Nr tv 24 সত্য প্রচারে আপোষহীন

Nr tv 24 সত্য প্রচারে আপোষহীন আসালামু আলাইকুম
(55)

16/11/2025

#বাংলাদেশে_DXN_এর_গৌরবময়_২৪_বছর
১৪ নভেম্বর ১৫ হাজার মেম্বার নিয়ে ইতিহাস সৃষ্টির দিন আজ।

আজ বাংলাদেশের ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে নতুন ইতিহাস রচিত হয়েছে ইনশাআল্লাহ। DXN বাংলাদেশ উদযাপন করছে তার ২৪ বছর বর্ষপূর্তি—এক অনন্য অর্জন।

আজকের বিশেষ আকর্ষণ:
♦️ DXN-এর প্রতিষ্ঠাতা Datuk Dr. Lim এর বাংলাদেশে আগমন
♦️ সকল ডায়মন্ড লিডারদের Grand Celebration
♦️ টিম টাইকুনসহ সারা দেশের নেতাদের উপস্থিতি

আলহামদুলিল্লাহ! আজ আমি ECD সেলিব্রেশন পেলাম
এটা আমার জন্য সম্মান, গর্ব এবং দায়িত্ব—সামনে আরও বড় লক্ষ্যের পথে এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ।
#
❤️ ভালোবাসা ও কৃতজ্ঞতা সবার জন্য।
We Love DXN | We Love Bangladesh
— MD NURISLAM RONY (SA)
w👉 01706958563

টুতপেস্ট, সাবান ব্যবহার করে dxn থেকে ফাইভেট জেট ভ্রমন করতেছে একেবারে ফ্রিতে.... আর কোথাও কি এই সুযোগ আছে?
16/11/2025

টুতপেস্ট, সাবান ব্যবহার করে dxn থেকে ফাইভেট জেট ভ্রমন করতেছে একেবারে ফ্রিতে....
আর কোথাও কি এই সুযোগ আছে?

*GOOD MORNING DXN WORLD* মানুষ চলে যায়, কিন্তু তার রেখে যাওয়া উত্তরাধিকার বেঁচে থাকে…মরহুম ইসমাইল হোসেন পিপাস ভাই আজ আ...
16/11/2025

*GOOD MORNING DXN WORLD*

মানুষ চলে যায়, কিন্তু তার রেখে যাওয়া উত্তরাধিকার বেঁচে থাকে…
মরহুম ইসমাইল হোসেন পিপাস ভাই আজ আমাদের মাঝে নেই, কিন্তু DXN-এ তাঁর গড়ে তোলা অর্জন আজ তাঁর সন্তানের জীবনকে এগিয়ে নিচ্ছে।

DXN এমন একটি প্ল্যাটফর্ম যেখানে পরিশ্রমের ফল শুধু নিজের নয়—পরবর্তী প্রজন্মও উপভোগ করে।
এটাই হলো সত্যিকারের লেগ্যাসি…
যেখানে আয় থেমে যায় না, থেমে থাকে না স্বপ্নও।

আজ সেই ছোট্ট মেয়েটিই তাঁর বাবার রেখে যাওয়া DXN সম্পদের অধিকারী—এটাই প্রমাণ,
DXN শুধু ব্যবসা নয়, এটি জীবন বদলে দেয়, প্রজন্ম বদলে দেয়।

যেখানে মানুষ শেষ হলেও আয়ের ধারা শেষ হয় না।
এটাই DXN।
এটাই DXN লেগ্যাসি।
এটাই DXN সত্যিকারের শক্তি।

দেশ হোক বা প্রবাস বিশ্বের যে কোন দেশ থেকে DXN এর সাথে যুক্ত হয়ে আপনিও হয়ে উঠতে পারেন একজন ইন্টারন্যাশনাল ব্যবসায়ী।

আলহামদুলিল্লাহ Dxn বাংলাদেশ 24 বছর বর্ষপূর্তি উপলক্ষে ইতিহাস রচনা করেছে।আপনি কি মনে করেন Dxn কোনো ছোট খাটো কোম্পানি,,,না...
15/11/2025

আলহামদুলিল্লাহ Dxn বাংলাদেশ 24 বছর বর্ষপূর্তি উপলক্ষে ইতিহাস রচনা করেছে।
আপনি কি মনে করেন Dxn কোনো ছোট খাটো কোম্পানি,,,
না ভাই Dxn একটা ইন্টারন্যাশনাল ডাইরেক্ট সেলিং কোম্পানি,,যেই কোম্পানি বাংলাদেশের মাটিতে 24 বছর ধরে টিকে আছে, এবং ফ্যাক্টরি এবং ফার্ম করেছে।

