Rumel's Day Out

Rumel's Day Out মাটির মানুষ!!!
(1)

"চুপচাপ থেকে কাজ করে যাচ্ছি… একদিন সব ঠিক হয়ে যাবে।"শব্দ দিয়ে নয়, প্রমাণ দিয়ে জবাব দিতে শিখেছি।জীবনে অনেকেই সন্দেহ করেছে...
28/07/2025

"চুপচাপ থেকে কাজ করে যাচ্ছি… একদিন সব ঠিক হয়ে যাবে।"

শব্দ দিয়ে নয়, প্রমাণ দিয়ে জবাব দিতে শিখেছি।
জীবনে অনেকেই সন্দেহ করেছে, হেয় করেছে, অবহেলা করেছে —
কিন্তু কখনো থেমে যাইনি। কারণ আমি জানি, সময় একদিন সবার উত্তর দিয়ে দেবে।

আজ নয়তো কাল, আমার পরিশ্রমই আমার পরিচয় হবে।
জীবনের প্রতিটি ধাক্কা আমাকে শিখিয়েছে —
"তোমার সবচেয়ে বড় শক্তি হলো, তুমি এখনো লড়ে যাচ্ছো।"

যারা বিশ্বাস করেছে, পাশে থেকেছে — কৃতজ্ঞতা তাদের প্রতি।
আর যারা হাসিয়েছে, তারাও ছিল দরকারি —
তাদের জন্যই আজ আমি আরও শক্ত।

ফুল ভালোবাসা প্রকাশের একটি মাধ্যম। কিন্তু দুঃখের বিষয় হইলো ফুল আর ভালোবাসা প্রয়োজন শেষে ঝরে যায়।
27/07/2025

ফুল ভালোবাসা প্রকাশের একটি মাধ্যম। কিন্তু দুঃখের বিষয় হইলো ফুল আর ভালোবাসা প্রয়োজন শেষে ঝরে যায়।

27/07/2025

🔥 অনেক বাধা, অনেক কাঁটা... তবুও আমি থেমে যাইনি। 🔥

জীবন কখনো সহজ ছিল না।
প্রতিটা ধাপে ধাপে ছিলো চ্যালেঞ্জ, ছিলো হোঁচট, ছিলো ব্যর্থতা।
কিন্তু তারপরও আমি থেমে যাইনি।
কারণ আমি জানি — অন্ধকার যতই গভীর হোক, আলো একদিন ঠিক আসবেই।

🌿 আমি এখনও লড়ছি।
🌿 আমি এখনও স্বপ্ন দেখি।
🌿 আমি এখনও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।

হয়তো সবাই বুঝবে না, হয়তো অনেকেই উপহাস করবে...
কিন্তু আমি জানি, আমি কোথা থেকে এসেছি, আর কোথায় যেতে চাই।

আজকের লড়াইটাই আগামীর বিজয়ের ভিত্তি।
থেমে যাবো না, যতক্ষণ না পৌঁছে যাচ্ছি সেই স্বপ্নের ঠিকানায়। 💪

27/07/2025

🌿 জীবন মানেই নতুন শুরু... 🌿

জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের জন্য একটি নতুন সুযোগ। হেরে যাওয়া মানেই শেষ নয় — বরং এটা শেখার একটি উপহার।
প্রতিদিন ঘুম থেকে উঠে আমরা পেতে পারি আরও ভালো মানুষ হওয়ার, নিজের স্বপ্নকে এক ধাপ এগিয়ে নেওয়ার, এবং ভালোবাসা ছড়িয়ে দেওয়ার একটা নতুন সুযোগ।

🌟 নিজের উপর বিশ্বাস রাখুন।
🌟 প্রতিকূলতা আসবে, কিন্তু তা আপনাকে গড়ে তুলবে।
🌟 পরিশ্রম কখনো ব্যর্থ হয় না।
🌟 আজকের ছোট পদক্ষেপই আগামীর বড় সাফল্যের ভিত্তি।

চলুন, আজ থেকেই শুরু করি।
নিজেকে ভালোবাসি, স্বপ্ন দেখি, এবং এগিয়ে যাই

Send a message to learn more

জুম্মার দিনে বাবা ছেলের নামাজের জন্যে❤️‍🩹❤️‍🩹❤️‍🩹
25/07/2025

জুম্মার দিনে বাবা ছেলের নামাজের জন্যে❤️‍🩹❤️‍🩹❤️‍🩹

সব সকাল শুভ হয় না। তারপরও বলতে হয় শুভ সকাল ❤️‍🩹❤️‍🩹❤️‍🩹
23/07/2025

সব সকাল শুভ হয় না। তারপরও বলতে হয় শুভ সকাল ❤️‍🩹❤️‍🩹❤️‍🩹

21/07/2025

যার চলে যায় সেই বুঝে, বিচ্ছেদে কী যন্ত্রণা।।। 🥲🥲🥲⁣⁣
আমরা মানুষ কবে হব??? ভিডিওতে একটি বাচ্চাকে দেখলাম অগ্নিদগ্ধ হয়ে সাহায্য প্রার্থনা করতে করতে হেঁটে যাচ্ছে আর বাকিরা ভিডিও করতেছে। ভিডিওটা চোখে না এলেও পারতো। এত নির্মম কিভাবে হতে পারে??? এখন হয়তো ছোট বাচ্চাগুলোর লাশ নিয়েও এখন রাজনীতি শুরু হয়ে গেছে!!! ⁣⁣
মাইলস্টোন ট্র্যাজেডিতে পুরাই নিস্তব্ধ।

Send a message to learn more

হে আল্লাহ তুমি সবাইকে রক্ষা কর😭😭😭। ছোট ছোট বাচ্চাদের আহাজারি সহ্য করার মত নয়। ঢাকার মাইলস্টোন স্কুলের বিমান দূর্ঘটনায় হ...
21/07/2025

হে আল্লাহ তুমি সবাইকে রক্ষা কর😭😭😭।
ছোট ছোট বাচ্চাদের আহাজারি সহ্য করার মত নয়। ঢাকার মাইলস্টোন স্কুলের বিমান দূর্ঘটনায় হতাহতের সংখ্যা অনেক। একটি প্রশিক্ষনরত বিমান বিদ্ধস্ত হয়ে পড়েছে স্কুলপ্রাঙ্গণে। সকলের নিকট দোয়া প্রার্থী।

Bike টার price কত হইতে পারে???🫣ভাবতেসি নিয়ে নিবো 😉
20/07/2025

Bike টার price কত হইতে পারে???🫣
ভাবতেসি নিয়ে নিবো 😉

Good morning ❤️❤️❤️
20/07/2025

Good morning ❤️❤️❤️

Address

Jessore
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rumel's Day Out posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category