফাইবার হজমশক্তি বৃদ্ধি করে।
☞ রক্তাল্পতা দূর করে: খেজুরে আয়রন থাকে যা রক্তাল্পতা দূর করে।
☞ হাড় মজবুত করে: খেজুরে ক্যালসিয়াম থাকে যা হাড় মজবুত করে।
☞ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে: খেজুরে থাকা ভিটামিন এবং খনিজ পদার্থ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

15/07/2024

চেষ্টা না করে তাকদিরকে দোষ দিবেন না! উত্তম কিছু পেতে হলে অবশ্যই, সালাত, দু'আ, ধৈর্য্যের পাশাপাশি হালাল ভাবে চেষ্টা করতে হবে!

মানুষ তাই পায়! যা সে চেষ্টা করে!
[ সূরা-নাজম : ৩৯ ]

14/07/2024

💦💦💦💦💦

14/07/2024

'নফসকে প্রশ্ন করলাম??
আমি তো তোমার সব আবদার মেনে নিই,কিন্তু তুমি কেন আমার কোনো আবদার মানো না??

নফস উত্তর দিলো??
আমাকে কেউ হুকুম করবে এটা আমি মানতে পারি না!!

তুমি আমার আবদার মানো সেটা তোমার দোষ,আমার দোষ নয়!!

তখন বুঝে নিলাম নফসের মতো,ধোঁকাবাজ,স্বার্থপর,প্রতারক,মিথ্যাবাদী,ছলনাময়ী আর কেউ নেই!!
আমি তার খপ্পরে পড়ে নিজেরই ক্ষতি করছি!!

“আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন শাররি নাফসি!!
অর্থঃ হে আল্লাহ, আমি আপনার নিকট আমার নফসের খারাপি থেকে আশ্রয় চাই!!

আল্লাহ আমাদের নফসের থেকে হেফাজত করুক! আমিন!

14/07/2024

আমার মতো এত যত্ন কইরা কেউ কোনদিন তোমারে ভালবাসবো না মিলায় নিও ...!😅💔

13/07/2024

ধৈর্য রাখুন,সবর করুন; 💚
আপনাকে নিয়ে সৃষ্টিকর্তার সুন্দর একটা পরিকল্পনা আছে।❤️
শুধুই সময়ের অপেক্ষা..🤍

13/07/2024

পুরুষ আটকায় শেষ বয়সে, যখন তার আর গতি থাকে না, যখন সমাজে বা পরিবারে তার বিশেষ কোন দরকার পরেনা।
ছেলে মেয়েরা বড় হয়ে যার যার জীবন গড়ে নেয়, পুরুষ শেষ বয়সে বউয়ের নামে তখন একটা বাড়ি করে, কিংবা একটা ফ্ল্যাট কিনে, তখন বউ ছাড়া তার আপন আর কেও থাকেনা।

পোস্ট অফিসের লাখ পঞ্চাশ টাকা তখন বউয়ের নামেই থাকে, ব্যাংক ব্যালেন্স, পেনশনের টাকা তখন আর নমিনি নয়, একদম বউয়ের নামেই জমা রাখে।

অথচ যৌবনে এতে ছিলো বড্ড অনিহা, বউ যদি তার টাকা নিয়ে অন্য কারো সঙ্গে চলে যায়! তাই বৃদ্ধকালে পুরুষ আটকায় বউয়ের আঁচলে, যখন তার বাবা মা পৃথিবীতে থাকে না।

বাবা মা জীবিত থাকলে কোন পুরুষই স্ত্রীর মান সম্মানের প্রতি সচেতন থাকে না, তখন তারা চিন্তা করে বৌ কে বেশি ভালোবাসলে সমাজ যদি তাকে নিন্দা করে,পুরুষ আটকায় যখন স্ত্রী ছাড়া তার আর কোন অপশন নেই।

যৌবন থাকতে বউকে বলে আমার কোন কিছুই তোমার নয়, তোমাকে আমার প্রয়োজন নেই,
আর বৃদ্ধ বয়সে বলে, আমার সব সম্পদ তোমার, তুমি ছাড়া আমার কেও নেই।
বোকা পুরুষ এটা বুঝে না, যৌবনে যার সাথে গভীর প্রণয় হলো না, বৃদ্ধ বয়সে তাকে আটকিয়ে কি লাভ! বৃদ্ধ পুরুষটির সাথে তার স্ত্রীরও তখন এক পা কবরে।‌

এতো সম্পদ দিয়ে স্ত্রী তখন কি করবে, যার যৌবণে একটা শখ পূরণ করতে সারারাত কাঁ'দতে হয়েছে।

সামর্থ্য থাকা সত্বেও যারা বউকে কষ্ট দেয়, সামান্য ভালোবাসা, সামান্য সম্মান স্নেহ যে পুরুষ বউ কে দিতে পারেনা,
সে পুরুষ শেষ বয়সে বউ এর সেবা, ভালোবাসা, সময় পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে!

সংগৃহিত

Address

Noapara
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sharmin Fashion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share