01/11/2025
চাঁদ আকাশের সবচেয়ে নীরব কবি। সে প্রতিদিনই উঠে আসে, কিন্তু কখনো কিছু বলে না—শুধু আলো ছড়িয়ে দেয়।
🌙 চাঁদ মানে শান্তি, নিস্তব্ধতা, মায়া। তার আলো যেমন আমাদের আলোকৃত করে, তেমনি তার উপস্থিতি মনকে ছুঁয়ে যায়।
চাঁদ কখনো নিজের আলো নিয়ে গর্ব করে না; সে সূর্যের আলো ধার করে, তবু সবার ভালোবাসার পাত্র হয়ে থাকে💕