Gen Z

Gen Z মাতৃভূমি অথবা মৃত্যু!

সবার আগে বাংলাদেশ...🇧🇩✌️বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব,তারেক রহমান ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফ...
13/06/2025

সবার আগে বাংলাদেশ...🇧🇩✌️

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব,তারেক রহমান ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বৈঠকে বসেছেন।

হোটেল ডোরচেস্টার, পার্ক লেন, লন্ডন।
১৩ জুন ২০২৫, শুক্রবার

যে ম্যাচ কোটি ফুটবল প্রেমীদের ভাসিয়েছে উন্মাদনায়। জয় অথবা হার, এ সমর্থনই একদিন বাংলাদেশকে এগিয়ে নিবে অনন্য উচ্চতায়।
10/06/2025

যে ম্যাচ কোটি ফুটবল প্রেমীদের ভাসিয়েছে উন্মাদনায়। জয় অথবা হার, এ সমর্থনই একদিন বাংলাদেশকে এগিয়ে নিবে অনন্য উচ্চতায়।

05/06/2025

কোরবানির` মহিমায় মহিমা'ন্বি'ত হোক সবাই জীবন!

ইউরোপীয়ান ফুটবল নয় কিন্তু ইউরোপীয়ান ফুটবলের ভাইভ! মানসম্মত স্টেডিয়াম, গ্যালারি ভর্তি দর্শক, সবকিছু ছাপিয়ে প্লেয়ারদের কাছ...
04/06/2025

ইউরোপীয়ান ফুটবল নয় কিন্তু ইউরোপীয়ান ফুটবলের ভাইভ! মানসম্মত স্টেডিয়াম, গ্যালারি ভর্তি দর্শক, সবকিছু ছাপিয়ে প্লেয়ারদের কাছ থেকে পরিচ্ছন্ন ফুটবল! একুরেট পাস, স্ট্রং প্রেসিং, প্লেয়ারদের মধ্যে ভালো বোঝাপড়া, এনার্জেটিক ফুটবল- কোনকিছুর কমতি ছিলো নাহ!

যে হামজাকে ঘিরে এই পরিবর্তন, তার হাত ধরেই আবার সবকিছুর সূচনা! দেশের মাঠিতে প্রথম ম্যাচে প্রথম গোল! একের পর এক লং পাস দিয়ে যেন প্রিমিয়ার লীগের একটা ছায়া নামিয়ে এনেছিলেন ঢাকার মাঠিতে! খেলার সময় ২৫ মিনিট হওয়ার আগেই ২৫ টা সফল পাস কমপ্লিট করেছেন হামজা!

চেষ্টার কমতি ছিলো না ফাহমিদুলেরও! অভিষেক ম্যাচে দারুণ সব টাচ ছিলো তার। ছিলো এক্সিলেন্ট গতি, বল কনট্রোল! কেন তাকে দলে দেখার জন্য ভক্তরা আন্দোলন করেছিলো এই প্রশ্নের জবাবই যেন দিলেন!

ভিআরপি বক্স থেকে বারবার ভেসে আসছিলো সকালেই দেশের মাঠিতে ল্যান্ড করা সামিত সোমের হাসি মুখ!

সব মিলিয়ে দেশের ফুটবলে একটা এলাহি কাণ্ড ঘটে গেলো!

ঠিক এরকম একটা ম্যাচ, এরকম ফুটবল, এরকম একটা অধ্যায়ের অপেক্ষায় ছিলো লাল-সবুজের কোটি কোটি ফুটবল ভক্তরা।

দারুণ! দারুণ!! দারুণ !!! ❤️💚

Z

অভিনন্দন বাংলাদেশ 🇧🇩✊
04/06/2025

অভিনন্দন বাংলাদেশ 🇧🇩✊

জেল থেকে বের হওয়ার পর -লুতফুজ্জামান বাবর বলেছিলেন- ভারত আমার আজন্ম শত্রু, তারপর থেকেই বাবরকে আর মিডিয়ার সামনে আসতে দেও...
02/06/2025

জেল থেকে বের হওয়ার পর -লুতফুজ্জামান বাবর বলেছিলেন- ভারত আমার আজন্ম শত্রু, তারপর থেকেই বাবরকে আর মিডিয়ার সামনে আসতে দেওয়া হচ্ছেনা!
এক কথায়-
বাবর সাহেব যেন রাজনীতি থেকে, নাই হয়ে গেছেন!!

