Jhikargacha.com

Jhikargacha.com হালের খবর, কালের খবর

jhikargacha.com একটি অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম, যা বাংলাদেশের যশোর জেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী উপজেলা ঝিকরগাছা-কে ঘিরে গড়ে উঠেছে। ২০২২ সালের ৩ জুলাই যাত্রা শুরু করা এই ওয়েবসাইটের মূল লক্ষ্য হচ্ছে ঝিকরগাছার ইতিহাস, সংস্কৃতি, জনজীবন, ভাষা, সাহিত্য, সামাজিক উন্নয়ন ও সাম্প্রতিক কর্মকাণ্ডগুলোকে স্থানীয় ও বৈশ্বিক পাঠকের সামনে তুলে ধরা।

ঝিকরগাছা শুধু একটি উপজেলা নয়, এটি দক্ষিণ-পশ্চিম বাংলাদেশের একটি সমৃ

দ্ধ জনপদ। শতাব্দীপ্রাচীন বাণিজ্য ঐতিহ্য, নদীভিত্তিক জীবনধারা, গ্রামীণ সংস্কৃতি, ও নানা আঞ্চলিক কৃষ্টি মিলিয়ে এই অঞ্চলটি এক অনন্য ইতিহাস বহন করে। এই ইতিহাসকে সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক আন্তরিক প্রয়াস থেকেই jhikargacha.com-এর সূচনা।

আমরা বিশ্বাস করি—প্রত্যেক জনপদের নিজস্ব গল্প আছে। আমাদের প্ল্যাটফর্ম সেই গল্পগুলোকে খুঁজে এনে, পরিশীলিত ভাষায়, ডিজিটাল মাধ্যমে উপস্থাপন করে। এখান থেকে পাঠক ঝিকরগাছার ইতিহাস, গুরুত্বপূর্ণ স্থান, স্থানীয় ব্যক্তিত্ব, সমাজ-সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য, জনপ্রিয় খাবার, রাজনৈতিক ঘটনা, স্থানীয় সংবাদ এবং অন্যান্য নানা বিষয় জানতে পারবেন।

আমাদের ভিজ্যুয়াল ও ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে আমরা চেষ্টা করি পাঠকের সঙ্গে এক আবেগময় সংযোগ স্থাপন করতে। আমাদের রয়েছে ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, এবং ইনস্টাগ্রাম প্রোফাইল—যেখান থেকে আরও ঘনিষ্ঠভাবে আমাদের জনপদের মানুষের সঙ্গে সংযুক্ত থাকা যায়।

jhikargacha.com কেবল একটি ওয়েবসাইট নয়—এটি একটি চলমান দলিল, যা সময়ের সাথে সাথে ঝিকরগাছার পরিবর্তন, সংগ্রাম, উন্নয়ন এবং গৌরবময় স্মৃতিগুলোকে ধারণ করে রাখতে চায়।


আমাদের সাথে যোগাযোগ করুন:
📧 ইমেইল: [email protected]

মুকুট রায়ের বাড়ী ছিল, ব্রাহ্মণনগর। যশোহর জেলায় যেখানে বর্তমান ঝিকারগাছা রেলওয়ে-ষ্টেশন অবস্থিত, তাহার কিঞ্চিৎ পূর্ব্বোত্ত...
15/08/2025

মুকুট রায়ের বাড়ী ছিল, ব্রাহ্মণনগর। যশোহর জেলায় যেখানে বর্তমান ঝিকারগাছা রেলওয়ে-ষ্টেশন অবস্থিত, তাহার কিঞ্চিৎ পূর্ব্বোত্তর কোণে লাউজানি বলিয়া গ্রাম আছে। ঐ লাউজানিই ছিল এক সময় ব্রাহ্মণ-নগর। উহা কাপোতাক্ষের কূলে অবস্থিত। কিন্তু পূর্ব্বে যেরূপ উহার অবস্থান ছিল, এখন আর তেমন নাই। তখন ব্রাহ্মণনগরের পশ্চিম ভাগে সুবিস্তীর্ণ কপোতাক্ষ এবং দক্ষিণসীমা দিয়া হরিহর নদ প্রবাহিত হইত; উত্তর পূর্ব্ব দিকে বিল ছিল। ইহার মধ্যে পরিখাবেষ্টিত দুর্গে রাজা মুকুট রায় বাস করিতেন। তিনি গুড়গাঞিভুক্ত শ্রোত্রিয় ব্রাহ্মণ ছিলেন। পাঠান আক্রমণের পূর্ব্ব হইতে গুড়গাঞিভুক্ত ব্রাহ্মণেরা যশোহর-খুলনার নানা স্থানে নদীতীরে বাস করিতেন...

