প্রিয় - feelings

প্রিয় - feelings - প্রিয়.!🥰

- অভিমান শেষ হলে ডেকে নিও আবারও বলবো ভালোবাসি.!❤️🩶

- True lines 🥀💔
04/09/2024

- True lines 🥀💔

Happy New Year 2024 #2024
01/01/2024

Happy New Year 2024
#2024

24/11/2023

🥀💔

21/11/2023

যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাদায় 🥺🥺

🥰🥰
19/09/2023

🥰🥰

বৃষ্টিস্নাত গোলাপ সাজে
ভালোবাসার রঙে…🥰

Click-iPhone 11❤️
Location-Khulna,Bangladesh.
Thank you 🙏

- কি রাগ করে থাকবে ? - আচ্ছা sorry ! বুঝতে পারিনি তো যে আজকেই চলে যেতে হবে !- একি তোমার চোখে জল কেনো? - এরে বাবা আমি তো ...
21/11/2022

- কি রাগ করে থাকবে ?
- আচ্ছা sorry ! বুঝতে পারিনি তো যে আজকেই চলে যেতে হবে !

- একি তোমার চোখে জল কেনো?
- এরে বাবা আমি তো তোমার মধ্যে আছি !
- তুমি ভেঙে পড়লে মা কে সামলাবে কে ?
- আরে তাকাবেও না নাকি?
- বুঝলাম অনেক রাগ করেছো ; কি করবো বলো yahi Tak tha safar apna !!

20টা দিন লেগেছে তোমার মায়া কাটাতে এখন আমি আসি , আমি যে আরো বাঁচতে চেয়েছিলাম কিন্তু উপায় নেই , প্রত্যেক টা মেয়ে যেনো তোমার মত সব্যসাচী পাই 🌻

আগলে রাখো তোমার ঐন্দ্রিলা কে 💜 আর কোনো সব্যসাচী কে যেনো তার ঐন্দ্রিলা কে হারাতে না হয় ;

13/09/2022

- কঠিন পরিস্থিতিতেও যে হাসতে পারে 😅🥀
- তার ইতিহাসের পাতাটা পড়ে দেখো..😑💔
- জানতে পারবে,কষ্ট কতটা নির্মম কঠিন যন্ত্রণাদায়ক 🥀💔





🌸

13/08/2022

- I wished🥰🥰
- সবাই যেন এমন ভালবাসার মানুষ পায় 🌸🌸

#ভালোবাসার_মানুষ

08/08/2022
- পূর্ণতায় হারানোর ভয় বেশি 🥀💔
06/08/2022

- পূর্ণতায় হারানোর ভয় বেশি 🥀💔

- একই ফ্রেমে জীবনের দুইটি পর্যায় 🌹🥀
03/08/2022

- একই ফ্রেমে জীবনের দুইটি পর্যায় 🌹🥀

-প্রেম ভেঙে যাওয়ার বেদনা বহন করত‌ে হয় অনেককেই। কিন্তু প্রেমসম্পর্ক অতীত হয়ে যাওয়ার পরে এই নারীর মতো এমন উন্মত্ত আচরণ বোধ...
23/07/2022

-প্রেম ভেঙে যাওয়ার বেদনা বহন করত‌ে হয় অনেককেই। কিন্তু প্রেমসম্পর্ক অতীত হয়ে যাওয়ার পরে এই নারীর মতো এমন উন্মত্ত আচরণ বোধহয় আর কেউ করেন না। মেক্সিকোর এক তরুণী তাঁর প্রাক্তন প্রেমিককে এক সপ্তাহে ৭৭ হাজার ৬৩৯ বার ফোন করার কারণে গ্রেপ্তার হয়েছেন পুলিশের হাতে।

-তরুণীর নাম লিন্ডা মারফি। মাস কয়েক আদে তাঁর সঙ্গে আলাপ হয় উইলিয়াম রায়ানস নামের এক যুবকের। আলাপ কিছুদিনের মধ্যে গড়ায় প্রণয়ে💞। কিন্তু দু’জনেরই ব্যক্তিগত কিছু সমস্যার কারণে সম্পর্কটি ৩ সপ্তাহের মধ্যেই ভেঙে যায়💔। উইলিয়াম পুরনো সম্পর্কের জের টানতে চাননি। কিন্তু লিন্ডার পরিকল্পনা ছিল অন্যরকম। ব্রেক আপ হয়ে যাওয়ার কয়েকদিন পরেই সম্পর্ক পুনঃস্থাপন করার জন্য তিনি উইলিয়ামকে ফোন করা শুরু করেন।
-এই পর্যন্ত কাহিনীতে অস্বাভাবিক কিছুই নেই। কিন্তু চমকে উঠতে হয় এক সপ্তাহের মধ্যে উইলিয়ামকে করা লিন্ডার ফোনের সংখ্যাটি জানলে। লিন্ডার ফোনের কল হিস্টরি ঘাঁটাঘাঁটি করে পুলিশ জানতে পেরেছে, লিন্ডা এক সপ্তাহে মো‌ট ৭৭ হাজার ৬৩৯ বার ফোন করেছেন উইলিয়ামকে। কিন্তু মাত্র সাত দিনে এতবার ফোন করা কীভাবে সম্ভব? জেরায় লিন্ডা জানিয়েছেন, তিনি তিনটি ফোন থেকে একসঙ্গে উইলিয়ামের বাড়ির ল্যান্ডলাইন, মোবাইল আর কর্মস্থলের ফোনে ক্রমাগত ফোন করে গিয়েছেন। দিনে ২৪ ঘন্টাই প্রায় ফোন করতেন তিনি। রাত্রে ঘুমোতেন না পর্যন্ত। জেগে থাকার জন্য বিশেষ ধরনের এনার্জি ড্রিংক ও অ্যামফেটামাইন জাতীয় ওষুধ খেতেন লিন্ডা। না ঘুমিয়ে ক্রমাগত উইলিয়ামকে ফোন করে যেতেন তিনি। শুধু ফোন নয়, এই এক সপ্তাহের মধ্যে উইলিয়ামকে তিনি মোট ১৯৩৭টি ইমেইল, ৪১ হাজার ২২৯টি মেসেজ, ২১৭টি ভয়েস মেসেজ এবং ৬৪৭টি চিঠিও পাঠান।

