Amrai Agami - আমরাই আগামী

Amrai Agami - আমরাই আগামী স্বপ্নকে সত্য,বিশ্বকে জাগ্রত,আগামীকে দেখাতে হবে তারুণ্যের শ্রেষ্ঠত্ব

সব গল্পের সমাপ্তি সুন্দর না হলেও গল্পটি ইতিহাস হয়ে থাকে। গল্পের লেখক হয় ঐতিহাসিক।  আমাদের গল্পটি এতদিন আমাদের ২ জনে পরিপ...
28/05/2025

সব গল্পের সমাপ্তি সুন্দর না হলেও গল্পটি ইতিহাস হয়ে থাকে। গল্পের লেখক হয় ঐতিহাসিক। আমাদের গল্পটি এতদিন আমাদের ২ জনে পরিপূর্ণ ছিল। তবে পরিপূর্ণতা মাঝে মধ্যে এমন ভাবে আঘাত করে যে বিচ্ছেদ হয়ে যায় অনিবার্য।

প্রায় ৫ বছর একসঙ্গে চলে আজ এখানেই আমাদের যাত্রা সমাপ্তি ঘটলো। আজ থেকে আমরাই আগামী মানে আবির হায়দার চপল অথবা আবির হায়দার চপল মানে আমরাই আগামী কোনোটিই আর নয়।

এখন থেকে নতুন হাতে আমরাই আগামীর নাম জানা হবে। সকল কিছু আগে থেকে অনেক ভালো কিছু হবে। অনেক সাফল্য আসবে তবে,
আমাদের গল্পে একে অপরকে বোঝা, একসঙ্গে মিলে ভয়কে জয় করে শত বাঁধা বিপত্তি পার করার যে স্মৃতি, এতশত যে অনুভূতি তা নতুন গল্পে আসলেও এই গল্প আজীবন অমর হয়ে থাকবে। গল্প তার লেখককে চিরকাল মনে রাখবে।

best of luck❣️
আবির হায়দার চপল
সাবেক Founder

৫২,৬৬,৭১? না না না! এটা ২৪!!বাংলার বীরনতুনের বাংলাদেশ অধিকারের বাংলাদেশ, রক্তের দাগ মুছতে দিব নাদাবী আদায় না হওয়া পর্যন্...
16/07/2024

৫২,৬৬,৭১?
না না না!
এটা ২৪!!
বাংলার বীর
নতুনের বাংলাদেশ
অধিকারের বাংলাদেশ,
রক্তের দাগ মুছতে দিব না
দাবী আদায় না হওয়া পর্যন্ত পিচু আর হাঁটব না।।

"আমরা-ই আগামী""স্বপ্নকে সত্য,বিশ্বকে জাগ্রত, আগামীকে দেখাতে হবে তরুণরাই শ্রেষ্ঠ।" এই লক্ষ্য নিয়ে আমাদের প্রতিষ্ঠাতা তৈরি...
08/07/2024

"আমরা-ই আগামী"
"স্বপ্নকে সত্য,বিশ্বকে জাগ্রত, আগামীকে দেখাতে হবে তরুণরাই শ্রেষ্ঠ।" এই লক্ষ্য নিয়ে আমাদের প্রতিষ্ঠাতা তৈরি করেছিলেন আমাদের এই স্বপ্নের "আমরা-ই আগামী",,,যা এক সময় হয়তো সত্যিই বাস্তবায়ন হবে।

শুভ জন্মদিন আবির হায়দার চপল। আপনার জীবনে চলার পথ শুভ হোক,, সামনে সকল বাধা পেরিয়ে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যান এই দোয়া থাকবে আমাদের সকলের পক্ষ থেকে।

শুভ জন্মদিন মাহিন ইসলাম।🥳আমাদের সাথে আপনার পথচলা আরও সুখ-স্মৃতি বয়ে আনুক।শুভ কামনা।।
02/05/2024

শুভ জন্মদিন মাহিন ইসলাম।🥳

আমাদের সাথে আপনার পথচলা আরও সুখ-স্মৃতি বয়ে আনুক।শুভ কামনা।।

শুভ নববর্ষ১৪৩১ এ পা রাখল বাংলা বছর। বাংলার যে অসীম বিস্তৃতি, তেমনি বিস্তৃতি পাক আপনার জীবন। নতুন বছর পূর্ণ হোক আপনার সকল...
14/04/2024

শুভ নববর্ষ

১৪৩১ এ পা রাখল বাংলা বছর। বাংলার যে অসীম বিস্তৃতি, তেমনি বিস্তৃতি পাক আপনার জীবন। নতুন বছর পূর্ণ হোক আপনার সকল স্বপ্ন🏵️

ঈদ মুবারক
11/04/2024

ঈদ মুবারক

স্বাধীনতা তুমি আবারও আসো এবং আমাদের অসাধু ব্যবসায়ীদের থেকে স্বাধীন করে ৩ বেলা পেট ভরে আহার করার স্বাধীনতা দেও........
26/03/2024

স্বাধীনতা তুমি আবারও আসো এবং আমাদের অসাধু ব্যবসায়ীদের থেকে স্বাধীন করে ৩ বেলা পেট ভরে আহার করার স্বাধীনতা দেও........

বাঙালির গৌরব,বাঙালির অহংকার, বীর সন্তানদের প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের মাতৃভাষা বাংলা। আজকের দিনে গভীর শ্রদ্ধাভরে স্মর...
20/02/2024

বাঙালির গৌরব,বাঙালির অহংকার, বীর সন্তানদের প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের মাতৃভাষা বাংলা।

আজকের দিনে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি বীর সন্তানদের যারা তাদের জীবন দিয়ে আমাদের জন্য এনে দিয়েছেন আমাদের প্রাণের ও প্রিয় বাংলা ভাষা।

২১ আমাদের জাগ্রত করে,২১ আমাদের উজ্জীবিত করে,২১ আমাদের মনে প্রাণে বসবাস করে।

"২১ এর এই চেতনা ছড়িয়ে যাক সমগ্র বাঙালির হৃদয়ে এবং সকলে মিলে বাংলাকে শুদ্ধ ভাবে জানি এবং সকলের কাছে তুলে ধরি।" এমনই শপথ হোক আমাদের আজকের এই দিনে।

নতুন বছর, নতুন সাজে!পুরানো বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে উৎসাহ উদ্দীপনা ও আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চললে তবেই তো মিলবে সফল ফ...
01/01/2024

নতুন বছর, নতুন সাজে!
পুরানো বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে উৎসাহ উদ্দীপনা ও আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চললে তবেই তো মিলবে সফল ফলাফল।

সকলকে নতুন বছরের শুভেচ্ছা। অতীতের সকল ভুল ত্রুটি পরিহার করে নতুন বছরে আপনাদের জন্য আমাদের চেষ্টা থাকবে ভালো কিছু উপহার দেওয়ার। আমাদের সাথে থাকুন, পাশে থাকুন।

সকলকে Happy New year 2024

Address

Khulna
9100

Telephone

+8801790746569

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amrai Agami - আমরাই আগামী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amrai Agami - আমরাই আগামী:

Share

Category