MD Mirazul Islam

MD Mirazul Islam The page can be geared towards students, educators, and professionals in the technology industry.
(1)

🎂🌸Happy Birthday 🎉💝তুমি যতটা স্পেশাল, ততটাই রঙিন হোক তোমার দিনগুলো ✨সাফল্য, সুখ আর শান্তি সবসময় তোমার সঙ্গী হোক 🌟
11/09/2025

🎂🌸
Happy Birthday 🎉💝
তুমি যতটা স্পেশাল, ততটাই রঙিন হোক তোমার দিনগুলো ✨
সাফল্য, সুখ আর শান্তি সবসময় তোমার সঙ্গী হোক 🌟

কথা না বললে সম্পর্ক শেষ হয় না....! 🙂তুমি সবসময়ই বেস্ট ছিলে,আর বেস্ট থাকবে.....!🙂💗,তোমার কাছে যেটা খুব স্বাভাবিক, সেটা অন...
07/09/2025

কথা না বললে সম্পর্ক শেষ হয় না....! 🙂
তুমি সবসময়ই বেস্ট ছিলে,আর বেস্ট থাকবে.....!🙂💗,
তোমার কাছে যেটা খুব স্বাভাবিক, সেটা অন্য কারো কাছে অনেক স্বাভাবিক,

01.September2025.Mondayতুমি জানো না, আমি প্রতিদিন কেমন করে তোমায় ভালোবাসি। তুমি ব্যস্ত থাকো তোমার জগতে, আর আমি ব্যস্ত থা...
01/09/2025

01.September

2025.Monday

তুমি জানো না, আমি প্রতিদিন কেমন করে তোমায় ভালোবাসি। তুমি ব্যস্ত থাকো তোমার জগতে, আর আমি ব্যস্ত থাকি তোমার খোঁজে। তোমার প্রোফাইলে ঢুকে একবার ছবি দেখি, স্টোরি দেখি, আর নিজেকে বুঝাই 'এই দেখো, সে ভালো আছে', এটাই আমার শান্তি... আমার প্রাপ্তি। তুমি আমার কোনো দিন ছিলে না, তবু আমি হারিয়েছি তোমায়... কেননা মন যে কেবল সেই মানুষটাকেই আপন ভাবে, যার একটু ভালোবাসার ভানেও সে পুরো জীবন কাটিয়ে দিতে রাজি হয়। তুমি জানো না, আমি একতরফা ভালোবাসার ভিতর দিয়ে কেমন করে প্রতিদিন মরছি, তবু মুখে হাসি রাখি, কারণ আমার কষ্টে তোমার কোনো অভিমান হোক, তা আমি চাই না...

তোমাকে ভালোবাসি, এটাই আমার ভুল ছিল ... এবং এ ভুল আমি সারাজীবন বয়ে নিয়ে যেতে রাজি।"

30/08/2025

goal bye Vinicius Jr

28/08/2025

তুমি উড়ালে উড়বো আমি , তুমি পুড়ালে পুড়বো, তুমি বললে হারাবো আমি , তুমি ডাকলে ফিরবো আমি , তুমিই আমার সীমানা প্রাচীর..!❤️‍🩹🫶

আমি যখন মারা যাবো.!আমার ছবি কারো কাছে থাকলে ডিলিট করে দিয়েন,কারো সাথে  কোন অন্যায় করে থাকলে ক্ষমা করে দিয়েন,কাছের মানুষ ...
26/08/2025

আমি যখন মারা যাবো.!
আমার ছবি কারো কাছে থাকলে ডিলিট করে দিয়েন,
কারো সাথে কোন অন্যায় করে থাকলে ক্ষমা করে দিয়েন,
কাছের মানুষ যারা আছেন সবাই আমার দাফনে আসবেন,
শেষ আইডিটা ব্লক করে দিয়েন, লাস্ট একটা মেসেজ দিবেন.
আল্লাহ হাফেজ.!

24/08/2025

আমি কখনো কাউকে আমার মন থেকে সরিয়ে দেইনি! যার মন ভরে গেছে সে নিজে থেকে সরে গেছে!🖤

21/08/2025

পোস্টা যাদের সামনে যাবে
সবাই একটু রেসপন্স করবেন
সবাই সবার প্রোফাইল ঘুরে আসবো❤️

আমাদের বিচ্ছেদটা ছিল অনাকাঙ্ক্ষিত।আমাদের বিচ্ছেদটা ছিল অনাকাঙ্ক্ষিত। তোমায় কেন্দ্র করে আমি যে জগৎ সাজিয়ে গুছিয়ে গড়ে তুলে...
19/08/2025

আমাদের বিচ্ছেদটা ছিল অনাকাঙ্ক্ষিত।

আমাদের বিচ্ছেদটা ছিল অনাকাঙ্ক্ষিত। তোমায় কেন্দ্র করে আমি যে জগৎ সাজিয়ে গুছিয়ে গড়ে তুলেছিলাম একটু একটু করে, হঠাৎ একটা ঝড়ে যেন সে জগৎ চোখের সামনে ভেঙেচুরে চুরমার হয়ে গেল।

আমি সবকিছু চুপচাপ দেখে গেলাম।

সমুদ্রের মাঝখানে তরী ডোবা মানুষ অনেকক্ষণ সাঁতার কাটার পর যেমন কুলের দেখা না পেয়ে শেষমেশ নিয়তিকে মেনে নেয়, সদরে গ্রহন করে মৃত্যু কে,!
তেমনি আমারও যেন কিছুই করার নেই। আমি অসহায়ের মত গ্রহণ করেছিলাম নিষ্ঠুরমত বিচ্ছেদ।

17/07/2024

#চ্যানেল24

বিক্রি হয়ে যাওয়া দেশের প্রতিটা টিভি চ্যানেল কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে থাকলেও,আপনার- আমার কীবোর্ড যেন কোটা আন্দোলনকারী...
17/07/2024

বিক্রি হয়ে যাওয়া দেশের প্রতিটা টিভি চ্যানেল কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে থাকলেও,
আপনার- আমার কীবোর্ড যেন কোটা আন্দোলনকারীদের পক্ষে থাকে।

- ইনশাআল্লাহ ❤️🔥

Address

Boyra
Khulna
9000

Telephone

+8801609156096

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD Mirazul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD Mirazul Islam:

Share