লিন্ডার ‘প্রেমের জোয়ারে’ ওদিকে উইলিয়ামের তখন পাগল হওয়ার অবস্থা। তিনি থাকতে না পেরে পুলিশে অভিযোগ দায়ের করেন লিন্ডার বিরুদ্ধে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখে বুঝতে পারে যে, উইলিয়ামের অভিযোগ সত্য। আলবুকারিন পুলিশ ডিপার্টমেন্ট গ্রেফতার করে লিন্ডাকে।

উইলিয়ামের উকিল জে ডি জেমস ক্লিরয় সংবাদমাধ্যমকে বলেন, ‘‘ওই তরুণী গ্রেফতার হওয়ায় আমার মক্কেল স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। এই এক সপ্তাহ তাঁর রাতের নিদ্রা দিনের শান্তি হরণ করেছিলেন লিন্ডা।’’ কিন্তু কেন এমন উন্মত্তবৎ আচরণ করলেন লিন্ডা? পুলিশ সূত্রে জানানো হয়েছে, লিন্ডা অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডার নামের এক মানসিক রোগের শিকার। এই রোগে আক্রান্তরা মানসিক উদ্বেগে ভোগেন এবং একই কাজ বারবার করে যাওয়া থেকে নিজেকে বিরত করতে পারেন না। উইলিয়ামের সঙ্গে প্রেম ভেঙে যাওয়ার পরে লিন্ডার সেই সমস্যা আরও বৃদ্ধি পায়। তিনি পুরনো প্রেমকে ফিরে পাওয়ার জন্য প্রাক্তন প্রেমিককে চরম উত্যক্ত করা শুরু করেন। যার পরিণামে তাঁকে জেলে যেতে হলো।

🔰কখনো যদি মনে হয় "আপনি ভালো নেই" তখন এই ছবিটি খুব ভালোভাবে দেখবেন। 🔰এই মা ভাত রান্নাটা শেষ করতে পারবেন কিনা জানেন না, নদ...
16/07/2022

🔰কখনো যদি মনে হয় "আপনি ভালো নেই" তখন এই ছবিটি খুব ভালোভাবে দেখবেন।
🔰এই মা ভাত রান্নাটা শেষ করতে পারবেন কিনা জানেন না, নদী ভাঙ্গনের ফাটল তার চুলা পর্যন্ত পৌঁছে গেছে।
🔰আর একটু পরই হয়তো নদী তার শেষ সম্বলটুকুও গ্রাস করে নেবে।

#নদীভাঙন

-স্বামী একটি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করা যুবক🥰-স্ত্রী ও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করা...🥰-স...
16/07/2022

-স্বামী একটি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করা যুবক🥰

-স্ত্রী ও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করা...🥰

-স্বামী চেষ্টা করছে কৃষি উদ্যোক্তা হওয়ার,তাই এই মৌসুমে আলুর চাষ করেছেন,স্বামী ব্যস্ত কৃষি জমিতে পরিচর্যা নিয়ে,সকাল গড়িয়ে দুপুর,স্বামী ক্ষুধার্ত, ক্লান্ত...

-স্ত্রী স্বামীর জন্য নিয়ে এসেছেন দুপুরের খাবার এবং পানি,❤️

-স্বামীকে ক্ষুধার্থ রেখে স্ত্রী বাসায় একা খান নি💞

-মাঠে খাবার নিয়ে দুজনে এক সাথে খাচ্ছেন🥰

-দুজন ই উচ্চ শিক্ষিত হলেও কারো মাঝেই অহংকারের লেশ নেই❤️‍🔥

-এটাই পারিবারিক শিক্ষা,

-সম্মান করলে সম্মান,স্নেহ,মর্যাদা পাওয়া যায়❤️🥰

-যারা বলে গাছ তলাতে সুখ নেই,

-তারা শিক্ষা নিতে পারেন,

❤️‍🔥ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসা❤️‍🔥

#সংগৃহীত২০২২

💔🥀💔
10/07/2022

💔🥀💔

❤️❤️❤️
04/07/2022

❤️❤️❤️

- শৈশবে যখন সংসারের দায়িত্ব নিতে হয়🥺- যখন সবার মনে আনন্দের ঢেউ😔😒- তখন পরিবারের দায়িত্ব নিয়ে দাড়িয়ে কেউ 🥺
21/06/2022

- শৈশবে যখন সংসারের দায়িত্ব নিতে হয়🥺

- যখন সবার মনে আনন্দের ঢেউ😔😒
- তখন পরিবারের দায়িত্ব নিয়ে দাড়িয়ে কেউ 🥺

Address

Khulna
9270

Telephone

+8801913890994

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রিয় - feelings posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category