24/10/2025
ধানক্ষেতে ইদুরের উপদ্রব ঠেকাতে অনেক কৃষক নানা রকম উপায় বের করেন। কয়রার এক কৃষকও তাই করেছিলেন, ধানের ক্ষেতে ইদুর মারার জন্য গুনো তার দিয়ে বানিয়েছিলেন একটি বিদ্যুৎ সংযোগের ফাঁ*দ। রাতে বিদ্যুৎ চালু রেখে ভেবেছিলেন ইদুর ধরা পড়বে, ফসল বাঁচবে। কিন্তু ভাগ্যের পরিহাস, পরের ভোরে দেখা গেল পাশের বাড়ির প্রতিবেশী আঃ রহমান সরদার নিথর হয়ে পড়ে আছে সেই ক্ষেতের পাশে। খুলনার কয়রা উপজেলার ৩ নম্বর কয়রা ঝিলিয়াঘাটা বাজার সংলগ্ন ঘটনাটি ঘটেছে বলে বিভিন্ন ফেসবুক লাইভ পোষ্টে দেখা যাচ্ছে।
মানুষের প্রাণ কেড়ে নিলো সেই বিদ্যুৎ, যা ছিল ইদুর মারার ফাঁ*দ হিসেবে। এক মুহূর্তের অসাবধানতা, আর পুরো গ্রাম ডুবে গেল শো*কে ও আ*ত*ঙ্কে।
এই ঘটনা আবার মনে করিয়ে দিলো, প্রকৃতির সঙ্গে খেলা করা মানেই নিজের জীবনের সঙ্গে খেলা করা।
ফসল যেমন যত্ন চায়, তেমনি নিরাপত্তার দিকেও সবার সচেতন হওয়া জরুরি।
সমাজে আমাদের মত যুবকদের আরো বেশি সচেতন হতে হবে, এখনো যারা গ্রাম অঞ্চলে ধান ক্ষেতে ইদুর মারার এই ফাঁ*দ যেন না দিতে পারে। অন্ততপক্ষে ধানের মৌসুমে গ্রামের সকল কৃষকদের সাথে নিয়ে সচেতন মূলক পরামর্শ করা।
#ধানক্ষেতেরদুর্ঘটনা #গ্রামেরবেদনা #ইদুরমারা_ফাঁদ #সচেতনতা #মানবিক_বিপর্যয়