সম্পূর্ণ লেখাটির লিংক কমেন্টে 👇

সম্পূর্ণ লেখাটি পড়তে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট। লিংক কমেন্টে 👇
15/08/2025

সম্পূর্ণ লেখাটি পড়তে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট। লিংক কমেন্টে 👇

ঝিকরগাছা উপজেলার এক সাধারণ গ্রামের নাম লাউজানী। কিন্তু এই সাধারণতার অন্তরালে লুকিয়ে আছে এক গৌরবময় অতীত। প্রায় সাতশো বছরে...
15/08/2025

ঝিকরগাছা উপজেলার এক সাধারণ গ্রামের নাম লাউজানী। কিন্তু এই সাধারণতার অন্তরালে লুকিয়ে আছে এক গৌরবময় অতীত। প্রায় সাতশো বছরের পুরনো ইতিহাস। একদা এখানে ছিল রাজা মুকুট রায়ের রাজ্যের রাজধানী। উত্তরে মহেশপুর থেকে দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে গঙ্গার তীর পর্যন্ত বিস্তৃত ছিল সেই রাজ্যের। এই বিশাল সাম্রাজ্যের রাজধানী ছিল ব্রাহ্মণ নগর যা আজকের লাউজানী।

ব্রাহ্মণনগরের ইতিহাস সম্পর্কিত দুইটি লেখা শেয়ার করা হবে আজ। পড়তে চোখ রাখুন আমাদের ফেবসুক পেজে।

#ঝিকরগাছা৭৪২০ #ঝিকরগাছার_জনজীবন #লাউজানি #রাজা_মুকুট_রায় #ব্রাহ্মণনগরে #ইতিহাস

📅 ঘটনাক্রম | জুলাই গণঅভ্যুত্থানের ৩৬ দিন। তথ্যচিত্রে দেখুন বিস্তারিত 👇তথ্যচিত্র: বিবিসি বাংলা।
10/08/2025

📅 ঘটনাক্রম | জুলাই গণঅভ্যুত্থানের ৩৬ দিন। তথ্যচিত্রে দেখুন বিস্তারিত 👇

তথ্যচিত্র: বিবিসি বাংলা।

ঝুম বৃষ্টি #ঝিকরগাছার_জনজীবন  #ঝিকরগাছা৭৪২০
09/08/2025

ঝুম বৃষ্টি
#ঝিকরগাছার_জনজীবন #ঝিকরগাছা৭৪২০

টানা বৃষ্টিতে কর্দমাক্ত মাঠ। তবে থেমে নেই খেলাধুলা। ঝিকরগাছা বি.এম স্কুল মাঠ থেকে তোলা ছবি। আজ শুক্রবার, ৮ আগস্ট ২০২৫। #...
08/08/2025

টানা বৃষ্টিতে কর্দমাক্ত মাঠ। তবে থেমে নেই খেলাধুলা। ঝিকরগাছা বি.এম স্কুল মাঠ থেকে তোলা ছবি। আজ শুক্রবার, ৮ আগস্ট ২০২৫।

#ঝিকরগাছার_জনজীবন #ঝিকরগাছা৭৪২০

ঝিকরগাছা উপজেলাধীন সকল মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার তালিকা। EINN নম্বর সহ।
03/08/2025

ঝিকরগাছা উপজেলাধীন সকল মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার তালিকা। EINN নম্বর সহ।

Secondary School, College and Madrasah List of Jhikargacha Upazila institute EIIN number of jhikargacha upazila Jhikargacha Jhikargacha ML high School

বলুন তো, ঝিকরগাছা বাজারের ছবির এই জায়গাটি কোথায়❓উল্লেখ্য, ছবিটি ২০১৩ সালের। #ঝিকরগাছার_জনজীবন  #ঝিকরগাছা৭৪২০
03/08/2025

বলুন তো, ঝিকরগাছা বাজারের ছবির এই জায়গাটি কোথায়❓
উল্লেখ্য, ছবিটি ২০১৩ সালের।

#ঝিকরগাছার_জনজীবন #ঝিকরগাছা৭৪২০

নতুন কুঁড়ি কিন্ডারগার্টেন স্কুল। ঝিকরগাছা বাজারের ওয়াবদা রোড সংলগ্ন, শহীদ আবুবকর স্মৃতি পাঠাগারের পরিচালনায় ১৯৯২ সালে যা...
23/07/2025

নতুন কুঁড়ি কিন্ডারগার্টেন স্কুল। ঝিকরগাছা বাজারের ওয়াবদা রোড সংলগ্ন, শহীদ আবুবকর স্মৃতি পাঠাগারের পরিচালনায় ১৯৯২ সালে যাত্রা শুরু করে এই শিক্ষাপ্রতিষ্ঠান। ৯০-এর দশকে বেসরকারি উদ্যোগে ঝিকরগাছায় প্রতিষ্ঠিত হাতে গোনা যে দুয়েকটি কিন্ডারগার্টেন স্কুল ছিল, নতুন কুঁড়ি তাদের অন্যতম। স্কুলটি আজও তার শিক্ষায়তনিক কর্মকাণ্ড সফলভাবে চালিয়ে যাচ্ছে।

আপনি কি এই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী?
মন্তব্যে জানান আপনার স্মৃতি, অভিজ্ঞতা কিংবা প্রিয় সহপাঠীর নাম!

বিঃদ্রঃ ছবিটি বেশ কিছু বছর আগের।

Address

Jessore
Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Jhikargacha.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jhikargacha.com:

Share