ইনশাআল্লাহ Dxn বাংলাদেশ অনেক কিছু করতে যাচ্ছে,, সবাই এগিয়ে যাচ্ছে তাহলে আপনি কেন পিছিয়ে থাকবেন।
আসুন Dxn বিজনেস করে এগিয়ে যায়।
যে কোনো দেশ থেকে Dxn বিজনেস শুরু করতে যোগাযোগ করুন ইনবক্সে অথবা whatsapp নাম্বারে।
01706-958563

15/11/2025
15/11/2025
14/11/2025

সম্পদের লোভে পড়ে কখনো সম্পর্কে জড়িয়ো না, মনের মিল না থাকলে কেবল অর্থসম্পদ সম্পর্ক টিকিয়ে রাখা রাখতে পারে না।

যত কাছ থেকে দেখছি ততই ভালবাসা বেড়ে যায় প্রিয় ভাই।
13/11/2025

যত কাছ থেকে দেখছি ততই ভালবাসা বেড়ে যায়
প্রিয় ভাই।

আগুন নিভে যেতে পারে, কিন্তু ছাইয়ের নিচে তাপ রয়ে যায় — শুধু অপেক্ষা করে সঠিক বাতাসের। সেই বাতাস তুমি, তাই নিজের আগুনটা আব...
13/11/2025

আগুন নিভে যেতে পারে, কিন্তু ছাইয়ের নিচে তাপ রয়ে যায় — শুধু অপেক্ষা করে সঠিক বাতাসের। সেই বাতাস তুমি, তাই নিজের আগুনটা আবার জ্বালিয়ে তোল।

জীবনের পথে অনেক সময় এমন আসে, যখন আমাদের উদ্যম, আত্মবিশ্বাস আর চেষ্টা যেন নিভে যেতে বসে। মনে হয়, আর পারব না, সব শেষ হয়ে গেছে। কিন্তু আসলে আগুনটা কখনও পুরো নিভে যায় না — শুধু চোখে দেখা যায় না। ছাইয়ের নিচে যেভাবে অদেখা তাপ জমে থাকে, তেমনি আমাদের ভেতরেও একরাশ শক্তি, সাহস আর সম্ভাবনা লুকিয়ে থাকে, যা জেগে উঠার অপেক্ষায় থাকে।

আমরা অনেক সময় বাইরের সাহায্য, কারও অনুপ্রেরণা বা ভালো সময়ের আশায় বসে থাকি। কিন্তু সত্যি কথা হলো — সেই “সঠিক বাতাস” তুমি নিজেই। তোমার একটুখানি সিদ্ধান্ত, একটুখানি সাহস, কিংবা নিজের প্রতি বিশ্বাসই সেই বাতাস, যা তোমার আগুনটাকে আবার জ্বালিয়ে তুলতে পারে। অন্য কেউ এসে তোমাকে বাঁচাবে না, তোমার স্বপ্ন পূরণ করবে না — তোমাকেই নিজের মধ্যে লুকিয়ে থাকা আগুনটা খুঁজে বের করে তাকে জ্বালাতে হবে।

মনে রেখো, ব্যর্থতা মানে শেষ নয়। এটা কেবল একটা বিরতি, যেখানে তোমার আগুন একটু বিশ্রাম নেয়, ছাইয়ের নিচে লুকিয়ে পড়ে। কিন্তু একবার যদি তুমি বিশ্বাস করো যে তুমি পারবে, তাহলে সেই লুকানো তাপ আবার আগুনে পরিণত হবে — আগের চেয়ে অনেক উজ্জ্বল, অনেক নিয়ন্ত্রিত, অনেক শক্তিশালী।

তাই এখন সময় এসেছে নিজের ভেতরের বাতাসকে জাগানোর — নিজের আগুনটা আবার জ্বালিয়ে তোলার। কারণ আগুন কখনও হারায় না, শুধু অপেক্ষা করে তোমার মতো কারও, যে সাহস করে আবার নতুন করে শুরু করতে জানে।



#আবার_শুরু_করো #নিজেকে_বিশ্বাস_করো #আগুন_নেভে_না োদ্ধা

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Nr tv 24 সত্য প্রচারে আপোষহীন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share