
28/05/2025
সব গল্পের সমাপ্তি সুন্দর না হলেও গল্পটি ইতিহাস হয়ে থাকে। গল্পের লেখক হয় ঐতিহাসিক। আমাদের গল্পটি এতদিন আমাদের ২ জনে পরিপূর্ণ ছিল। তবে পরিপূর্ণতা মাঝে মধ্যে এমন ভাবে আঘাত করে যে বিচ্ছেদ হয়ে যায় অনিবার্য।
প্রায় ৫ বছর একসঙ্গে চলে আজ এখানেই আমাদের যাত্রা সমাপ্তি ঘটলো। আজ থেকে আমরাই আগামী মানে আবির হায়দার চপল অথবা আবির হায়দার চপল মানে আমরাই আগামী কোনোটিই আর নয়।
এখন থেকে নতুন হাতে আমরাই আগামীর নাম জানা হবে। সকল কিছু আগে থেকে অনেক ভালো কিছু হবে। অনেক সাফল্য আসবে তবে,
আমাদের গল্পে একে অপরকে বোঝা, একসঙ্গে মিলে ভয়কে জয় করে শত বাঁধা বিপত্তি পার করার যে স্মৃতি, এতশত যে অনুভূতি তা নতুন গল্পে আসলেও এই গল্প আজীবন অমর হয়ে থাকবে। গল্প তার লেখককে চিরকাল মনে রাখবে।
best of luck❣️
আবির হায়দার চপল
সাবেক Founder