নৈঃশব্দ্য কবিয়াল ツ

নৈঃশব্দ্য কবিয়াল ツ ~ হিসাববিজ্ঞানে বেশ দুর্বল ছিলাম তা-ই হিসাব কষতে গিয়ে ভালোবেসে ফেলেছিলাম!🙂🌸

27/05/2025

~তোমাকে যা কিছু বলতে ইচ্ছা করে, তা এখন আর তোমাকে বলি না। ডায়েরির পাতায় নোটপ্যাডে, সেই সব কথাদের জমা করে রাখি। কখনো বা তোমার ইনবক্সে লিখে আবার ব্যাকস্পেসে মুছে ফেলি সব। কী লাভ তোমাকে জানিয়ে? তুমি বুঝবে সে সব শব্দের লুকায়িত আর্তনাদ। তুমি কী কখনো খুজবে সে সব কথার মানে। রাত জাগার গল্প, তুমিহীন বিষন্নতার গান। জানি এইসব কথাদের কোন মানে হয় না, কোন মানে হয়না তোমার জন্য কষ্ট পাওয়া আমার অনূভুতিদের। সেটা আমি বুঝি টের পায়। কী বিধ্বস্ত এক অনূভুতি অথচ কী নির্মম সত্যি, তাই না বলো।
বাংলায় কিছু শব্দ আছে জানো, খুব গভীর যেমন মায়া, পিছুটান কিংবা অপেক্ষা। কত মানুষ আছে ঠিক সময়ের অপেক্ষা করতে করতে ঠিক জায়গায় পৌঁছাতে পারে না। সেসবে আমাকে খুব ভোগাই।আমার মাঝে মাঝে মনে হয় তোমাকে আর কষ্ট না দিয়ে আমার ভুলে যাওয়া উচিত কিন্তু তোমার সাথে চলা সেই পথ আর ভুলতে পারি কই, তোমার আঁকা সেই ছবির দিকে না চেয়ে থাকতে পারি কই, তোমার জন্য লিখতে থাকা সেই লাইন গুলো বন্ধ করি কই, জ্বরের ঘোরে তোমার নাম আর ভুলতে পারি কই।
জানো, আমার এ শহর বড় নিষ্ঠুর, একাকী। বৃষ্টি নামলে যেন আরো একটু বেশিই নিষ্ঠুর হয়ে যায়। আলো-আঁধারির মাঝে ভিজে রাস্তায় আমার আশেপাশে ভেসে বেড়ায় তোমার সৃতি। আমি হাত বাড়াই, ভাবি হয়তো বৃষ্টির ফোঁটার সাথে ছোঁয়া পাবো তোমার কিন্তু না, ধরাছোঁয়ার বাইরে তুমিটাকে আর ছুঁতে পায় না, দেখা হয় না সুনয়না দুটি চোখকে।

~নৈঃশব্দ্য কবিয়াল

22/05/2025

~দুঃখ যেন আমার ছোটবেলার নতুন কেনা ঈদের জামা, পুরাতন হবে বলে আমি খালি তারে লুকাতে চাই!

12/05/2025

~ আমি আবার প্রেমে পড়েছি। হ্যাঁ! আমি আবার প্রেমে পড়েছি, তবে সাধারণ দশটা প্রেমার্তের মতো কোন মুগ্ধ করা চাঁদ বা কোন সুদর্শনা মায়াবতী আমাকে মুগ্ধ করেনি। করেছিল একবারই কোন এক সুন্দর চোখের সুনয়না তবে সেও এখন কয়েক আলোকবর্ষ আগের সুন্দর সুখকর এক অতীত মাত্র। এখন শুধু উপলব্ধি করি সে-ও বোধহয় আমাকে মনে করে, আমিও অবুঝ রঙধনু চোখের পথিক।