এদিকে সালাউদ্দিন সাহেব- ভারতে লম্বা একটা সময় পার করে ৫ই আগস্টের পর দেশে এসে পুরো লাইমলাইটে এসে ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টায় আছে।।

বিএনপি যদি আওয়ামী লীগের মতো ইন্ডিয়ার ফাঁদে পা দেয়, ভবিষ্যতে রাজনীতিতে বিএনপির অবস্থা অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে।।

জনগণ -আগের মত মুলা ঝুলানো দেইখা চলে না! 🤔

রুমিন ফারহানারা এগিয়ে যাবে, লুৎফুজ্জামান বাবররা হেরে যাবে। যেভাবে হেরে গেয়েছিল জিয়াউর রহমান। কারণ রুমিন ফারহানারাদের গত ...
30/05/2025

রুমিন ফারহানারা এগিয়ে যাবে, লুৎফুজ্জামান বাবররা হেরে যাবে। যেভাবে হেরে গেয়েছিল জিয়াউর রহমান। কারণ রুমিন ফারহানারাদের গত ১৫ বছর যত্ন করে বড় করেছে। টাকা ঢেলেছে।

তরুণ প্রজন্ম জানে না দক্ষিণ তালপট্টি কী, কেন পাহাড়ে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল, কীভাবে ভারত বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে আসছে। এ কথাগুলো না বললে ইতিহাস অন্ধকারে হারিয়ে যাবে।

আজকের প্রজন্মকে জানতে হবে, জিয়া সাহেব কেবল একজন প্রেসিডেন্ট ছিলেন না। তিনি ছিলেন জাতির নিরাপত্তাবলয়। তাঁকে সরিয়ে দিয়ে সেই বলয় ভেঙে দেওয়া হয়েছিল।

দেশটা তুরস্কের কাছে বেচে দিলো আশিক চৌধুরী আর ডঃ ইউনুস। তাড়াতাড়ি নির্বাচন দরকার। তুর্কী MKE দিয়ে তৈরি কেএন-১২ স্নাইপার র...
30/05/2025

দেশটা তুরস্কের কাছে বেচে দিলো আশিক চৌধুরী আর ডঃ ইউনুস। তাড়াতাড়ি নির্বাচন দরকার।

তুর্কী MKE দিয়ে তৈরি কেএন-১২ স্নাইপার রাইফেল নিয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিআইডিএ) চেয়ারম্যান আশিক চৌধুরী।

সম্প্রতি BIDA ও MKE বাংলাদেশে নতুন গোলাবারুদ ও যানবাহন কারখানার জন্য শিল্প সহযোগিতা এবং পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে।এভাবেই দেশের জন্য কাজ করতে গিয়ে প্রোপাগান্ডার শিকার হচ্ছেন ড: ইউনুস. স্যার থামবেনা এগিয়ে যান.

ছবিটা যতবার দেখতেছি, ততবারই ভালো লাগতেছে। হ্যা, বাংলাদেশে ডাক্তার রাজনীতিবিদ এর আগেও এসেছেন। কিন্তু সেই ডাক্তারের কাছে জ...
28/05/2025

ছবিটা যতবার দেখতেছি, ততবারই ভালো লাগতেছে।

হ্যা, বাংলাদেশে ডাক্তার রাজনীতিবিদ এর আগেও এসেছেন। কিন্তু সেই ডাক্তারের কাছে জনগনের এমন ইজি এক্সেস কি আসলে ছিলো কখনও?

ডা. তাসনিম জারা। অক্সফোর্ড ক্যাম্ব্রিজের মতো জায়গা থেকে মেডিকেল সায়েন্স পড়াশোনা করেছেন। ইউরোপের একজন স্বনামধন্য ডাক্তার তিনি। তিনি রাজনীতিতে এসেছেন। মানুষের সাথে মেশার চেষ্টা করছেন। চট্টগ্রামে পথসভা করার সময় একজন প্রেস্ক্রিপশন নিয়ে এসে হাজির। তাসনিম জারা প্রেস্ক্রিপশন দেখলেন এবং পরামর্শ ও দিলেন। ব্যাপারটা জোস না?

সমস্যা নিয়ে রাজনীতিবিদদের কাছে মানুষের এই ইজি গোইং ব্যাপারটা একটা কালচার হয়ে উঠুক। পরিবর্তন আসুক বাংলাদেশে।

Asif on fire💥
28/05/2025

Asif on fire💥

ডা. তাসনিম জারার ট্রাকে করে চট্টগ্রাম যাওয়ার ভিডিও আমাকে গতকাল থেকেই ভাবাচ্ছে। এই তাসনিম জারাকে নিয়ে বিভিন্ন দলের নেতাকর...
27/05/2025

ডা. তাসনিম জারার ট্রাকে করে চট্টগ্রাম যাওয়ার ভিডিও আমাকে গতকাল থেকেই ভাবাচ্ছে। এই তাসনিম জারাকে নিয়ে বিভিন্ন দলের নেতাকর্মী, বট এবং প্রোপাগাণ্ডা পেইজ গুলা এহেন নোংরা কনটেন্ট নাই যে বানায় নাই, এহেন অশ্লীল এবং অসম্মানজনক কমেন্ট নাই যে করে নাই। কিন্তু জারা আসলে কি ডিজার্ভ করেন? একটু ভাবি!

