চিড়িয়াখানা

চিড়িয়াখানা রহস্যময় প্রাণীদের জগতে...
আমাদের অজানা ইতিহাস

রহস্যময় প্রাণীদের জগতে...
আমাদের অজানা ইতিহাস

#চিড়িয়াখানা

পশ্চিম আফ্রিকার লাংফিশ একটি আশ্চর্যজনক মাছ, যা প্রায় তিন বছর পর্যন্ত পানি ও খাবার ছাড়া বেঁচে থাকতে পারে। নদী শুকিয়ে গেল...
06/08/2025

পশ্চিম আফ্রিকার লাংফিশ একটি আশ্চর্যজনক মাছ, যা প্রায় তিন বছর পর্যন্ত পানি ও খাবার ছাড়া বেঁচে থাকতে পারে। নদী শুকিয়ে গেলে এটি কাদার নিচে নিজেকে পুঁতে রেখে শ্লেষ্মার তৈরি আবরণে ঢেকে ফেলে এবং ফুসফুস দিয়ে বাতাস থেকে শ্বাস নেয়। প্রতিকূল পরিবেশে নিজেকে স্থগিত করে রাখা এ মাছ প্রকৃতির এক চরম সহনশীল ও ধৈর্যশীল যোদ্ধা, যাকে বলা হয় এক জীবন্ত জীবাশ্ম।

এই প্রনীটার নাম জানেন এমন কেউ কি আছেন???
05/08/2025

এই প্রনীটার নাম জানেন এমন কেউ কি আছেন???

একমাত্র টিকে থাকা প্রজাতি আয়ে-আয়ে পৃথিবীর সর্ববৃহৎ স্তন্যপায়ী নিশাচর প্রাণীও বটে। অদ্ভুত চেহারার এই লেমুরকে মাদাগাস্কারে...
04/08/2025

একমাত্র টিকে থাকা প্রজাতি আয়ে-আয়ে পৃথিবীর সর্ববৃহৎ স্তন্যপায়ী নিশাচর প্রাণীও বটে। অদ্ভুত চেহারার এই লেমুরকে মাদাগাস্কারের সামান্য কিছু অঞ্চলে দেখা যায়। এদের নিয়ে বেশ কিছু কুসংস্কারও প্রচলিত রয়েছে, যেমন আয়ে-আয়েদেরকে খারাপ বলে মনে করা হয় এবং দেখামাত্র হত্যা করার মতো রীতিও চালু রয়েছে। এ কারণে এর সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় IUCN আয়ে-আয়েকে বিলুপ্তপায় প্রজাতি হিসেবে ঘোষণা করেছে।

গন্ডার (Rhinoceros) হলো একটি বৃহদাকৃতি স্তন্যপায়ী প্রাণী, যার দেহ মোটা চামড়ায় আবৃত এবং মাথার সামনের অংশে একটি বা দুটি শৃ...
04/08/2025

গন্ডার (Rhinoceros) হলো একটি বৃহদাকৃতি স্তন্যপায়ী প্রাণী, যার দেহ মোটা চামড়ায় আবৃত এবং মাথার সামনের অংশে একটি বা দুটি শৃঙ্গ থাকে। এটি মূলত আফ্রিকা ও এশিয়ার কিছু অঞ্চলে বাস করে। গন্ডার নিরামিষভোজী প্রাণী, প্রধানত ঘাস, পাতা ও শাকসবজি খায়। এরা একাকী জীবনযাপন করতে পছন্দ করে এবং খুবই এলাকা সচেতন।

বর্তমানে পাঁচটি প্রজাতির গন্ডার রয়েছে—সাদা গন্ডার, কালো গন্ডার (আফ্রিকায়), ভারতীয় গন্ডার, জাভান গন্ডার এবং সুমাত্রান গন্ডার (এশিয়ায়)। গন্ডার সাধারণত শান্ত স্বভাবের হলেও বিপদে পড়লে মারাত্মক আক্রমণাত্মক হতে পারে।

দুর্ভাগ্যজনকভাবে, গন্ডারের শিং-এর জন্য চোরাশিকারীরা এদের হত্যা করে, যার ফলে এরা এখন বিলুপ্তির মুখে। অনেক দেশে এদের সংরক্ষণের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বলতে পারবেন? এটা কোন নদীর ইলিশ ❓
03/08/2025

বলতে পারবেন? এটা কোন নদীর ইলিশ ❓

এই আশ্চর্য প্রাণীটির নাম অ্যাক্সোলটল (Axolotl)। দেখতে ছোট্ট একটা জলজ উভচর, কিন্তু এর শরীরে লুকিয়ে আছে প্রকৃতির এক বিস্ম...
03/08/2025

এই আশ্চর্য প্রাণীটির নাম অ্যাক্সোলটল (Axolotl)। দেখতে ছোট্ট একটা জলজ উভচর, কিন্তু এর শরীরে লুকিয়ে আছে প্রকৃতির এক বিস্ময়! মেক্সিকোর কিছু নির্দিষ্ট হ্রদে বাস করা এই প্রাণীটি বিজ্ঞানীদের তাক লাগিয়ে দিয়েছে তার অবিশ্বাস্য পুনর্জন্ম ক্ষমতার জন্য।

ধরুন, কেউ তার হাত কেটে ফেলল—অ্যাক্সোলটল হলে কয়েক সপ্তাহের মধ্যেই সেই হাতটা আবার গজিয়ে উঠত! শুধু হাত-পা নয়, এটি হৃদপিণ্ড, ফুসফুস, এমনকি মস্তিষ্কের অংশ পর্যন্ত পুনরায় তৈরি করতে পারে।

আরো অবাক করা বিষয় হলো, অ্যাক্সোলটলের শ্বাস নেওয়ার তিনটি উপায় আছে—ফুসফুস দিয়ে, ত্বক দিয়ে এবং পানির নিচে থাকা বাইরের গিলস দিয়ে।

এর শরীরে থাকে বিশেষ ধরনের স্টেম সেল, যেগুলো প্রাপ্তবয়স্ক অবস্থাতেও নতুন অঙ্গ গঠনে কাজ করতে পারে। তাই তো বিজ্ঞানীরা একে বলেন—"জীবন্ত পুনর্জন্মের প্রতীক"

#চিড়িয়াখানার

22/10/2024

আমরা ২জন Bangladesh Marketing Day -তে

19/10/2024

আলহামদুলিল্লাহ Jonaki Khanam কে নিয়ে মানব কণ্ঠে নিউজ❤️

14/10/2024

আলহামদুলিল্লাহ🤲

আমাদেরকে নিয়ে ডিবিসি, নিউজ২৪, মানবজমিন, নেত্রকোনার আলো সহ বেশ কয়েকটি নিউজ হয়েছিল

পুরো নিউজ গুলো দেখতে চাইলে👉 Jonaki Khanam ভিজিট করতে পারেন❤️

Address

Khulna
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when চিড়িয়াখানা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চিড়িয়াখানা:

Share