
06/08/2025
পশ্চিম আফ্রিকার লাংফিশ একটি আশ্চর্যজনক মাছ, যা প্রায় তিন বছর পর্যন্ত পানি ও খাবার ছাড়া বেঁচে থাকতে পারে। নদী শুকিয়ে গেলে এটি কাদার নিচে নিজেকে পুঁতে রেখে শ্লেষ্মার তৈরি আবরণে ঢেকে ফেলে এবং ফুসফুস দিয়ে বাতাস থেকে শ্বাস নেয়। প্রতিকূল পরিবেশে নিজেকে স্থগিত করে রাখা এ মাছ প্রকৃতির এক চরম সহনশীল ও ধৈর্যশীল যোদ্ধা, যাকে বলা হয় এক জীবন্ত জীবাশ্ম।