আমি আবার প্রেমে পড়েছি, আমি আবারও মুগ্ধ হয়েছি নিঃসঙ্গ নিজের প্রতিচ্ছবিতে, একাকী রাত আমায় আঁকড়ে ধরেছে বুকের পাঁজর মেলে। আমি আবার প্রেমে পড়েছি, একাকীত্বের ভূত আমায় আলিঙ্গনে গ্রাস করেছে। আমি আবার মুগ্ধ হয়েছি একাকী শেষ রাতের। আমি মুগ্ধ হয়েছি মধ্যে রাতে নাক বন্ধ করে কষ্ট ওড়ানো নীরব বিষবাষ্পের প্রেমে। আমাকে আকৃষ্ট করছে আমার ব্যথায় জ্বলে পুড়ে শেষ হওয়া দু’মিনিটের নিঃশ্বাসে জমে থাকা বিষণ্ণতার ধ্বংসাবশেষে। আমাকে বোধহয় সে ভালোবেসে ফেলেছে, যে আমার কষ্ট ভাগ করে নিতে নিজেকে জ্বালিয়ে নির্বাকে ক্ষয় হয়ে গিয়েছে। আমি আবার প্রেমে পড়েছি, আমার আঁধার পছন্দ বলে যে রাত অন্ধকার হয়ে আমায় সঙ্গ দিয়েছে।

~ নৈঃশব্দ্য কবিয়াল

05/04/2025

~আমাকে একটু ভালোবাসা যাবে? খুবই স্বল্প পরিমাণ, না তার থেকেও কম, একেবারে কম,যাবে? একটু ভালোবাসা।

আমার একটু যত্ন নেওয়া যাবে? একদমই কম, ধরো আমি তোমাকে বললাম 'আমার মন খারাপ' তুমি বললে 'অসুবিধা নেই একটু পর ঠিক হয়ে যাবে'। মন আমার ভালো না হোক শুধু এই অল্প যত্নটুকু নেওয়া যাবে?
আমি বোধহয় খুব অল্প কিছুর অভাবে মারা যাব। আমাকে কেউ সেই অল্পটুকু দেবে..?🙂

04/04/2025

~মনে পড়ে মনও পোড়ে!🙂

08/03/2025

~ আমাদের সমাজে কী নারীরা এখনো নিরাপদ?
আমরা কী আদোও তাদের সম্মান, শ্রদ্ধা , নিরাপত্তা দিতে পেরেছি? তো পারি-ই নাই যখন তখন সোশ্যাল মিডিয়ায় নারী দিবস নিয়ে এতো নকশা করার কী আছে।লোক দেখানো প্রতিবাদী পোস্ট করে এতো রঙ্গ করার কী দরকার। যে দেশে আমার বোনের নিরাপত্তা আমি দিতে পারলাম না সে দেশে আবার নারী দিবস কীসের। আমাদের মনুষ্যত্বের অধপতন দেখে মাঝে মাঝে অবাক হতে হয়, সবটা কেবল লোক দেখানো আর প্রতিবাদটা কেবল সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক সীমাবদ্ধ। কী আজব, ইফটিজার ইভটিজিং করে বাসায় এসে নারীর অনিরাপত্তা নিয়ে সরকারের বিরুদ্ধে পোস্ট করে, নিজের ঘরের বউকে উঠতে-বসতে নির্যাতন করা কাপুরুষ সোশ্যাল মিডিয়ায় অন্য নির্যাতিত নারীর পাশে দাঁড়ায়। নিজের মায়ের খবর না নেওয়া ছেলে মানবতার ফেরিওয়ালা হয়। সামাজটা কেমন রহস্যময় তা-ই না, সমাজের মতো এখানে থাকা মানুষ গুলোও রহস্যের চাদরে ঢাকা।তা-ই আমার মাঝে মাঝে মনে হয় মানুষ নিয়ে মনুষ্যত্ব নিয়ে খুব বেশি গবেষণা করা উচিত। বাকি সব ফেলে মানুষ নিয়ে ভাবা উচিত, যদি মানুষকে-ই না চেনা যায় তো বাকি সব দিয়ে কী হবে। আমার ধারনা আমরা হয়তো স্বভাবতই মানুষ, মনুষ্যত্ব আর পাইনি।আমারা যে মনুষ্যত্বহীন ওটা বোঝার জন্য হয়তো কোন রকেট সায়েন্স জানার প্রয়োজন নেই নিউজ ফিড রিফ্রেশ দিলেই বোঝা যায় ৫-৬ বছরের শিশু ধর্ষন হচ্ছে, বাবা মেয়েকে ধর্ষন করছে, শিক্ষক ছাত্রী কে ধর্ষন করছে বাকী অপরাধ নাহয় বাদ-ই থাকলো, আমি কালকে থেকে বুঝতে পারছি না ৫-৬ বছরের একটা শিশুর মধ্যে এমন কী দেখলো যেটা দেখে তার যৌবন, পুরুষত্ব একদম উতলে উঠলো তাকে তো হয়তো প্রথম দেখায় চিহ্নিতও করা যাবে না ছেলে নাকি মেয়ে,সত্যি আমার বুঝে আসেনা সে কী দেখে সিডিউস হলো। আর আমরা এগুলো দেখছি কষ্টের গান লাগিয়ে শেয়ার দিচ্ছি, কেউ কমেন্টে বিচার চাচ্ছি সবই সোশ্যাল মিডিয়ায় পর্যন্ত সীমাবদ্ধ, আবার নতুন কোন টপিক পেলে এসব একদম ভুলে যাবে। আসেন না ভাই আমরা শুধু প্রতিবাদ সোশ্যাল মিডিয়াকেন্দ্রিক না করে বাস্তবে করি একজন ধর্ষকে ধরে তার লেবুজোরা কেটেনিন বা দুই একটাকে ওপেন ফাঁসি দিয়ে দেন। নতুবা সারাজীবনেও নারী দিবস নিয়ে লোক দেখানো পোস্ট করে গেলেও এর পরিবর্তন আসবে না কারণ কাজটা দিন শেষে আপনার আমার মতো মনুষ্যত্বহীন মানুষরাই করছি।