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে ঢাকা মেডিকেল কলেজ থেকে (MBBS) ডিগ্রি অর্জন করে পড়তে যান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এভিডেন্স-বেইজড হেলথ কেয়ার বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি (MSc) অর্জন করেন, যেখানে তিনি ডিস্টিংকশনসহ উত্তীর্ণ হন। যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অফ অবস্টেট্রিশিয়ানস অ্যান্ড গাইনোকোলজিস্টস (RCOG) থেকে জারা DRCOG ডিগ্রি অর্জন করেন, যা প্রসূতি ও স্ত্রীরোগবিদ্যায় বিশেষজ্ঞদের জন্য প্রদান করা হয়। এরপর যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস থেকে MRCP (Member of the Royal College of Physicians) ডিগ্রি অর্জন করেন, যুক্তরাজ্যের হায়ার এডুকেশন একাডেমির অ্যাসোসিয়েট ফেলো (AFHEA) হিসেবে স্বীকৃতি লাভ করেন।

ডা. তাসনিম জারা বর্তমানে যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্টারনাল মেডিসিন বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে কর্মরত। এছাড়াও, তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে সিনিয়র ক্লিনিক্যাল সুপারভাইজার হিসেবে ৫ম এবং ৬ষ্ট বর্ষের মেডিকেল শিক্ষার্থীদের পড়ান, প্রশিক্ষন দেন।

আমরা জারাকে তার ইউটিউব আর ফেইসবুকের ভিডিগুলা থেকে বেশি চিনেছি। খুবই সহজ সরল সাবলীল বাংলায় জারা অনেক কনটেন্ট বানিয়েছেন, যেগুলো বাংলাদেশের শিক্ষিত, সল্পশিক্ষিত সবধরনের মানুষ কানেক্ট করতে পারে। এছাড়া উনি "সহায় হেলথ" নামক একটি ডিজিটাল প্ল্যাটফর্মের কো ফাউন্ডার, যা বাংলাভাষী জনগণের জন্য প্রমাণভিত্তিক স্বাস্থ্যসেবা তথ্য প্রদান করে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

জারা যখন রাজনীতিতে আসলেন তখন দেশে একটা হাইপ চলতেছিল, সবাই তখন একটা করে রাজনৈতিক দল খুলে বসবে এমন একটা উত্তেজনা! এক জুলাই গিয়ে আরেক জুলাই আসার আগেই অধিকাংশ মানুষই সেই "আই হেইট পলিটিক্স" মেন্টালিটিতে ফেরত চলে গেছে। স্বাভাবিক। রাজনীতি সবার জন্য না।

জারা কিন্তু এখনো লেগে আছেন। তাসনিম জারা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে দায়িত্ব পালন করছেন। এই পদটি দলের শীর্ষ নির্বাহী পদগুলোর একটি, যা তিনি ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে পালন করছেন। এনসিপি গঠনের পূর্বে তিনি জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলটির আনুষ্ঠানিক যাত্রার পর তিনি সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে নিযুক্ত হন।

২০২৫ এর মার্চ মাসে তাসনিম জারা দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন একটি ফেইসবুক স্ট্যাটাসের মাধ্যমে, সবাই আমরা হাসাহাসি করছিলাম। বলছিলাম, এদের কি দলের গ্রুপ চ্যাট নাই! কিন্তু এই স্ট্যাটাস নিজ দলের মানুষের রাজনৈতিক স্বচ্ছতা ও জবাবদিহিতার পক্ষে ব্যক্তি পর্যায়ে জারার জোরালো অবস্থান।

একবার আবার ভাবেন। ঢাকা মেডিকেল কলেজ, দেশের সবচেয়ে মেধাবীরা যেখানে চান্স পায় বলে আমরা জানি। অক্সফোর্ড, বিশ্বের সবচেয়ে মেধাবীরা যেখানে চান্স পায় বলে আমরা মানি। সেই ব্যাকগ্রাউন্ডের মেয়ে এই তাসনিম জারা। আজকে এনসিপির অন্যতম প্রভাবশালী ও নীতিনির্ধারক নেত্রী। বিদেশে পড়াশোনা করে যে দেশে ফিরে আসছে মানুষের জন্য কাজ করবে বলে।

জারা আসলে এখন পর্যন্ত অনেক কিছু অর্জন করছেন। ইউকেতে জারার খুবই গোছানো একটা জীবন ছিল। এমন জীবন আমাদের দেশের পলিটিকাল নেতারা কালো টাকা দিয়ে বানানোর চেষ্টা করে আসছে সারাজীবন। কিন্তু জারা বাংলাদেশে ফেরত আসছেন, দেশের মানুষকে কাছে আসছেন। আমি চাই তিনি যেন সফল হন। তার ভিশন সফল হোক। আমি চাই আমার জীবদ্দশায় যেন আমাকে দেখতে না হয় এই তাসনিম জারা দুর্নীতিবাজ হয়ে উঠছে, ফ্যাসিস্ট হয়ে উঠছে।

ডা. তাসনিম জারা, আপনার নামে এই সত্য প্রশংসাটুকু করে আমার হালকা লাগতেছে! আপনি অনেক সম্মান এবং ভালোবাসা ডিজারভ করেন।

27/05/2025

Gen Z

Address

Kushtia
Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Gen Z posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gen Z:

Share

Category