NT VLOG BD

NT VLOG BD সময় যাচ্ছে, আমাদের বয়স বাড়ছে, আমরা প্রতিনিয়ত বলে যাচ্ছি কাল থেকে আমল করা শুরু করব। অথচ আমরা কত বোকা, আমাদের জীবনে কাল যে আসবে সেটাই আমরা জানি না!
(12)

This Is Nabed Lotife, I am educated Electrical engineer, My hobbies Travelling In this world, I like to make travel video vlogs, I have YouTube channel, the channel name is Neel & Tianshi Vlogs

চাঁদ আকাশের সবচেয়ে নীরব কবি। সে প্রতিদিনই উঠে আসে, কিন্তু কখনো কিছু বলে না—শুধু আলো ছড়িয়ে দেয়।🌙 চাঁদ মানে শান্তি, নিস্তব...
01/11/2025

চাঁদ আকাশের সবচেয়ে নীরব কবি। সে প্রতিদিনই উঠে আসে, কিন্তু কখনো কিছু বলে না—শুধু আলো ছড়িয়ে দেয়।
🌙 চাঁদ মানে শান্তি, নিস্তব্ধতা, মায়া। তার আলো যেমন আমাদের আলোকৃত করে, তেমনি তার উপস্থিতি মনকে ছুঁয়ে যায়।
চাঁদ কখনো নিজের আলো নিয়ে গর্ব করে না; সে সূর্যের আলো ধার করে, তবু সবার ভালোবাসার পাত্র হয়ে থাকে💕

💕 ✍️ সংসারের বাজার করা মানে শুধু জিনিস কেনা নয়, সেখানে লুকিয়ে থাকে সংসারের হিসেব, দায়িত্ব আর ভালোবাসার এক সূক্ষ্ম ভারসাম...
01/11/2025

💕 ✍️ সংসারের বাজার করা মানে শুধু জিনিস কেনা নয়, সেখানে লুকিয়ে থাকে সংসারের হিসেব, দায়িত্ব আর ভালোবাসার এক সূক্ষ্ম ভারসাম্য।

বাজার করা মানে শুধু রান্নার উপকরণ নয়, সেখানে থাকে কারো পছন্দের মাছ, কারো প্রিয় ফল — ভালোবাসার ছোট ছোট চিহ্ন।

31/10/2025
31/10/2025

👉 আজ রাত ৯:০০ লাইভে আপনারা সকলে আমন্ত্রিত "

✍️মানুষকে ভালোভাবে বুঝতে শেখো, কারণ প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু ভালো থাকে।”
যে সবার প্রতি ভালো ধারণা রাখে, সে নিজের মনকে শান্ত রাখে। অন্যের ভুল নয়, গুণ দেখতে শেখো — তখন পৃথিবীটা অনেক সুন্দর লাগবে। মানুষকে সন্দেহ নয়, সুযোগ দাও — হয়তো সে তোমার প্রত্যাশার চেয়েও ভালো।

স্মৃতির কিছু মুহূর্ত ঠিক মেঘের মতো,ছুঁতে পারি না, কিন্তু মন ভরে যায় তাদের ছায়ায়।সুন্দর মুহূর্তের সবচেয়ে মধুর দিক হলো —তা...
31/10/2025

স্মৃতির কিছু মুহূর্ত ঠিক মেঘের মতো,
ছুঁতে পারি না, কিন্তু মন ভরে যায় তাদের ছায়ায়।
সুন্দর মুহূর্তের সবচেয়ে মধুর দিক হলো —
তারা কখনো ফিরে আসে না, কিন্তু চিরদিন রয়ে যায় মনে।

30/10/2025

✍️সবকিছু আমাদের মতো হবে না — মানুষ, সম্পর্ক, সাফল্য — সবকিছুরই একটা সীমা আছে।
এই সীমা মেনে নেওয়াই অনেক সময় বুদ্ধিমত্তা, কিন্তু সেটা সহজ নয়। বাস্তবতা কখনো নিষ্ঠুর হয়।
যখন আমরা ভালো কিছু আশা করি, আর পাই উল্টোটা — তখন বাস্তবতা আমাদের পরীক্ষা নেয়।
এটা শেখায়, আশা রাখতে হয়, কিন্তু নির্ভরশীল হতে হয় নিজের ওপর!!

☘️☘️ ✍️ প্রকৃতি আমাদের জীবনের মূল উৎস। তার মাঝেই আছে শান্তি, সৃজন আর জীবনের ছন্দ।গাছপালা শুধু অক্সিজেন দেয় না, তারা আমাদ...
30/10/2025

☘️☘️ ✍️ প্রকৃতি আমাদের জীবনের মূল উৎস। তার মাঝেই আছে শান্তি, সৃজন আর জীবনের ছন্দ।
গাছপালা শুধু অক্সিজেন দেয় না, তারা আমাদের শেখায় ধৈর্য, নিঃস্বার্থ দান, আর সৌন্দর্যের মানে।

30/10/2025

সূর্য সব সময় আলোকৃত থাকে না

29/10/2025

😭 মা, তোমায় ছাড়া এই পৃথিবীটা বড়ো শূন্য লাগে। তোমার কণ্ঠ, তোমার স্নেহ, তোমার ভালোবাসা প্রতিটি মুহূর্ত শুধু মনে ভাসে।
তুমি চলে গিয়েছ, কিন্তু তোমার স্মৃতি আমার জীবনের প্রতিটি নিঃশ্বাসে জড়িয়ে আছে। মা, তোমার জন্য মন কাঁদে প্রতিদিন, অথচ চোখের জল লুকিয়ে রাখি হাসির আড়ালে _।

🤲 হে আমার প্রতিপালক! যেভাবে তারা আমাকে ছোটবেলায় লালন-পালন করেছেন, আপনিও তাদের প্রতি দয়া করুন।”

🤲হে আল্লাহ, আমার প্রিয় মাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। তাঁর কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন, তাঁর সব গুনাহ মাফ করে দিন, তাঁর প্রতি রহম করুন, আমিন।”

Address

Khulna
7100

Telephone

+8801612411616

Website

Alerts

Be the first to know and let us send you an email when NT VLOG BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NT VLOG BD:

Share