
20/05/2025
গল্প শুনে গাঁ শিহরে উঠে আজও ২০ই মে ১৯৭১ দিনটি ছিলো বৃহস্পতিবার। খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর।
খুলনা ও বাগেরহাট থেকে ভদ্রা নদী পাড়ি দিয়ে নেমেছে মানুষের ঢল। উদ্দেশ্য প্রাণ বাঁ*চানোর তাগিদে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়া!
সকাল এগারোটার কাঁটা ছুঁয়েছে ঘড়ি। পাকিস্তান সে*নাবা*হিনীর দুটি দল একটি ট্রাক ও একটি জিপ গাড়িতে এসে চুকনগর বাজারের উত্তর প্রান্তে "কাউতলা" নামক একটি স্থানে এসে থামে। পাতখোলা বাজার থেকে তারা একটানা গু*লি চালানো শুরু করে। পরবর্তীতে চুকনগর বাজারের দিকে অগ্রসর হয় । বিকেল তিনটা চলতে থাকে পা*শবিক এই হ*ত্যাকান্ড। সেই ভদ্র নদীর পানি যমে গিয়েছিলো র*ক্ত বন্যায় স্বাধীনতার বহু বছর পরেও সেই নদীর মাছ কেউ খায়নি।
যে মাটিতে হয়েছিলো সর্বকালের সর্ব নিকৃষ্ট গণহ*ত্যা, সেই শহীদে ভেজা বাংলার মাটিতে আজো চলে পাকিস্তান প্রীতি! বীরাঙ্গনা আর শহীদদের সংখ্যা বিতর্ক করে চলে জগতের সর্ব নি*কৃষ্ট প্র*হসন! আর কতোটা নিচে নামবো আমরা?
আজ ২০মে চুকনগর গণহ*ত্যা দিবস। বিনম্র শ্রদ্ধা জানাই শহীদদের প্রতি