~ নৈঃশব্দ্য কবিয়াল

02/03/2025

~মন থেকে যার প্রতি অনূভুতি আসে,যার প্রতি টান আসে, মায়া আসে, ভালোলাগা-ভালোবাসা আসে, তার সঙ্গ পাওয়াটাই পৃথিবীতে সবচেয়ে দুষ্কর।

মানুষ একা না হলে নিজের জন্য মায়া করে না। আর যখন নিজের জন্য মায়া করে, নিজের কথা ভাবে তখন-ই মানুষ একা হয়ে যায়, নিঃস্ব হয়ে যায় আর নিঃস্ব হয়ে যাওয়ার মধ্যে এক অন্যরকম আনন্দ আছে। নতুন করে আর কিছু হারানোর ভয় থাকে না। কেউ আগলে রাখবে বলেও মন আশায় বুক বাঁধে না। আর তুমি বলো তোমার সঙ্গতাই অভ্যাসের কথা, অভ্যাস তো আমাকে একবার-ই ছুঁতে পেরেছিল, দেখ এখনো কী নিদারুণ ভাবে তুমি আমার অভ্যাস। এই অভ্যাস আমায়, অন্য সবকিছুকে ঝাপসা দেখায়। তোমার কাছে হয়তো আমি নিঃসঙ্গতার শেষ স্তর তবে আমার কাছে পরম সৌভাগ্যের ব্যাপার সুনয়না, আমি যে তোমার সঙ্গ পেয়েছিলাম!

~ নৈঃশব্দ্য কবিয়াল

01/03/2025

~মাঝে মাঝে মানুষের সঙ্গ
ঔষধের মতো কাজ করে..!

~হুমায়ুন আহমেদ

27/02/2025

বন্ধু হলো, যাদের সাথে মজা করতে গেলে দুবার ভাবতে হয় না। ফোন করতে গেলে ঘড়ি দেখতে হয় না। যাদের নিজস্ব বলতে কিছু হয় না। তাদের নিজস্ব জীবনে চলন বলনে নাগ গলানো যায় অনায়সে কোন অনুমতির প্রয়োজন পরে না। এক কথায় যাদের সাথে সম্পর্কটা একদমই Formal নয়। যাদের গায়ে অনায়াসে পা তুলে দিয়ে ঘুমিয়ে পড়া যায়। যাদেরকে ইচ্ছে হলেই জড়িয়ে ধরা যায়। দুঃখ পেলে কাঁধে মাথা রেখে কাঁদা যায়। সুখে হাসতে হাসতে গায়ের উপর ঢোলে পরা যায়। যাদের আধ খাওয়া খাবার গাল থেকে বের করে বা প্লেট থেকে তুলে এঁটো খাবার অনায়াসে মুখে তুলে নেওয়া যায়। বন্ধু বলতে আমার কাছে এমন কিছুই ভদ্রতা করে সম্পর্ক হয় হয়তো তবে বন্ধু হয় না। তোদের কাছে বন্ধুর ডেফিনেশন কী বা আমাকে কী ভাবিস আমি জানি না বা তোদের ডেফিনেশন ভিন্ন কিছু হতে পারে তবে তোরা চার-পাঁচজন আমার খুব আপন, আমার ভাই যাদের উপর আমার অধিকার দেখাতে ভালো লাগে, তবে তোরা এটা কে কী ভাবে একসেপ্ট করিস জানি না, মাঝে মধ্যে বুঝতে গিয়েও তাল-গোল পাকিয়ে যায়!🙂

