
11/07/2025
২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ ফাইনাল! ম্যাচের শেষ ওভারে বাংলাদেশ জিততে হলে করতে হবে ৩০ রান। স্ট্রাইকে তৌহিদ হৃদয়,বোলিংয়ে ভারতের জাসপ্রিস বুমরাহ। ৭০* রানে ব্যাট করছেন হৃদয়! জাসপ্রিত বুমরাহ'র প্রথম ৪ বলে ৪ ছক্কা মেরে ৯৪* রানে পৌছে গেলেন হৃদয়। শেষ ২ বলে বাংলাদেশের জেতার জন্য দরকার ৬ রান! ফুলটস বলে মিড উইকেটে বিশাল এক ছক্কা হাঁকিয়ে হৃদয়ের বাধভাঙ্গা উল্লাস। নিজের সেঞ্চুরির পাশাপাশি বাংলাদেশও প্রথমবার জিতে নিল টি-টুয়েন্টি বিশ্বকাপ।
অভিনন্দন বাংলাদেশ! 🇧🇩✌️