Mr. Khan

Mr. Khan It is a dynamic tribune that provides creative contents about nature & historical places. Also represents many kind of missions and seminars.

Feel free to ''Follow" and "Share" my videos.

 #রাজনীতি হচ্ছে ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলার শিল্প ছাড়া আর কিছুই না !!  ... #ভলতেয়ার
22/07/2025

#রাজনীতি হচ্ছে ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলার শিল্প ছাড়া আর কিছুই না !!
... #ভলতেয়ার

নতুন ডিজাইনের ছয়টি নোটের ছবি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। নোটগুলোর মধ্যে রয়েছে- ৫০০, ২০০, ১০০ ও ১০ টাকা মূল্যমান ব্যাংক...
02/06/2025

নতুন ডিজাইনের ছয়টি নোটের ছবি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। নোটগুলোর মধ্যে রয়েছে- ৫০০, ২০০, ১০০ ও ১০ টাকা মূল্যমান ব্যাংক নোট এবং ৫ ও ২ টাকা মূল্যমান কারেন্সি নোট।

এসব নোটে দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক, প্রাকৃতিক ও সাংস্কৃতিক প্রতীকগুলোকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। প্রতিটি নোটে রয়েছে নতুন গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষর।

# ৫০০ টাকার নোটের সামনে বামপাশে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি ও মাঝখানে শাপলার ছবি রয়েছে। পেছনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি আছে। নোটটি সবুজ রঙের।

# ২০০ টাকার নোটের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা লেখা এবং শাপলার ছবি রয়েছে। পেছনে জুলাই ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় ছাত্রদের আঁকা একটি গ্রাফিতির ছবি আছে। নোটটি হলুদ রঙের।

# ১০০ টাকার নোটে সামনে বাগেরহাটের যাট গম্বুজ মসজিদের ছবি এবং পেছনে সুন্দরবনের ছবি রয়েছে। নীল রঙের এই নোটে শাপলার ছবি রয়েছে।

# ১০ টাকার নোটের সামনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছবি এবং পেছনে আবার গণঅভ্যুত্থানের সময় আঁকা গ্রাফিতি আছে। নোটটি গোলাপি রঙের।

# ৫ টাকার নোটের সামনে ঢাকার তারা মসজিদের ছবি এবং পেছনে গণঅভ্যুত্থানের গ্রাফিতি রয়েছে। নোটটি গোলাপি রঙের।

# ২ টাকার নোটে সামনে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ছবি এবং পেছনে রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধের ছবি রয়েছে। নোটটি হালকা সবুজ রঙের।

সব নোটেই রয়েছে জাতির ইতিহাস ও সংস্কৃতির নানা দিক তুলে ধরার চেষ্টা। এছাড়া জলছাপে রয়েল বেঙ্গল টাইগারের ছবি, মূল্যমান ও বাংলাদেশ সরকারের মনোগ্রাম।

সূত্র: ঢাকা পোস্ট

Address

Khulna
9100

Alerts

Be the first to know and let us send you an email when Mr. Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mr. Khan:

Share