~ নৈঃশব্দ্য কবিয়াল

23/02/2025

তোমাকে বলা হয়নি এমন অনেক অনেক কথা
বুকের ভেতর জমিয়ে রেখে দেখি,
দারুণ জ্বরে ভুগছি
সে কথা একদিন বলে দিলাম সাদা কাগজ কে,
আজ যাকে কবিতা বলে চিনে লোকে।

যে পাখি সন্ধ্যায় ঘরে ফিরে না
যে বকুল ঝরে যায় অবেলায়,
যে মেঘ উড়ে বেড়ায় আকাশে
যে সমুদ্র কখনোই শান্ত হয়নি আর,
প্রত্যেকের সাথে আমার গভীর সম্পর্ক।

এইযে মায়ের কোলে শুয়ে মা কে মাথায় হাত বুলিয়ে দিতে বলি
তুমুল হৈচৈ রেখে নির্জনতায় পড়ে থাকি,
এইযে হেলাল হাফিজের বিরহ কবিতার মত বেঁচে আছি
সমস্ত কিছুর সাথে আমার, তোমাকে না পাওয়ায় সম্পর্ক।

বুকের ভেতর যেখানটায় প্রেমের তাজমহল বানিয়েছিলাম
সেখানে এখন একটি শ্মশান দাঁড়িয়ে আছে,
কী অবলীলায় পুড়ে চলেছে আমারি লাশ।

সুনয়না,
তোমাকে বলা হয়নি এমন অনেক অনেক কথা,
বুকের ভেতর জমিয়ে রেখে দেখি,
আত্মার ক্যানসার,
অথচ ঔষধ নিয়ে তুমি অন্য ঘরে।

~ some collected

21/02/2025

যে চাঁদ লুকিয়ে গেছে মেঘের আঢ়ালে তাকে কি খুজে পাবে ?
যে নদী হারিয়ে গেছে পলি জমতে জমতে তাকে কি খুজে পাবে ?
যে নগরী হারিয়ে গেছে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত সে নগরী কি কেউ খুজে পাব ?
যে হৃদয় জ্বলে-পুড়ে অঙ্গারে পরিনত হয়েছে তাকে কি খুজে পাবে ?
হয়তো পাবে না ,হয়তো জানবে না
কতটা আঘাতে ,
কতটা বেদনায় ,
কতটা যন্ত্রনায় পুড়ে অঙ্গারে পরিনত হয় একটি হৃদয় ,
যে ফুল ফুটে ঝরে যায় তার কি কোন মূল্য থাকে মালীর কাছে ,
জ্বলতে জ্বলতে আজ আমি মূল্যহীন ,
বন্দী হয়ে আছি নীরব , নিস্তব্ধ একটি কক্ষে ,
যত লুকাতে চাই হৃদয়ের আঘাত তত কুকড়ে যায় হতাশার জীবন,
হয়তো জানবে না কতটা ভালোবাসা জমা ছিলো অঙ্গার হওয়া হৃদয়ে ,
আমিতো হতে চেয়েছিলাম পবিত্র প্রনয়ের নায়ক,
হয়ে গেলাম একাকীত্ব জীবনের মহানায়ক!🙂

19/02/2025

অবশেষে কিছুই থাকে না -
সন্ধ্যাতারা, মুগ্ধ চাঁদ, প্রিয় কৃষ্ণচূড়া...
এমনকি তুমিও না।
ঝরা পাতার সঙ্গে উড়ে যাচ্ছে সময় -
হারিয়ে যাচ্ছে মানুষ...
তুমিও সেই ঝরা পাতার মতো হারিয়ে গেলে।

~Collected

Address

Foylahat, Rampal, Bagerhat
Khulna
9341

Alerts

Be the first to know and let us send you an email when নৈঃশব্দ্য কবিয়াল ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নৈঃশব্দ্য কবিয়াল ツ:

Share