শান্তি সংঘ

শান্তি সংঘ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from শান্তি সংঘ, Khulna.

মানুষ মানুষের জন্য , তবেই তো জীবন ধন্য
অনুদানের অর্থ পাঠাতে পারেন বিকাশ ও নগদে ,☎️ 01951 928392

আমাদের বর্তমান কর্মসূচিঃ
🔴 রাস্তা সংস্কার
🔵 প্রতিবন্ধীদের মাঝে বস্ত্র বিতরণ।
🟡 পরিত্যক্ত পানির ফিল্টার সংস্কার
♿ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার প্রদান

25/07/2025

🌱 লালুয়া রাস্তা সংস্কার কাজ শুরু! 🛠️

বৃষ্টিতে হাঁটারও উপযুক্ত ছিল না এই কাঁচা পথ।
বাচ্চাদের স্কুলে যাওয়া, অসুস্থদের হাসপাতালে নেওয়া —
সবই হয়ে উঠেছিল কষ্টের এক যাত্রা।

তবে, অবশেষে শুরু হয়েছে লালুয়া গ্রামের রাস্তাটি সংস্কারের কাজ।
এটা শুধু একটা রাস্তা না — এটা হলো আশার পথে ফিরে আসা।

🤝 আমরা বিশ্বাস করি, ছোট ছোট উদ্যোগই বদলে দিতে পারে একটি গ্রামের ভবিষ্যৎ।

📸 নিচের ছবিটা সেই পরিবর্তনেরই প্রমাণ।

🧡 পাশে থাকুন, উৎসাহ দিন —
আমরা একসাথে গড়বো সুন্দর আগামীর পথ।
#শান্তি_সংঘ #লালুয়া_গ্রাম #রাস্তা_সংস্কার #মানবকল্যাণ #গ্রামউন্নয়ন

23/07/2025

কোহিনুর বিবির কুঁড়েঘর 🛖
একটি ঘর, যেখানে প্রতিটি দেয়ালে লুকিয়ে আছে কষ্টের ইতিহাস…
নিরাপদ বাসস্থানের অভাবে প্রতিদিনই সংগ্রাম করেন কোহিনুর বেগম। মাটির উপর বাঁশ ও টিনে তৈরি এই ভাঙাচোরা কুঁড়েঘরে চলছে তার জীবনযুদ্ধ।

🔥 মানবিক সহায়তা প্রয়োজন
আমরা চাই, এই ভিডিওর মাধ্যমে তার কষ্টের গল্পটি সকলের কাছে পৌঁছে যাক। আপনার একটি শেয়ার, একটি সাহায্য তার জীবনে আলো এনে দিতে পারে।

▶️ পুরো ভিডিওটি দেখুন এবং জানুন—
“জীবন কেমন চলে এই কুঁড়েঘরের ভিতর…”

22/07/2025

নতুন মশারি প্রদান- শান্তিতে ঘুমাতে পারবে

20/07/2025

আমার স্বাস্থ্য পরীক্ষা ।
নিয়মিত স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া

18/07/2025

নদী থেকে যেভাবে হরিনা চিংড়ি সংগ্রহ করা হয়

17/07/2025

অসুস্থ অবস্থায় পড়ে আছেন দীর্ঘদিন
দেখার মত কেউ নেই ?

14/07/2025
02/07/2025

বদলে গেল লালুয়া গ্রাম — রাস্তা সংস্কারে গ্রামবাসীর ঐক্যবদ্ধ উদ্যোগ

খুলনা জেলার কয়রা উপজেলার লালুয়া গ্রামের দীর্ঘদিনের অবহেলিত কাঁচা রাস্তা অবশেষে সংস্কার করা হয়েছে। বর্ষাকালে কর্দমাক্ত ও চলাচলের অযোগ্য হয়ে পড়া এই রাস্তাটি গ্রামবাসীর নিত্যদিনের যাতায়াতে ছিল বড় বাধা। বিশেষ করে স্কুলপড়ুয়া শিশু, রোগী এবং কৃষকদের জন্য ছিল চরম দুর্ভোগের কারণ।

এই সমস্যার সমাধানে এগিয়ে আসে লালুয়া বাগালী আগমনী স্পোর্টিং ক্লাব এবং স্থানীয় জনসাধারণ। গ্রামের যুবক থেকে বৃদ্ধ—সবাই হাতে হাত মিলিয়ে রাস্তা সংস্কারে অংশ নেয়। নিজেদের চাঁদা, শ্রম এবং উৎসাহেই তারা এই মহৎ কাজ সম্পন্ন করে।

সংস্কারকৃত রাস্তাটি এখন ইটের সলিড ঘাঁটি দিয়ে তৈরি, যা বর্ষাতেও চলাচলের উপযোগী থাকবে বলে আশা করছেন এলাকাবাসী। এই উদ্যোগের ফলে লালুয়া গ্রামবাসীর মধ্যে এক নতুন আশার সঞ্চার হয়েছে এবং প্রমাণ হয়েছে—ইচ্ছা, ঐক্য ও উদ্যোগ থাকলে যেকোনো পরিবর্তন সম্ভব।

এলাকার মানুষ আশাবাদী, ভবিষ্যতে এমন আরও উন্নয়নমূলক কাজে সকলে একসঙ্গে এগিয়ে আসবে।

এই মহৎ কাজে দান করে আপনিও অংশগ্রহণ করতে পারেন, আপনার অনুদানের অর্থ পাঠাতে এখনই যোগাযোগ করুন
শান্তি সংঘ
পরিচালক : মোঃ মহিদ হাসান
০১৯৫১-৯২৮৩৯২

শ্রদ্ধেয় আমিরুল ইসলাম কাগজী ,আপনার পক্ষ থেকে আমাদের এলাকার রাস্তার দুরবস্থার বিষয়ে গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করায় আম...
30/06/2025

শ্রদ্ধেয় আমিরুল ইসলাম কাগজী ,

আপনার পক্ষ থেকে আমাদের এলাকার রাস্তার দুরবস্থার বিষয়ে গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করায় আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। একজন সচেতন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আপনি সাধারণ মানুষের সমস্যা গণমাধ্যমে তুলে ধরেছেন, যা নিঃসন্দেহে একটি সাহসী ও প্রশংসনীয় উদ্যোগ।

আপনার এই সহযোগিতা আমাদের এলাকার উন্নয়নের পথে এক ধাপ অগ্রসর হতে সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি।

30/06/2025

Neglected Road in Lalua-Bagali Village, Koyra: A Daily Struggle for Locals

🖊️ Mohid Hasan, Local Correspondent :
Shantisangha

📰 Report:
The road connecting Lalua and Bagali villages under Koyra Upazila in Khulna district has turned into a nightmare for the local residents. Years of neglect, lack of maintenance, and seasonal damage have left the road in a dangerously broken condition — riddled with potholes, mud, and erosion.

Thousands of people rely on this road daily — school children, farmers, emergency patients, and workers. During the rainy season, the road becomes nearly impassable, especially for rickshaws, vans, and even motorbikes. In some places, the road is submerged in knee-deep water or completely broken off, posing serious risks of accidents.

Speaking to this correspondent, several villagers expressed their deep frustration.
"We’ve submitted complaints multiple times, but no one is listening," said one frustrated farmer.
Another elderly resident said, "We pay taxes and vote every election, but can’t even walk to the market safely. How long will this suffering continue?"

Local business owners also report losses due to transport delays and difficulty reaching markets. Many patients face severe difficulties reaching health centers, especially at night or during emergencies.

Despite repeated appeals to local representatives and the Union Parishad, no significant action has been taken. Social organizations and concerned citizens are now urging the Upazila administration and LGED to take urgent steps to repair this vital road.

লালুয়া গ্রামের প্রধান সড়কের বেহাল দশা খুলনার কয়রা উপজেলার লালুয়া-বাগালী গ্রামের রাস্তার বেহাল দশা: ভোগান্তিতে হাজারো...
29/06/2025

লালুয়া গ্রামের প্রধান সড়কের বেহাল দশা

খুলনার কয়রা উপজেলার লালুয়া-বাগালী গ্রামের রাস্তার বেহাল দশা: ভোগান্তিতে হাজারো গ্রামবাসী

প্রতিবেদন:
খুলনা জেলার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের অন্তর্গত লালুয়া গ্রামের রাস্তার অবস্থা বর্তমানে চরম অবনতি পর্যায়ে পৌঁছেছে। দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় কাঁচা ও খানা-খন্দে ভরা এই রাস্তা দিয়ে চলাচল এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তাটি ব্যবহার করে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অসুস্থ রোগী, কৃষক ও সাধারণ মানুষ চলাচল করে। বর্ষার সময় এই রাস্তা কর্দমাক্ত হয়ে যায়, তখন রোগী নিয়ে হাসপাতালে যাওয়াও একপ্রকার যুদ্ধের মতো হয়ে দাঁড়ায়। এলাকার ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়ছেন, কারণ পণ্য পরিবহনে দেরি ও ভোগান্তি বাড়ছে।

গ্রামবাসীদের অভিযোগ, বহুবার স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ করেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। রাস্তাটি সংস্কারের জন্য এলাকাবাসীর প্রাণের দাবি।

এ বিষয়ে স্থানীয় একজন প্রবীণ মুরুব্বি বলেন, "আমরা তো ভোট দিই, কিন্তু রাস্তা পাই না। আমাদের এই দুর্ভোগ কে দেখবে?"

স্থানীয় সাংবাদিক ও সচেতন মহল রাস্তাটি জরুরি ভিত্তিতে মেরামতের দাবি জানিয়েছেন এবং সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Address

Khulna

Telephone

+8801703274129

Website

Alerts

Be the first to know and let us send you an email when শান্তি সংঘ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শান্তি সংঘ:

Share